অবসর পরিকল্পনায় NPS-ই সেরা, কত টাকা পেনশন পাবেন ? জেনে নিন এখানে

Last Updated:
ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস পেনশন-কাম-বিনিয়োগ প্রকল্প। কেন্দ্র সরকার সমর্থিত এই স্কিমে অবসরের পর প্রবীণ নাগরিকদের আয়ের সুরক্ষা দেওয়াই লক্ষ্য।
1/9
ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস পেনশন-কাম-বিনিয়োগ প্রকল্প। কেন্দ্র সরকার সমর্থিত এই স্কিমে অবসরের পর প্রবীণ নাগরিকদের আয়ের সুরক্ষা দেওয়াই লক্ষ্য।
ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস পেনশন-কাম-বিনিয়োগ প্রকল্প। কেন্দ্র সরকার সমর্থিত এই স্কিমে অবসরের পর প্রবীণ নাগরিকদের আয়ের সুরক্ষা দেওয়াই লক্ষ্য।
advertisement
2/9
৬০ বছর বয়স পর্যন্ত বা অবসর না নেওয়া পর্যন্ত গ্রাহককে পদ্ধতিগত সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। সোজা কথায়, প্রতি ব্যক্তি যাতে অবসরের পর পর্যাপ্ত টাকা হাতে পান তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই স্কিম।
৬০ বছর বয়স পর্যন্ত বা অবসর না নেওয়া পর্যন্ত গ্রাহককে পদ্ধতিগত সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। সোজা কথায়, প্রতি ব্যক্তি যাতে অবসরের পর পর্যাপ্ত টাকা হাতে পান তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই স্কিম।
advertisement
3/9
প্রোটিন ই-গভ টেকনোলজিস লিমিটেডের গ্রুপ হেড অমিত সিনহা বলছেন, ‘এনপিএস-এ ব্যক্তিগত অবদান পেনশন তহবিলে জমা করা হয়।
প্রোটিন ই-গভ টেকনোলজিস লিমিটেডের গ্রুপ হেড অমিত সিনহা বলছেন, ‘এনপিএস-এ ব্যক্তিগত অবদান পেনশন তহবিলে জমা করা হয়।
advertisement
4/9
যা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নিযুক্ত পেশাদার পেনশন তহবিল পরিচালকরা ইক্যুইটি, সরকারি সিকিউরিটিজ এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগ করেন। ব্যক্তির বিনিয়োগের উপর অর্জিত আয় বছরের পর বছর জমা হয় এবং বৃদ্ধি পায়’।
যা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নিযুক্ত পেশাদার পেনশন তহবিল পরিচালকরা ইক্যুইটি, সরকারি সিকিউরিটিজ এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগ করেন। ব্যক্তির বিনিয়োগের উপর অর্জিত আয় বছরের পর বছর জমা হয় এবং বৃদ্ধি পায়’।
advertisement
5/9
দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি লক্ষ্য পূরণে এনপিএস-এ বিনিয়োগ করা যায়। এর জন্য রয়েছে টায়ার ১ (দীর্ঘমেয়াদি প্রয়োজনের জন্য পেনশন অ্যাকাউন্ট) এবং টায়ার ২ (স্বল্পমেয়াদি প্রয়োজনের জন্য বিনিয়োগ অ্যাকাউন্ট) অ্যাকাউন্ট। টায়ার ২ অ্যাকাউন্টটি ঐচ্ছিক।
দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি লক্ষ্য পূরণে এনপিএস-এ বিনিয়োগ করা যায়। এর জন্য রয়েছে টায়ার ১ (দীর্ঘমেয়াদি প্রয়োজনের জন্য পেনশন অ্যাকাউন্ট) এবং টায়ার ২ (স্বল্পমেয়াদি প্রয়োজনের জন্য বিনিয়োগ অ্যাকাউন্ট) অ্যাকাউন্ট। টায়ার ২ অ্যাকাউন্টটি ঐচ্ছিক।
advertisement
6/9
সক্রিয় টায়ার ১ অ্যাকাউন্ট থাকলে বিনিয়োগকারী টায়ার ২ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন। বর্তমান প্রজন্মের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের প্রতি আগ্রহ বাড়ছে। মাসিক আয়ের একটা অংশ এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করছে। এনপিএস-এরও এর সমস্ত ক্ষমতা এবং বৈশিষ্ট্য রয়েছে।
সক্রিয় টায়ার ১ অ্যাকাউন্ট থাকলে বিনিয়োগকারী টায়ার ২ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন। বর্তমান প্রজন্মের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের প্রতি আগ্রহ বাড়ছে। মাসিক আয়ের একটা অংশ এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করছে। এনপিএস-এরও এর সমস্ত ক্ষমতা এবং বৈশিষ্ট্য রয়েছে।
advertisement
7/9
এনপিএস-এ ম্যাচুরিটির সময় গ্রাহকরা তাঁদের নিজ নিজ PRAN (স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর) অ্যাকাউন্টের অধীনে জমা হওয়া পেনশন সম্পদ ব্যবহার করতে পারেন। পাশাপাশি PFRDA তালিকাভুক্ত বিমা কোম্পানি থেকে কিনতে পারেন লাইফ অ্যানুইটি।
এনপিএস-এ ম্যাচুরিটির সময় গ্রাহকরা তাঁদের নিজ নিজ PRAN (স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর) অ্যাকাউন্টের অধীনে জমা হওয়া পেনশন সম্পদ ব্যবহার করতে পারেন। পাশাপাশি PFRDA তালিকাভুক্ত বিমা কোম্পানি থেকে কিনতে পারেন লাইফ অ্যানুইটি।
advertisement
8/9
প্রসঙ্গত, এনপিএস-এ বিনিয়োগকারী ৭৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। তবে প্রতি আর্থিক বছরে ন্যূনতম ১০০০ টাকা অবদান রাখতেই হবে। এছাড়া কর সুবিধাও পাওয়া যায়।
প্রসঙ্গত, এনপিএস-এ বিনিয়োগকারী ৭৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। তবে প্রতি আর্থিক বছরে ন্যূনতম ১০০০ টাকা অবদান রাখতেই হবে। এছাড়া কর সুবিধাও পাওয়া যায়।
advertisement
9/9
এনপিএস ক্যালকুলেটর রয়েছে। অনলাইনে দেখে নেওয়া যায়। ব্যক্তির বর্তমান বয়স, এনপিএসে যোগদানের তারিখ, বর্তমান এনপিএস কর্পাস, অবদানের বার্ষিক বৃদ্ধি, প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার এবং বার্ষিক সুদের হার দিলে, ম্যাচুরিটির সময় বা অবসরকালীন সময়ে কত টাকা হাতে পাওয়া যাবে তা বেরিয়ে আসবে।
এনপিএস ক্যালকুলেটর রয়েছে। অনলাইনে দেখে নেওয়া যায়। ব্যক্তির বর্তমান বয়স, এনপিএসে যোগদানের তারিখ, বর্তমান এনপিএস কর্পাস, অবদানের বার্ষিক বৃদ্ধি, প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার এবং বার্ষিক সুদের হার দিলে, ম্যাচুরিটির সময় বা অবসরকালীন সময়ে কত টাকা হাতে পাওয়া যাবে তা বেরিয়ে আসবে।
advertisement
advertisement
advertisement