৩১ মার্চের মধ্যে কাদের Pan-Aadhaar লিঙ্ক না করলেও চলবে? জেনে নিয়ে সিদ্ধান্ত নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
সবারই কি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক?
advertisement
advertisement
advertisement
কাদের পক্ষে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক? সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত।
advertisement
advertisement
প্যান কার্ড এবং আধার কার্ড কীভাবে লিঙ্ক করিয়ে নেওয়া যায়? - সবার প্রথমে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। - রেজিস্ট্রেশন করা না থাকলে তা সেরে নিতে হবে, রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন আইডি হিসেবে ব্যবহার করতে হবে প্যান নম্বর। - লগ ইন আইডি, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। - একটা পপ আপ উইন্ডো খুলবে, যেখানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়ার কথা বলা হবে। - প্যান কার্ড এবং আধার কার্ডের সব তথ্য মিলিয়ে দেখে নিয়ে Link Now-তে ক্লিক করতে হবে। - প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক সাকসেসফুল- এই মর্মে একটা পপ আপ মেসেজ চলে আসবে।