Home Loan EMI: ২০ বছরের জন্য ৩০ লাখ টাকা লোন নিলে কত EMI পড়বে দেখুন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Loan EMI: ইএমআই নির্ভর করে লোনের পরিমাণ এবং মেয়াদের উপর। এর সঙ্গে সুদের হারও বড়ও ফ্যাক্টর।
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="attachment_1955539" align="alignnone" width="1200"] হোম লোন ক্যালকুলেটর অনুযায়ী, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে ২০ বছর মেয়াদে ৮.৩৫ শতাংশ সুদের হারে ৩০ লাখ টাকার হোম লোন নিলে গ্রাহককে প্রতি মাসে ইএমআই পড়বে ২৫,৭৫১ টাকা। শুধু সুদ হিসেবে শোধ করতে হবে ৩১,৮০,১৪১ টাকা। সুদ এবং আসল মিলিয়ে তিনি ব্যাঙ্ককে মোট ৬১,৮০,১৪১ টাকা শোধ করবেন।</dd>
<dd>[/caption]
advertisement
advertisement
হোম লোনে অনেক সময় বিভিন্ন অফার দেয় ব্যাঙ্ক। তাই লোন নেওয়ার আগে সমস্ত ব্যাঙ্কের সুদের হার এবং অফার সম্পর্কে জানা উচিত। এতে গ্রাহকেরই সুবিধা। প্রসেসিং ফি সম্পর্কেও বিশদে জানতে হবে। পাশাপাশি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট রয়েছে সেই ব্যাঙ্ক থেকেই লোন নিতে বলেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণ ব্যাঙ্ক নিয়মিত গ্রাহকদের সহজ এবং তুলনামূলক কম সুদের হারে লোন দেয়।









