নিষ্ক্রিয় হয়ে গিয়েছে EPF অ্যাকাউন্ট ? আনব্লক কি করা যাবে ? দেখে নিন ধাপে ধাপে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
EPF অ্যাকাউন্টধারীরা কীভাবে তাঁদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আনব্লক করতে পারেন? জেনে নিন
ভারত সরকার কর্মচারী ভবিষ্য তহবিল (EPF) প্রতিষ্ঠা করেছে। যাঁরা সংগঠিত সেক্টরে কাজ করেন, তাঁদের জন্য এটি একটি অবসর সঞ্চয় প্রকল্প। ইপিএফ স্কিমটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) দ্বারা প্রণয়ন করা হয়েছে, যেখানে কর্মচারীরা, যাঁরা একটি কোম্পানির জন্য কাজ করেন, তাঁরা তাঁদের মাসিক বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ প্রকল্পে অবদান রাখেন।
advertisement
advertisement
যাই হোক, EPF অ্যাকাউন্টধারীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তাঁদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আনব্লক করতে পারেন। সম্প্রতি, EPFO লোকেদের তাঁদের EPF অ্যাকাউন্টগুলি আনব্লক করার জন্য একটি নতুন SOP প্রয়োগ করেছে। এসওপি অনুসারে, ইপিএফ অ্যাকাউন্ট আনব্লক করার আগে ব্যবহারকারীদের অবশ্যই তাঁদের কেওয়াইসি বিশদগুলি আপ টু ডেট কি না তা প্রমাণ করতে হবে।
advertisement
এর মানে হল যে অ্যাকাউন্টধারীর পরিচয় এবং প্রাসঙ্গিক নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের বিবরণ যাচাই করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তা ব্যবহারকারীর EPF অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখে। KYC হয়ে গেলে, ব্যবহারকারীরা নিম্নলিখিত পদক্ষেপগুলি ব্যবহার করে তাঁদের EPF অ্যাকাউন্ট আনব্লক করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement