ব্যবসায় সফল হতে শ্রী কৃষ্ণের এই বাণীগুলি মেনে চলুন, কোটিপতি হওয়া থেকে রুখতে পারবে না কেউ
Last Updated:
advertisement
advertisement
advertisement
• আমরা সবাই সুদামা এবং ভগবান কৃষ্ণের বন্ধুত্বের কাহিনি জানি ৷ কৃষ্ণের মতো সত্যিকারের বন্ধু হয়তো আজকের যুগে পাওয়া দুষ্কর ৷ যদি মানুষ একজন সত্যিকারে বন্ধু কিংবা সঙ্গী খুঁজে নেন, তবে ব্যবসার ক্ষেত্রে ভীষণ সুবিধে হয় ৷ এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাহায্য মিলবে ৷ কিন্তু এটা তখনই সম্ভব হতে পারে যখন কোনও ব্যক্তি নিজে ভাল বন্ধুর ভূমিকা পালন করবেন ৷ এবং বন্ধুর কঠিন পরিস্থিতিতে তাঁর সহযোগিতা করবেন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
• বিভিন্ন গুণে গুণী হওয়া ৷ কৃষ্ণ একজন শিক্ষক, একজন শিল্পী, এক যোদ্ধ, এক উপদেষ্টা, জ্ঞানের অফুরান ভান্ডার, এক শিক্ষার্থী এবং একজন সত্যিকারের প্রেমী ৷ সেই কারণে তাঁর সর্ব গুণের মহারথী বলা হয় ৷ সফল ব্যক্তি হতে গেলে আপনাকেও কিছু গুণে সমৃ্দ্ধ হতে হবে ৷ কেন না ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনেকগুলি ভূমিকা গ্রহণ করতে হয় ৷ আর সেক্ষেত্রে এই গুণগুলো সাহায্য করবে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
• শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে সাধারণ মানুষের জীবন মিলে যায় ৷ তিনি তাঁর বাল্যকাল গোকুলের গলিতে কাটিয়েছেন ৷ সাধারণভাবেই সেখানে জীবন অতিবাহিত করেছেন ৷ এবং জাীবনের অন্য প্রান্তে তিনি রাজা হয়েছিলেন ৷ তবুও তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবন করলে বোঝা যাবে যে, অহঙ্কার নামক বস্তুটি তাঁর জীবনে নেই বিলকুল ৷ আর সেই কারণেই বলা হয়-ব্যবসায় বিরাট সাফল্য পাওয়ার পরেও অহঙ্কার হওয়ার কথা নয় ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
advertisement