রান্নার গ্যাস কিনতে গিয়ে ঠকছেন না তো, জেনে নিন কীভাবে থাকবেন সুরক্ষিত

Last Updated:
এলপিজি ঘরে আনেন তো সাবধানতা কিন্তু মাস্ট
1/5
আপনার বাড়িতে নিশ্চয় প্রতি মাসেই নয়া সিলিন্ডার আসে { কারণ বাড়ির সব রান্নাবান্না তো ওই থেকেই হয় ৷ কিন্তু জানেন কি আপনি যে সিলিন্জারটি বাড়ির রান্নাঘরে সযত্নে ঢোকালেন সেটা ভুয়ো হতে পারে ৷ এমনটাই সতর্ক বার্তা জারি করেছে বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থা ৷ Photo- PTI
আপনার বাড়িতে নিশ্চয় প্রতি মাসেই নয়া সিলিন্ডার আসে { কারণ বাড়ির সব রান্নাবান্না তো ওই থেকেই হয় ৷ কিন্তু জানেন কি আপনি যে সিলিন্জারটি বাড়ির রান্নাঘরে সযত্নে ঢোকালেন সেটা ভুয়ো হতে পারে ৷ এমনটাই সতর্ক বার্তা জারি করেছে বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থা ৷ Photo- PTI
advertisement
2/5
মার্চ ২০১৯ -এ গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটা ৷ যারা ভর্তুকি পায় কলকাতায় তাদের গ্যাসের জন্য দাম দিতে হয় ৪৯৮.৭৫টাকা ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ৷ অন্যদিক ভর্তুকিহীণ গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হয় ৬৭৩.৫০ টাকা ৷ প্রায় ২থেকে আড়াই টাকা দাম বেড়েছে এক মাসে ৷ Photo- PTI
মার্চ ২০১৯ -এ গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটা ৷ যারা ভর্তুকি পায় কলকাতায় তাদের গ্যাসের জন্য দাম দিতে হয় ৪৯৮.৭৫টাকা ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ৷ অন্যদিক ভর্তুকিহীণ গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হয় ৬৭৩.৫০ টাকা ৷ প্রায় ২থেকে আড়াই টাকা দাম বেড়েছে এক মাসে ৷ Photo- PTI
advertisement
3/5
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মারাত্মক সতর্কবার্তা জারি করেছেন নিজেদের উপভোক্তাদের জন্য ৷ এখন খুব সহজেই এলপিজি কানেকশন পাওয়া যায় এই সব সংস্থার থেকে ৷ Photo- PTI
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মারাত্মক সতর্কবার্তা জারি করেছেন নিজেদের উপভোক্তাদের জন্য ৷ এখন খুব সহজেই এলপিজি কানেকশন পাওয়া যায় এই সব সংস্থার থেকে ৷ Photo- PTI
advertisement
4/5
কিন্তু এখন ফেক ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার দাবি করছে ৷ যেটা আসলে একটি ভুয়ো সংস্থা ৷ তিনটি গ্যাস প্রদানকারী সকলকে সতর্ক করে দিয়েছে ৷
কিন্তু এখন ফেক ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার দাবি করছে ৷ যেটা আসলে একটি ভুয়ো সংস্থা ৷ তিনটি গ্যাস প্রদানকারী সকলকে সতর্ক করে দিয়েছে ৷
advertisement
5/5
ভুয়ো ওয়েবসাইটের চক্করে পরে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় ৷ এই সংস্থার চক্করে পরে গ্রাহকরা সর্বস্বান্ত হচ্ছেন ৷ কারণ এই ফেক ওয়েবসাইট যেটা প্রায় আসল ওয়েবসাইটের মতোই দেখতে সেখানে গ্যাসের জন্য অনালইনে পেমেন্ট করে দেওয়ার পরেও ক্রেতারা সিলিন্ডার পাবেন না ৷ কারণ যাদের ওয়েবাসইট তারা গ্যাস সিলিন্ডার সাপ্লাই করার ক্ষমতাই রাখে না ৷ Photo- PTI
ভুয়ো ওয়েবসাইটের চক্করে পরে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় ৷ এই সংস্থার চক্করে পরে গ্রাহকরা সর্বস্বান্ত হচ্ছেন ৷ কারণ এই ফেক ওয়েবসাইট যেটা প্রায় আসল ওয়েবসাইটের মতোই দেখতে সেখানে গ্যাসের জন্য অনালইনে পেমেন্ট করে দেওয়ার পরেও ক্রেতারা সিলিন্ডার পাবেন না ৷ কারণ যাদের ওয়েবাসইট তারা গ্যাস সিলিন্ডার সাপ্লাই করার ক্ষমতাই রাখে না ৷ Photo- PTI
advertisement
advertisement
advertisement