Important News For PNB Customers: পিএনবি-তে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি

Last Updated:
Important News For PNB Customers: PNB জানিয়েছে, এই নিয়ম সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, সরকারি ভাতা প্রাপকদের অ্যাকাউন্ট — সকলের ক্ষেত্রেই এটি কার্যকর।
1/8
দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে ৷ এবার থেকে PNB-র সেভিংস অ্যাকাউন্টে আর ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ, অ্যাকাউন্টে কম টাকা থাকলেও কোনও জরিমানা বা চার্জ কাটা হবে না।
দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে ৷ এবার থেকে PNB-র সেভিংস অ্যাকাউন্টে আর ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ, অ্যাকাউন্টে কম টাকা থাকলেও কোনও জরিমানা বা চার্জ কাটা হবে না।
advertisement
2/8
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমন মেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবং

শহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷ 

এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমনমেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবংশহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
advertisement
3/8
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমন মেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবং

শহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷ 

এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমনমেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবংশহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
advertisement
4/8
নতুন নিয়মে কী সুবিধা?জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা: অ্যাকাউন্টে টাকা না থাকলেও কোনও চার্জ কাটা হবে না। 

এর জেরে আর্থিকভাবে দুর্বল বা স্বল্প আয়বিশিষ্ট ব্যক্তিরাও নিশ্চিন্তে ব্যাঙ্কিং করতে পারবেন।

 মতুন সিদ্ধান্তের জেরে গ্রাহকদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বিপুল ।
নতুন নিয়মে কী সুবিধা?জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা: অ্যাকাউন্টে টাকা না থাকলেও কোনও চার্জ কাটা হবে না।এর জেরে আর্থিকভাবে দুর্বল বা স্বল্প আয়বিশিষ্ট ব্যক্তিরাও নিশ্চিন্তে ব্যাঙ্কিং করতে পারবেন।মতুন সিদ্ধান্তের জেরে গ্রাহকদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বিপুল ।
advertisement
5/8
কোন অ্যাকাউন্টে এই নিয়ম প্রযোজ্য?
 PNB জানিয়েছে, এই নিয়ম সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, সরকারি ভাতা প্রাপকদের অ্যাকাউন্ট — সকলের ক্ষেত্রেই এটি কার্যকর।
কোন অ্যাকাউন্টে এই নিয়ম প্রযোজ্য?PNB জানিয়েছে, এই নিয়ম সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, সরকারি ভাতা প্রাপকদের অ্যাকাউন্ট — সকলের ক্ষেত্রেই এটি কার্যকর।
advertisement
6/8
ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনও সার্ভিস চার্জ বা পেনাল্টি লাগবে না।  আগে ব্যালেন্স না থাকলে অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হত, এখন আর তা হবে না।
ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনও সার্ভিস চার্জ বা পেনাল্টি লাগবে না।আগে ব্যালেন্স না থাকলে অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হত, এখন আর তা হবে না।
advertisement
7/8
এই নতুন নিয়ম ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এবং সমস্ত পুরনো ও নতুন গ্রাহকের জন্য প্রযোজ্য।
এই নতুন নিয়ম ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এবং সমস্ত পুরনো ও নতুন গ্রাহকের জন্য প্রযোজ্য।
advertisement
8/8
এই সিদ্ধান্ত ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানার চাপ ছাড়াই ব্যাঙ্কিং পরিষেবাগুলিকে সহজে অ্যাক্সেসযোগ্য করে তুলবে।
এই সিদ্ধান্ত ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানার চাপ ছাড়াই ব্যাঙ্কিং পরিষেবাগুলিকে সহজে অ্যাক্সেসযোগ্য করে তুলবে।
advertisement
advertisement
advertisement