এলআইসি জীবন লাভ: ক্যালকুলেটার
১৮ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এই পলিসি করাতে পারবেন ৷ উধারণ হিসেবে ধরে নিন, যদি কোনও ব্যক্তি ২৫ বছর বয়সে জীবন লাভ পলিসি শুরু করেন তাহলে প্রতি মাসে ৭৫৭২ টাকা অথবা প্রতিদিন ২৫২ টাকা বিনিয়োগ করতে হবে ৷ অর্থাৎ বছরে ৯০,৮৬৭ টাকা জমা করতে হবে ৷ পলিসির জন্য মোট ২০ লক্ষ টাকা জমা করলে ম্যাচিউরিটির সময় পলিসি হোল্ডার ৫৪ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ৷ শুধু তাই নয় ম্যাচিউরিটির সময় রিভার্সিনারি বোনাস ও অ্যাডিশনাল বোনাসও দেওয়া হবে ৷ পলিসি হোল্ডার ১০,১৩ ও ১৬ বছরের জন্য টাকা ইনভেস্ট করতে পারবেন ৷
পলিসির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট-
পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি পলিসির সুবিধা পাবেন ৷ নমিনি বোনাসের পাশাপাশি সাম অ্যাসিউর্ড বেনিফিটও পাবেন ৷ ডেথ বেনিফিট এই পলিসির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ৷ পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে পলিসির টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ তবে সেক্ষেত্রে একটি শর্ত আছে, পলিসি ব্রেক হয়নি এবং সমস্ত প্রিমিয়াম দেওয়া হয়েছে ৷