আপনার Aadhaar Card অন্য কেউ ব্যবহার করছে? এভাবে দেখে নিন, নাহলে বড় বিপদ হতে পারে

Last Updated:
Aadhaar Number: কেউ যদি গ্রাহকের আধার নম্বর হাতিয়ে প্রতারণা করেন, তাহলে তার দায় গ্রাহককেই নিতে হবে। আর্থিক ক্ষতি থেকে শুরু করে আইনি জটিলতা, তৈরি থাকতে হবে সব কিছুর জন্য।
1/8
ব্যাঙ্কের কাজ বলুন কিংবা নতুন সিমের কানেকশন, আধার ছাড়া কিছুই হবে না। মিলবে না সরকারি প্রকল্পের সুবিধাও। এই কারণে আধার জালিয়াতিও বাড়ছে। আর্থিক প্রতারণা, আধার তথ্য চুরি, জাল আধার তৈরির ঘটনা হামেশাই শোনা যায়।
ব্যাঙ্কের কাজ বলুন কিংবা নতুন সিমের কানেকশন, আধার ছাড়া কিছুই হবে না। মিলবে না সরকারি প্রকল্পের সুবিধাও। এই কারণে আধার জালিয়াতিও বাড়ছে। আর্থিক প্রতারণা, আধার তথ্য চুরি, জাল আধার তৈরির ঘটনা হামেশাই শোনা যায়।
advertisement
2/8
কেউ যদি গ্রাহকের আধার নম্বর হাতিয়ে প্রতারণা করেন, তাহলে তার দায় গ্রাহককেই নিতে হবে। আর্থিক ক্ষতি থেকে শুরু করে আইনি জটিলতা, তৈরি থাকতে হবে সব কিছুর জন্য। কিন্তু আপনার আধার কার্ডের নম্বর অন্য কেউ ব্যবহার করছে কি না, কীভাবে জানবেন?
কেউ যদি গ্রাহকের আধার নম্বর হাতিয়ে প্রতারণা করেন, তাহলে তার দায় গ্রাহককেই নিতে হবে। আর্থিক ক্ষতি থেকে শুরু করে আইনি জটিলতা, তৈরি থাকতে হবে সব কিছুর জন্য। কিন্তু আপনার আধার কার্ডের নম্বর অন্য কেউ ব্যবহার করছে কি না, কীভাবে জানবেন?
advertisement
3/8
সরাসরি এটা পরীক্ষা করা সম্ভব নয়। তবে আপনার আধার নম্বর অতীতে কোথায় ব্যবহার হয়েছে, তা জানার একটা উপায় রয়েছে। আধার নিরাপদে রাখতে এবং এর ব্যবহারের রেকর্ড ট্র্যাকে সাহায্য করতে UIDAI কিছু টুল চালু করেছে। এর মাধ্যমে গ্রাহক তাঁর আধার কার্ডের উপর নজরদারি চালাতে পারেন।
সরাসরি এটা পরীক্ষা করা সম্ভব নয়। তবে আপনার আধার নম্বর অতীতে কোথায় ব্যবহার হয়েছে, তা জানার একটা উপায় রয়েছে। আধার নিরাপদে রাখতে এবং এর ব্যবহারের রেকর্ড ট্র্যাকে সাহায্য করতে UIDAI কিছু টুল চালু করেছে। এর মাধ্যমে গ্রাহক তাঁর আধার কার্ডের উপর নজরদারি চালাতে পারেন।
advertisement
4/8
আধার ইউসেজ হিস্ট্রি পরীক্ষা করার পদ্ধতি: সবার প্রথমে ‘মাইআধার’ পোর্টালে যেতে হবে। এরপর আধার নম্বর, ক্যাপচা কোড লিখে ক্লিক করতে হবে ‘Login With OTP’ অপশনে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা লিখে অ্যাকাউন্টে ঢুকতে হবে গ্রাহককে। এরপর ‘Authentication History’ অপশনে ক্লিক করতে হবে। গ্রাহক যে সময়সীমার মধ্যে আধার ব্যবহার হয়েছে কি না দেখতে চান, সেটা লিখতে হবে।
আধার ইউসেজ হিস্ট্রি পরীক্ষা করার পদ্ধতি: সবার প্রথমে ‘মাইআধার’ পোর্টালে যেতে হবে।
এরপর আধার নম্বর, ক্যাপচা কোড লিখে ক্লিক করতে হবে ‘Login With OTP’ অপশনে।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা লিখে অ্যাকাউন্টে ঢুকতে হবে গ্রাহককে।
এরপর ‘Authentication History’ অপশনে ক্লিক করতে হবে। গ্রাহক যে সময়সীমার মধ্যে আধার ব্যবহার হয়েছে কি না দেখতে চান, সেটা লিখতে হবে।
advertisement
5/8
তাহলেই সামনে লগ চলে আসবে। এখানে অচেনা কোনও ব্যক্তি গ্রাহকের অজান্তে আধার ব্যবহার করেছে কি না, বা সন্দেহজনক লেনদেন হয়েছে কি না দেখা যাবে। যদি সে রকম কিছু থাকে তাহলে অবিলম্বে UIDAI-কে জানানো উচিত।
তাহলেই সামনে লগ চলে আসবে। এখানে অচেনা কোনও ব্যক্তি গ্রাহকের অজান্তে আধার ব্যবহার করেছে কি না, বা সন্দেহজনক লেনদেন হয়েছে কি না দেখা যাবে। যদি সে রকম কিছু থাকে তাহলে অবিলম্বে UIDAI-কে জানানো উচিত।
advertisement
6/8
UIDAI-এর কাছে দু’ভাবে অভিযোগ জানাতে পারেন গ্রাহক। সরাসরি UIDAI-এর টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে অভিযোগ জানানো যায়। help@uidai.gov.in – এ অভিযোগ লিখে মেল পাঠাতে পারেন গ্রাহক।গ্রাহক চাইলে তাঁর আধার বায়োমেট্রিক লক করে রাখতে পারেন। তাহলে কেউ যদি আধার ডিটেইলস পেয়েও যায়, তাহলেও বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করতে পারবে না।
UIDAI-এর কাছে দু’ভাবে অভিযোগ জানাতে পারেন গ্রাহক। সরাসরি UIDAI-এর টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে অভিযোগ জানানো যায়। help@uidai.gov.in – এ অভিযোগ লিখে মেল পাঠাতে পারেন গ্রাহক।
গ্রাহক চাইলে তাঁর আধার বায়োমেট্রিক লক করে রাখতে পারেন। তাহলে কেউ যদি আধার ডিটেইলস পেয়েও যায়, তাহলেও বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করতে পারবে না।
advertisement
7/8
UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।এরপর ঢুকতে হবে ‘Lock/Unlock Aadhaar’ সেকশনে।

এখানে নির্দেশিকা দেওয়া থাকবে, সেটা ভাল করে পড়ে বুঝে নেওয়া উচিত।
UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর ঢুকতে হবে ‘Lock/Unlock Aadhaar’ সেকশনে।
এখানে নির্দেশিকা দেওয়া থাকবে, সেটা ভাল করে পড়ে বুঝে নেওয়া উচিত।
advertisement
8/8
তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভার্চুয়াল আইডি (VID), নাম, পিন কোড এবং ক্যাপচা কোড দিতে হবে।রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।

OTP দিলেই আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে।
তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভার্চুয়াল আইডি (VID), নাম, পিন কোড এবং ক্যাপচা কোড দিতে হবে।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।
OTP দিলেই আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement