আপনার Aadhaar Card অন্য কেউ ব্যবহার করছে? এভাবে দেখে নিন, নাহলে বড় বিপদ হতে পারে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Number: কেউ যদি গ্রাহকের আধার নম্বর হাতিয়ে প্রতারণা করেন, তাহলে তার দায় গ্রাহককেই নিতে হবে। আর্থিক ক্ষতি থেকে শুরু করে আইনি জটিলতা, তৈরি থাকতে হবে সব কিছুর জন্য।
advertisement
advertisement
advertisement
আধার ইউসেজ হিস্ট্রি পরীক্ষা করার পদ্ধতি: সবার প্রথমে ‘মাইআধার’ পোর্টালে যেতে হবে।
এরপর আধার নম্বর, ক্যাপচা কোড লিখে ক্লিক করতে হবে ‘Login With OTP’ অপশনে।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা লিখে অ্যাকাউন্টে ঢুকতে হবে গ্রাহককে।
এরপর ‘Authentication History’ অপশনে ক্লিক করতে হবে। গ্রাহক যে সময়সীমার মধ্যে আধার ব্যবহার হয়েছে কি না দেখতে চান, সেটা লিখতে হবে।
এরপর আধার নম্বর, ক্যাপচা কোড লিখে ক্লিক করতে হবে ‘Login With OTP’ অপশনে।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা লিখে অ্যাকাউন্টে ঢুকতে হবে গ্রাহককে।
এরপর ‘Authentication History’ অপশনে ক্লিক করতে হবে। গ্রাহক যে সময়সীমার মধ্যে আধার ব্যবহার হয়েছে কি না দেখতে চান, সেটা লিখতে হবে।
advertisement
advertisement
UIDAI-এর কাছে দু’ভাবে অভিযোগ জানাতে পারেন গ্রাহক। সরাসরি UIDAI-এর টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে অভিযোগ জানানো যায়। help@uidai.gov.in – এ অভিযোগ লিখে মেল পাঠাতে পারেন গ্রাহক।
গ্রাহক চাইলে তাঁর আধার বায়োমেট্রিক লক করে রাখতে পারেন। তাহলে কেউ যদি আধার ডিটেইলস পেয়েও যায়, তাহলেও বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করতে পারবে না।
গ্রাহক চাইলে তাঁর আধার বায়োমেট্রিক লক করে রাখতে পারেন। তাহলে কেউ যদি আধার ডিটেইলস পেয়েও যায়, তাহলেও বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করতে পারবে না।
advertisement
advertisement