ভারতের এই তিনটি গুহায় রয়েছে লক্ষ লক্ষ টাকার অপরিশোধিত তেল !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আপনি কী জানেন আমাদের কাছে কত দিনের জন্য অপরিশোধিত তেল রিজার্ভে রাখা রয়েছে ৷
ভারতের প্রায় ৮০ শতাংশ তেল বাইরে থেকে আমদানি করে থাকে ৷ কিন্তু আপনি কী জানেন আমাদের কাছে কত দিনের জন্য অপরিশোধিত তেল রিজার্ভে রাখা রয়েছে ৷ কেন্দ্র সরকারের তেল বাঁচিয়ে রাখার এই সিদ্ধান্ত ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে ৷ ওড়িশা ও কর্নাটকের মাটির নীচে গুহার ভিতরে তেল জমিয়ে রাখা হয়েছে ৷ নরেন্দ্র মোদি সরকারের এটাই প্রয়াস যে কোনও রকম জরুরি অবস্থায় যে অপরিশোধিত তেলের ভান্ডার শেষ না হয়ে যায় ৷ বর্তমানে ১২ দিনের জন্য স্ট্র্যাটেজিক রিজার্ভ রয়েছে ৷
advertisement
advertisement
দেশে আগে থেকেই এরকম তিনটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ফেসিলিটি রয়েছে ৷ এখানে সবসময় ৫৩ লক্ষ টন অপরিশোধিত তেল জমা থাকে ৷ বিশাখাপত্তনম, মেঙ্গালুরুতে রয়েছে ৷ ওয়েল সংস্থা ও প্রোডাকশন সংস্থাগুলিরও অপরিশোধিত তেলের দরকার পরে ৷ তবে স্ট্র্যাটেজিক রিজার্ভ এই সংস্থাগুলির কাছে তেল ভান্ডারের থেকে আলাদা থাকে ৷ ভারতীয় রিফাইনারির কাছে সাধারণত ৬০ দিনের তেল স্টকে থাকে ৷ এই স্টক মাটির নীচে থাকে ৷ যাকে চলতি ভাষায় তেলের গুহা বলা হয় ৷ এটাকে স্ট্যাটেজিক পেট্রোলিয়াম রিজা৪ভ বলা হয় ৷
advertisement
১৯৯০ সালের দশকে গল্ফ যুদ্ধের সময় প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে ৷ সেই সময় দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে ৷ সেই সময় আর্থিক সঙ্কট দেখা দিয়েছিল ৷ ভারতের কাছে মাত্র তিন সপ্তাহের স্টক ছিল ৷ তবে সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিল ৷ বেসরকারিকরণ এবং বিশ্বায়নের জেরে আর্থিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয় ৷ এরপরও তেলের দামের ওঠা নামা লেগেই ছিল ৷ সমস্যা দূর করার জন্য ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী আন্ডারগ্রাউন্ড স্টোরেজ তৈরির করার সিদ্ধান্ত নেয় ৷
advertisement