Investment With Maximum Return: ৫ লক্ষ টাকা বিনিয়োগ করবেন ? দেখে নিন আগামী ৫ বছরে কোথায় সবথেকে বেশি রিটার্ন মিলবে
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Investments With Maximum Returns: আগামী ৫ বছরে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে কোথায় বেশি রিটার্ন পাওয়া যেতে পারে—সোনা না Nifty 50? বাজার বিশ্লেষকরা কী বলছেন, ইতিহাস কী বলছে? ঝুঁকি ও লাভের সঠিক হিসাব জেনে নিন
ফিজিক্যাল গোল্ড আজও ভরসাযোগ্য সম্পদ হিসেবে গণ্য হয়। বিশেষ করে আর্থিক অনিশ্চয়তা, ভাল পারফর্ম না করা ইক্যুইটি অথবা উচ্চ মুদ্রাস্ফীতির পর্যায়ে তো বটেই! সাম্প্রতিক কয়েক বছরে যদিও ইক্যুইটিতে বিনিয়োগ করে ভালই মুনাফার মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। কিছু কিছু বিনিয়োগকারী তো রাতারাতি সাফল্য পেয়েছেন। ফলে সাধারণ বিনিয়োগকারীরা ভারতের সবথেকে বড় লিস্টেড কোম্পানিগুলি থেকে বেনিফিট পেয়েছেন।
advertisement
advertisement
আসলে দুটোই এমন অ্যাসেট ক্লাস, যার নিজস্বতা রয়েছে। আর উভয়ই স্বল্প এবং দীর্ঘমেয়াদে ভিন্ন ভিন্ন কায়দায় মার্কেট পরিস্থিতির ক্ষেত্রে সাড়া দেবে। একটি ন্যায্য তুলনা করলে দেখা যাবে যে, গত পাঁচ বছরে কোন বিনিয়োগ সবথেকে বেশি লাভ এনে দিয়েছে! বিশেষ করে যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে তো বটেই!
advertisement
বিগত ৫ বছরে সোনার পারফরম্যান্স: বছর পাঁচেক আগে অর্থাৎ ৭ জুলাই ২০২০ তারিখে মুম্বইয়ে প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার মূল্য ছিল ৪৬২৬ টাকা। আবার পাঁচ বছর পরের অর্থাৎ জুলাই ২০২৫-এর হিসেব অনুযায়ী, ওই একই পরিমাণ সোনার দাম ঘোরাফেরা করছে প্রতি গ্রাম ৮৮৬১ টাকা থেকে ৯০০০ টাকার মধ্যে। অর্থাৎ সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৯১.৫৪ শতাংশ। সেই কারণে ২০২০ সালে যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই বিনিয়োগের মূল্য এখন দাঁড়িয়েছে ৯৫৭৭০০ টাকায়।
advertisement
বিগত ৫ বছরে Nifty 50 পারফরম্যান্স:ভারতের শীর্ষস্থানীয় ৫০টি সংস্থার প্রতিনিধিত্ব করে Nifty 50 ইনডেক্স। গত ৮ জুলাই ২০২৫ তারিখে এই সূচক ২৫৫২২-এ ক্লোজ হয়েছিল। এর অর্থ হল, বিগত ৫ বছরে এটি বৃদ্ধি পেয়েছে ১৩৫.৭৬ শতাংশ। সেই কারণে ৫ বছর আগে এই ইনডেক্সে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে একই সময়ে সেই বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১১,৭৮,৮০০ টাকায়।
advertisement








