রাশিয়ায় মাসে ১০,০০০ 'রুবেল' আয় করলে ভারতে কত 'টাকা' হবে জানেন...? চমকাবেন শুনলেই!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Rupee Vs Russian Ruble: আসুন আজ জেনে নেওয়া যাক সত্যিই ঠিক কতটা লাভজনক হতে পারে রাশিয়ার মতো দেশে পঠন পাঠন, ভ্রমণ অথবা চাকরির পেশা? বলুন তো, রাশিয়ায় একজন ড্রাইভার যদি প্রতি মাসে ১০,০০০ রুবেল আয় করেন তবে তিনি ভারতীয় টাকার হিসেব ঠিক কত টাকা আয় করবেন? তাজ্জব হয়ে যাবেন কিন্তু সঠিক হিসাবে!
advertisement
আমরা দেখেছি পুতিনকে স্বাগত জানাতে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে পৌঁছে যান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের আগমনের বার্তা আসতেই বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। রাস্তায় রাস্তায় লাগানো হয়েছে পোস্টার। রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে রাশিয়া-ভারত বন্ধুত্বের ঘোষণা সম্বলিত বড় বড় বিলবোর্ডও।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ বাসভবনে রুশ প্রেসিডেন্টের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেন। এরপর শুক্রবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শীর্ষ বৈঠকও সারেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী মোদি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে এই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উঠেছে তেল আমদানির প্রসঙ্গও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রকৃতপক্ষে সেই দেশে দুধ, শাকসবজি, রুটি থেকে সেখানকার পরিবহনের মতো দৈনন্দিন খরচ ভারতের তুলনায় অনেক গুণ বেশি ব্যয়বহুল। রাশিয়ায় জীবনযাত্রা এবং পরিষেবার দামও বেশি। অতএব রাশিয়ায়, বিশেষ করে রাশিয়ার বৃহত্তর শহরগুলিতে, ১০,০০০ রুবেলকে গড় বা এমনকি গড় বেতনের চেয়ে কম হিসাবেই বিবেচনা করা হয়। তাই রাশিয়ায় চাকরি করে থাকা খুব একটা সে অর্থে লাভজনক হবে না বলেই বিশেষজ্ঞদের মত।
