১০ হাজার টাকার SIP-তে মিলবে ২৮.৭৩ লাখ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে এই ফান্ড

Last Updated:
আর্থিক বিশেষজ্ঞদের অনেকেই আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন।
1/10
বাজারের অস্থিরতা সত্ত্বেও স্টক মার্কেটের প্রধান বেঞ্চমার্ক সূচকগুলো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক মুদ্রাস্ফীতির আশঙ্কায় ভুগছে বলে সুদের হারও উচ্চ স্তরে বিরাজমান। সোনার দামও বেড়েছে ভালই।
বাজারের অস্থিরতা সত্ত্বেও স্টক মার্কেটের প্রধান বেঞ্চমার্ক সূচকগুলো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক মুদ্রাস্ফীতির আশঙ্কায় ভুগছে বলে সুদের হারও উচ্চ স্তরে বিরাজমান। সোনার দামও বেড়েছে ভালই।
advertisement
2/10
বিনিয়োগের জন্য এটাই আদর্শ সময়। আর্থিক বিশেষজ্ঞদের অনেকেই আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। গত কয়েক মাস ধরে বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিচ্ছে।
বিনিয়োগের জন্য এটাই আদর্শ সময়। আর্থিক বিশেষজ্ঞদের অনেকেই আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। গত কয়েক মাস ধরে বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিচ্ছে।
advertisement
3/10
২০ বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স: আইসিআইসিআই প্রুডেননয়াল মাল্টি অ্যাসেট ফান্ড তার বিভাগের সেরা ফান্ডগুলোর মধ্যে অন্যতম। গত ২০ বছরের বেশি সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বিনিয়োগকারীদের সবচেয়ে পছন্দের।
২০ বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স: আইসিআইসিআই প্রুডেননয়াল মাল্টি অ্যাসেট ফান্ড তার বিভাগের সেরা ফান্ডগুলোর মধ্যে অন্যতম। গত ২০ বছরের বেশি সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বিনিয়োগকারীদের সবচেয়ে পছন্দের।
advertisement
4/10
মাল্টি অ্যাসেট হাইব্রিড ক্যাটাগরির ফান্ডগুলির মধ্যে সেরা পারফরম্যান্সের রেকর্ড রয়েছে আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের ঝুলিতে। ২০০২ সালে বাজারে পা রাখার পর থেকে বার্ষিক ২১.১৩ শতাংশ হারে রিটার্ন (৩১ অগাস্ট, ২০২৩ পর্যন্ত) দিয়েছে।
মাল্টি অ্যাসেট হাইব্রিড ক্যাটাগরির ফান্ডগুলির মধ্যে সেরা পারফরম্যান্সের রেকর্ড রয়েছে আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের ঝুলিতে। ২০০২ সালে বাজারে পা রাখার পর থেকে বার্ষিক ২১.১৩ শতাংশ হারে রিটার্ন (৩১ অগাস্ট, ২০২৩ পর্যন্ত) দিয়েছে।
advertisement
5/10
বিনিয়োগকারীদের ঝুঁকি এড়াতে একাধিক সম্পদ শ্রেণীতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। এতে পোর্টফোলিওতে বৈচিত্র আসে। রিটার্নও ভাল মেলে। বহু-সম্পদ শ্রেণীর অর্থ ইক্যুইটি, ঋণ এবং সোনায় বিনিয়োগ করা। এই তিন ধরনের সম্পদের গতিবিধি ভিন্ন। একে অন্যের উপর নির্ভরশীল নয়।
বিনিয়োগকারীদের ঝুঁকি এড়াতে একাধিক সম্পদ শ্রেণীতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। এতে পোর্টফোলিওতে বৈচিত্র আসে। রিটার্নও ভাল মেলে। বহু-সম্পদ শ্রেণীর অর্থ ইক্যুইটি, ঋণ এবং সোনায় বিনিয়োগ করা। এই তিন ধরনের সম্পদের গতিবিধি ভিন্ন। একে অন্যের উপর নির্ভরশীল নয়।
advertisement
6/10
আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি-অ্যাসেটের মতো ফান্ড একক এবং এসআইপি বিনিয়োগের জন্য উপযুক্ত। আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি-অ্যাসেট ফান্ড বছরের পর বছর এবং দশক ধরে শুধু সেরা রিটার্ন দিয়েছে তাই নয়, বাজারে এর শক্তিশালী ট্র্যাক রেকর্ডও রয়েছে।
আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি-অ্যাসেটের মতো ফান্ড একক এবং এসআইপি বিনিয়োগের জন্য উপযুক্ত। আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি-অ্যাসেট ফান্ড বছরের পর বছর এবং দশক ধরে শুধু সেরা রিটার্ন দিয়েছে তাই নয়, বাজারে এর শক্তিশালী ট্র্যাক রেকর্ডও রয়েছে।
advertisement
7/10
১০ হাজার টাকা বিনিয়োগ বেড়ে ২৮.৭৩ লাখ: এই ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান গত তিন, পাঁচ এবং দশ বছরের মেয়াদে বিনিয়োগকারীদের যথাক্রমে ২৩.০ শতাংশ, ২১.৮ শতাংশ, এবং ১৬.৬ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
১০ হাজার টাকা বিনিয়োগ বেড়ে ২৮.৭৩ লাখ: এই ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান গত তিন, পাঁচ এবং দশ বছরের মেয়াদে বিনিয়োগকারীদের যথাক্রমে ২৩.০ শতাংশ, ২১.৮ শতাংশ, এবং ১৬.৬ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
advertisement
8/10
সোজা কথায়, কেউ যদি গত দশ বছরে প্রতি মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ করেন তাহলে তিনি এখন ২৮.৭৩ লক্ষ টাকার মালিক।
সোজা কথায়, কেউ যদি গত দশ বছরে প্রতি মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ করেন তাহলে তিনি এখন ২৮.৭৩ লক্ষ টাকার মালিক।
advertisement
9/10
স্থিতিশীলতা পরিমাপ করার জন্য রোলিং রিটার্ন নেওয়া হয়। আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি-অ্যাসেট ফান্ড সেই স্কেলেও এগিয়ে।
স্থিতিশীলতা পরিমাপ করার জন্য রোলিং রিটার্ন নেওয়া হয়। আইসিআইসিআই প্রুডেনসিয়াল মাল্টি-অ্যাসেট ফান্ড সেই স্কেলেও এগিয়ে।
advertisement
10/10
ফান্ডটি গত ২০ বছরে (৩১ অগাস্ট ২০০৩ থেকে ৩১ অগাস্ট ২০২৩) পাঁচ বছরের রোলিং রিটার্নের ভিত্তিতে গড়ে ১৭ শতাংশ রিটার্ন দিয়েছে। তিন বছরের রোলিং রিটার্ন দশ বছরের ভিত্তিতে নেওয়া হলে ফান্ড গড়ে ১৯.৬ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
ফান্ডটি গত ২০ বছরে (৩১ অগাস্ট ২০০৩ থেকে ৩১ অগাস্ট ২০২৩) পাঁচ বছরের রোলিং রিটার্নের ভিত্তিতে গড়ে ১৭ শতাংশ রিটার্ন দিয়েছে। তিন বছরের রোলিং রিটার্ন দশ বছরের ভিত্তিতে নেওয়া হলে ফান্ড গড়ে ১৯.৬ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
advertisement
advertisement
advertisement