Indian Railways Ticket: নয়া নিয়ম চালু ভারতীয় রেলের! 'এই' কাজটি না করলে কিন্তু হবে না বুকিং

Last Updated:
Indian Railways Ticket: আপনি কি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটেন? এবার থেকে তাহলে টিকিট কাটার আগে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে আপনাকে।
1/11
ভারতীয় রেলের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনি কি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটেন? এবার থেকে তাহলে টিকিট কাটার আগে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে আপনাকে। রেল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী ভেরিকেশন ছাড়া কোনও ট্রেনের টিকিট কাটা যাবে না।
ভারতীয় রেলের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনি কি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটেন? এবার থেকে তাহলে টিকিট কাটার আগে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে আপনাকে। রেল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী ভেরিকেশন ছাড়া কোনও ট্রেনের টিকিট কাটা যাবে না।
advertisement
2/11
এই বিষয়ে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) আরও স্পষ্ট জানিয়েছে যে করোনাভাইরাস অতিমারির কারণে যাঁরা কয়েক বছর ধরে ট্রেনে টিকিট কাটেননি, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রয়োজ্য হবে। সেই যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) আরও স্পষ্ট জানিয়েছে যে করোনাভাইরাস অতিমারির কারণে যাঁরা কয়েক বছর ধরে ট্রেনে টিকিট কাটেননি, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রয়োজ্য হবে। সেই যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে বলে জানানো হয়েছে।
advertisement
3/11
জেনে নিন, আইআরসিটিসির মাধ্যমে টিকিট রিজার্ভেশনের সময় কীভাবে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন।
জেনে নিন, আইআরসিটিসির মাধ্যমে টিকিট রিজার্ভেশনের সময় কীভাবে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন।
advertisement
4/11
১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন। ২) ভেরিফিকেশন উইন্ডোতে যেতে হবে। ৩) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখতে হবে।
১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন। ২) ভেরিফিকেশন উইন্ডোতে যেতে হবে। ৩) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখতে হবে।
advertisement
5/11
৪) এরপর ডানদিকে ভেরিফিকেশনের অপশন পাবেন। বাঁদিকে এডিট বাটন। মোবাইল নম্বর বা ইমেল আইডি সংশোধন করতে চাইলে তা সংশোধন করে নিন এই সুযোগে। যদি সংশোধন করতে না হয়, তাহলে ভেরিফিকেশন অপশন বেছে নিন তৎক্ষণাৎ।
৪) এরপর ডানদিকে ভেরিফিকেশনের অপশন পাবেন। বাঁদিকে এডিট বাটন। মোবাইল নম্বর বা ইমেল আইডি সংশোধন করতে চাইলে তা সংশোধন করে নিন এই সুযোগে। যদি সংশোধন করতে না হয়, তাহলে ভেরিফিকেশন অপশন বেছে নিন তৎক্ষণাৎ।
advertisement
6/11
৫) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে OTP পাবেন। তা মিলিয়ে নিন। কীভাবে IRCTC-র মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন? (How to book train tickets via IRCTC)
৫) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে OTP পাবেন। তা মিলিয়ে নিন। কীভাবে IRCTC-র মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন? (How to book train tickets via IRCTC)
advertisement
7/11
১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন।
১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন।
advertisement
8/11
২) তারপর যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন, সেই স্টেশন বেছে নিন। গন্তব্যের স্টেশন বেছে নিতে হবে। যাত্রার তারিখ, শ্রেণি বেছে নিতে হবে মানুষকে।
২) তারপর যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন, সেই স্টেশন বেছে নিন। গন্তব্যের স্টেশন বেছে নিতে হবে। যাত্রার তারিখ, শ্রেণি বেছে নিতে হবে মানুষকে।
advertisement
9/11
৩) তারপর ওই রুটের বিভিন্ন ট্রেনের নাম দেখাবে। নিজের পছন্দ অনুযায়ী ট্রেন বেছে নিয়ে ‘Book Now’-তে ক্লিক করুন।
৩) তারপর ওই রুটের বিভিন্ন ট্রেনের নাম দেখাবে। নিজের পছন্দ অনুযায়ী ট্রেন বেছে নিয়ে ‘Book Now’-তে ক্লিক করুন।
advertisement
10/11
৪) তারপর যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, পছন্দের বার্থ, খাদ্য সংক্রান্ত তথ্য দিতে হবে।
৪) তারপর যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, পছন্দের বার্থ, খাদ্য সংক্রান্ত তথ্য দিতে হবে।
advertisement
11/11
৫) ‘Make Payment’-অপশনে ক্লিক করুন। তারপর ট্রেনের ভাড়া মিটিয়ে দিতে হবে সেখানে। তবেই হবে ট্রেনের টিকিট বুকিং।
৫) ‘Make Payment’-অপশনে ক্লিক করুন। তারপর ট্রেনের ভাড়া মিটিয়ে দিতে হবে সেখানে। তবেই হবে ট্রেনের টিকিট বুকিং।
advertisement
advertisement
advertisement