Savings Account- এ প্রচুর টাকা রয়েছে? তাহলে ব্যাঙ্কে গিয়ে অবশ্যই করে আসুন ছোট্ট একটা কাজ,তাহলেই মোটা টাকা রিটার্ন নিশ্চিত 

Last Updated:
আবার সেভিংস অ্যাকাউন্টের উপর সুদও পাওয়া যায়। সেভিংস অ্যাকাউন্টের উপর সাধারণত ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত সুদ মেলে।
1/5
আজকের দিনে প্রত্যেকেরই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকে। স্কিমে বিনিয়োগ করা থেকে শুরু করে আর্থিক লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। আবার সেভিংস অ্যাকাউন্টের উপর সুদও পাওয়া যায়। সেভিংস অ্যাকাউন্টের উপর সাধারণত ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত সুদ মেলে। কিন্তু যাঁদের সেভিংস অ্যাকাউন্টে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা বেতন হিসেবে ঢোকে, তাঁদের ব্যাঙ্কে গিয়ে একটা ছোট্ট কাজ করা আবশ্যক। যার জেরে সেভিংস অ্যাকাউন্টের এফডি-র উপর বেনিফিট পেতে শুরু করবেন। যার জেরে মিলবে প্রচুর মুনাফা।
আজকের দিনে প্রত্যেকেরই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকে। স্কিমে বিনিয়োগ করা থেকে শুরু করে আর্থিক লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। আবার সেভিংস অ্যাকাউন্টের উপর সুদও পাওয়া যায়। সেভিংস অ্যাকাউন্টের উপর সাধারণত ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত সুদ মেলে। কিন্তু যাঁদের সেভিংস অ্যাকাউন্টে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা বেতন হিসেবে ঢোকে, তাঁদের ব্যাঙ্কে গিয়ে একটা ছোট্ট কাজ করা আবশ্যক। যার জেরে সেভিংস অ্যাকাউন্টের এফডি-র উপর বেনিফিট পেতে শুরু করবেন। যার জেরে মিলবে প্রচুর মুনাফা।
advertisement
2/5
কী কী করা উচিত?সেভিংস অ্যাকাউন্টের উপর এফডি বেনিফিট পাওয়ার জন্য গ্রাহককে অটো স্যুইপ ফেসিলিটি অ্যাক্টিভেট করতে হবে। এই ফেসিলিটির পরে সেভিংস অ্যাকাউন্টে ডাবল বেনিফিট পাওয়া যাবে। প্রথমত এটাকে একটা সেভিংস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে এবং যখন ইচ্ছা আর্থিক লেনদেন করা যেতে পারে। আর দ্বিতীয়ত গ্রাহক তাঁর অ্যাকাউন্টে এফডি বেনিফিটও পাবেন।
কী কী করা উচিত?সেভিংস অ্যাকাউন্টের উপর এফডি বেনিফিট পাওয়ার জন্য গ্রাহককে অটো স্যুইপ ফেসিলিটি অ্যাক্টিভেট করতে হবে। এই ফেসিলিটির পরে সেভিংস অ্যাকাউন্টে ডাবল বেনিফিট পাওয়া যাবে। প্রথমত এটাকে একটা সেভিংস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে এবং যখন ইচ্ছা আর্থিক লেনদেন করা যেতে পারে। আর দ্বিতীয়ত গ্রাহক তাঁর অ্যাকাউন্টে এফডি বেনিফিটও পাবেন।
advertisement
3/5
অটো স্যুইপ ফেসিলিটি আসলে কী?সেভিংস অ্যাকাউন্টে অটো স্যুইপ ফেসিলিটি অ্যাড করলে একটি অটোমেটেড ফিচার অ্যাকাউন্টে চলে আসে। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে একটা লিমিট ফিক্স করা থাকবে। অ্যাকাউন্টে টাকার পরিমাণ ওই লিমিট অতিক্রম করলেই সেটা নিজে থেকেই ফিক্সড ডিপোজিটে পরিণত হবে। এর ফলে এফডি এবং এফডি-র উপর সুদও মিলবে। অন্যদিকে, অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ওই লিমিটের কম হয়, তাহলে এফডি-তে থাকা টাকা সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই ভাবে গ্রাহক সেভিংস এবং এফডি-র সুবিধা পাবেন সিঙ্গেল অ্যাকাউন্টেই।
অটো স্যুইপ ফেসিলিটি আসলে কী?সেভিংস অ্যাকাউন্টে অটো স্যুইপ ফেসিলিটি অ্যাড করলে একটি অটোমেটেড ফিচার অ্যাকাউন্টে চলে আসে। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে একটা লিমিট ফিক্স করা থাকবে। অ্যাকাউন্টে টাকার পরিমাণ ওই লিমিট অতিক্রম করলেই সেটা নিজে থেকেই ফিক্সড ডিপোজিটে পরিণত হবে। এর ফলে এফডি এবং এফডি-র উপর সুদও মিলবে। অন্যদিকে, অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ওই লিমিটের কম হয়, তাহলে এফডি-তে থাকা টাকা সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই ভাবে গ্রাহক সেভিংস এবং এফডি-র সুবিধা পাবেন সিঙ্গেল অ্যাকাউন্টেই।
advertisement
4/5
অটো স্যুইপ ফেসিলিটির সুযোগ-সুবিধা:সেভিংস অ্যাকাউন্টের সুদ এফডি-র তুলনায় কম। কিন্তু এফডি-তে ৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে অটো স্যুইপ ফেসিলিটি থাকলে সেভিংস অ্যাকাউন্ট থেকে এফডি-র মাধ্যমে ভাল রিটার্ন আসবে।
অটো স্যুইপ ফেসিলিটির সুযোগ-সুবিধা:সেভিংস অ্যাকাউন্টের সুদ এফডি-র তুলনায় কম। কিন্তু এফডি-তে ৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে অটো স্যুইপ ফেসিলিটি থাকলে সেভিংস অ্যাকাউন্ট থেকে এফডি-র মাধ্যমে ভাল রিটার্ন আসবে।
advertisement
5/5
আবার আলাদা করে এফডি করালে নির্দিষ্ট সময়ের জন্য টাকা তাতে রাখতে হয়। এর আগে এফডি ভাঙলে পেনাল্টি দিতে হয়। কিন্তু এই এফডি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। ফলে এক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকে না। যে কোনও সময় টাকা তুলতে পারবেন গ্রাহক।কিন্তু এই পরিষেবা চালু করার উপায় কী? আসলে এর জন্য ব্যাঙ্কে যেতে হবে। কারণ গ্রাহকদের এই পরিষেবা প্রদান করার জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম রয়েছে ব্যাঙ্কগুলির।
আবার আলাদা করে এফডি করালে নির্দিষ্ট সময়ের জন্য টাকা তাতে রাখতে হয়। এর আগে এফডি ভাঙলে পেনাল্টি দিতে হয়। কিন্তু এই এফডি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। ফলে এক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকে না। যে কোনও সময় টাকা তুলতে পারবেন গ্রাহক।কিন্তু এই পরিষেবা চালু করার উপায় কী? আসলে এর জন্য ব্যাঙ্কে যেতে হবে। কারণ গ্রাহকদের এই পরিষেবা প্রদান করার জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম রয়েছে ব্যাঙ্কগুলির।
advertisement
advertisement
advertisement