কোম্পানির তরফে জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে দেশের যেকোনও প্রান্ত থেকে গ্যাস সিলিন্ডার বুক করতে গেলে কল করতে হবে 7718955555 নম্বরে ৷ গ্যাস বুক করতে হলে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7718955555 নম্বরে ফোন করে সঠিক বিকল্প বেছে নিলেই বুক হয়ে যাবে রিফিল সিলিন্ডার ৷