Important News For PNB Customers: পিএনবি-তে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Important News For PNB Customers: PNB জানিয়েছে, এই নিয়ম সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, সরকারি ভাতা প্রাপকদের অ্যাকাউন্ট — সকলের ক্ষেত্রেই এটি কার্যকর।
advertisement
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমনমেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবংশহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
advertisement
পূর্বে PNB-র গ্রাহকদের জন্য অ্যাকাউন্টের ধরন ও লোকেশন অনুসারে এক নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। যেমনমেট্রো শহরে ৫০০–১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স এবংশহরতলী বা গ্রামীণ এলাকায় ৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল ৷এই সীমার নীচে ব্যালেন্স নামলে গ্রাহকদের থেকে জরিমানা কাটা হত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement