আপনি কি ভোট দিয়েছেন ? তাহলে সোনা-রূপো কিনলেই পেয়ে যাবেন বিপুল ছাড়

Last Updated:
1/6
• আজ থেকে শুরু লোকসভা নির্বাচন ৷ আমাদের রাজ্যেও কোচবিহার আর আলিপুরদুয়ারে চলছে প্রথম দফার ভোট গ্রহণ ৷ এছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের বেশ কিছু কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷
• আজ থেকে শুরু লোকসভা নির্বাচন ৷ আমাদের রাজ্যেও কোচবিহার আর আলিপুরদুয়ারে চলছে প্রথম দফার ভোট গ্রহণ ৷ এছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের বেশ কিছু কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷
advertisement
2/6
• তবে জানেন কী, আজ এই নির্বাচন উপলক্ষ্যে রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের উপর রয়েছে নানারকম আকর্ষণীয় ছাড় ৷ যদি ভোট দিয়ে আপনি কোনও দোকানে যান, তাহলে আপনার ভাগ্যের চাকা আজ ঘুরতেও পারে ৷ তবে শর্ত একটাই ৷ আঙুলে অতি অবশ্যই থাকতে হবে কালো কালির ওই দাগ ৷
• তবে জানেন কী, আজ এই নির্বাচন উপলক্ষ্যে রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের উপর রয়েছে নানারকম আকর্ষণীয় ছাড় ৷ যদি ভোট দিয়ে আপনি কোনও দোকানে যান, তাহলে আপনার ভাগ্যের চাকা আজ ঘুরতেও পারে ৷ তবে শর্ত একটাই ৷ আঙুলে অতি অবশ্যই থাকতে হবে কালো কালির ওই দাগ ৷
advertisement
3/6
• All India Petroleum Dealers Association-র সভাপতি অজয় বনসল আগেই ঘোষণা করেছিলেন, ভোট দিয়ে যদি কেউ পেট্রোল বা ডিজেল কিনতে আসেন, তাহলে লিটার প্রতি ৫০ পয়সা করে ছাড় পাবেন ৷ তবে তেল কেনার আগে আঙুলের দাগটি দেখাতে হবে ৷
• All India Petroleum Dealers Association-র সভাপতি অজয় বনসল আগেই ঘোষণা করেছিলেন, ভোট দিয়ে যদি কেউ পেট্রোল বা ডিজেল কিনতে আসেন, তাহলে লিটার প্রতি ৫০ পয়সা করে ছাড় পাবেন ৷ তবে তেল কেনার আগে আঙুলের দাগটি দেখাতে হবে ৷
advertisement
4/6
•  Chemists Association-এর সভাপতি অনুপ খান্না সম্প্রতি জানিয়েছেন, যাঁরা ভোট দিয়ে ওষুধ কিনতে আসবেন তাঁরা ১০ শতাংশ করে ছাড় পাবেন ৷
• Chemists Association-এর সভাপতি অনুপ খান্না সম্প্রতি জানিয়েছেন, যাঁরা ভোট দিয়ে ওষুধ কিনতে আসবেন তাঁরা ১০ শতাংশ করে ছাড় পাবেন ৷
advertisement
5/6
• পাশাপাশি, বেসরকারি হাসপাতালেও ভোটাররা ভোট দিয়ে এসে বিনামূল্যে হেল্থ চেকআপ করাতে পারবেন ৷ তবে এই সুযোগ পাওয়া যাচ্ছে শুধুমাত্র নয়ডার ফেলিক্স হাসপাতাল, প্রকাশ হাসপাতালে ৷
• পাশাপাশি, বেসরকারি হাসপাতালেও ভোটাররা ভোট দিয়ে এসে বিনামূল্যে হেল্থ চেকআপ করাতে পারবেন ৷ তবে এই সুযোগ পাওয়া যাচ্ছে শুধুমাত্র নয়ডার ফেলিক্স হাসপাতাল, প্রকাশ হাসপাতালে ৷
advertisement
6/6
• শিলচরের হালাকান্ডি এলাকায় একটি সোনা-রূপোর দোকানে মজুরির উপর ১৫ সতাঁস ছাড় দেওয়া হয়েছে ৷ কয়েকটি রেস্তরাঁতেও খাবারের উপর ১০-১৫ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করা হয়ছে ৷
• শিলচরের হালাকান্ডি এলাকায় একটি সোনা-রূপোর দোকানে মজুরির উপর ১৫ সতাঁস ছাড় দেওয়া হয়েছে ৷ কয়েকটি রেস্তরাঁতেও খাবারের উপর ১০-১৫ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করা হয়ছে ৷
advertisement
advertisement
advertisement