অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়েছে, নমিনিও নেই, সেক্ষেত্রে PPF-এর টাকা কে পাবেন ?

Last Updated:
যদি নমিনি না থাকে? সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে পিপিএফ অ্যাকাউন্টের কী হবে?
1/7
পিপিএফ অ্যাকাউন্ট যে আমাদের দেশে বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম, সে নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না কেউই। বিনিয়োগ এবং করছাড়- এই দুইয়ের সুবিধাই এখানে রয়েছে। এখনও পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টে ৭.১ শতাংশ করে সুদ পাওয়া যায়, যাকে বেশ চড়া হারই বলতে হয়।
পিপিএফ অ্যাকাউন্ট যে আমাদের দেশে বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম, সে নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না কেউই। বিনিয়োগ এবং করছাড়- এই দুইয়ের সুবিধাই এখানে রয়েছে। এখনও পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টে ৭.১ শতাংশ করে সুদ পাওয়া যায়, যাকে বেশ চড়া হারই বলতে হয়।
advertisement
2/7
যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সঙ্গে এই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়, হালে প্রায় সব বড় ব্যাঙ্কেই পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা মেলে। আর এখানেই আসে সেই মোক্ষম প্রশ্ন- ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে রকম নমিনি রাখা বাধ্যতামূলক, পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও কি তাই হয়? আর যদি নমিনি না থাকে? সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে পিপিএফ অ্যাকাউন্টের কী হবে?
যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সঙ্গে এই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়, হালে প্রায় সব বড় ব্যাঙ্কেই পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা মেলে। আর এখানেই আসে সেই মোক্ষম প্রশ্ন- ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে রকম নমিনি রাখা বাধ্যতামূলক, পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও কি তাই হয়? আর যদি নমিনি না থাকে? সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে পিপিএফ অ্যাকাউন্টের কী হবে?
advertisement
3/7
পিপিএফ অ্যাকাউন্ট যেহেতু উপার্জনকারীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেকারণে অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে তা বন্ধ করে দেওয়া হয়। তবে, সুদ কিন্তু নির্ধারিত শর্তাবলী অনুযায়ী জমা পড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত সেই টাকা ক্লেম করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিয়ম বজায় থাকে।
পিপিএফ অ্যাকাউন্ট যেহেতু উপার্জনকারীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেকারণে অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে তা বন্ধ করে দেওয়া হয়। তবে, সুদ কিন্তু নির্ধারিত শর্তাবলী অনুযায়ী জমা পড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত সেই টাকা ক্লেম করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিয়ম বজায় থাকে।
advertisement
4/7
এবার এই পিপিএফ অ্যাকাউন্টের যদি কোনও নমিনি থাকে, তাহলে টাকা ক্লেম করাটা অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে মূলত ব্যাঙ্ক বা পোস্ট অফইস থেকেই নমিনির সঙ্গে যোগাযোগ করা হয়। না করা হলে নমিনি নিজেও অঅযাকাউন্ট হোল্ডারের ডেথ সার্টিফিকেট নিয়ে যোগাযোগ করতে পারেন। এর পর ফর্ম জি এবং অন্য নথি জমা দিয়ে সেই টাকা তুলে নিতে পারেন।
এবার এই পিপিএফ অ্যাকাউন্টের যদি কোনও নমিনি থাকে, তাহলে টাকা ক্লেম করাটা অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে মূলত ব্যাঙ্ক বা পোস্ট অফইস থেকেই নমিনির সঙ্গে যোগাযোগ করা হয়। না করা হলে নমিনি নিজেও অঅযাকাউন্ট হোল্ডারের ডেথ সার্টিফিকেট নিয়ে যোগাযোগ করতে পারেন। এর পর ফর্ম জি এবং অন্য নথি জমা দিয়ে সেই টাকা তুলে নিতে পারেন।
advertisement
5/7
আর যদি নমিনি না থাকে? তখন কী হবে?
আর যদি নমিনি না থাকে? তখন কী হবে?
advertisement
6/7
- আইনি উত্তরাধিকারী সাকসেশন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, অ্যাকাউন্টের পাসবুক এবং ফর্ম জি জমা করে টাকা তুলতে পারেন। - যদি পিপিএফ অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাণ ১ লক্ষের কম হয়, তাহলে সাকসেশন সার্টিফিকেট লাগবে না, বাকি নথিগুলো লাগবে।
- আইনি উত্তরাধিকারী সাকসেশন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, অ্যাকাউন্টের পাসবুক এবং ফর্ম জি জমা করে টাকা তুলতে পারেন। - যদি পিপিএফ অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাণ ১ লক্ষের কম হয়, তাহলে সাকসেশন সার্টিফিকেট লাগবে না, বাকি নথিগুলো লাগবে।
advertisement
7/7
তবে, যতই যাই হোক, নিজের টাকার একটা বন্দোবস্ত করে যাওয়াই বাঞ্ছনীয়, সেহেতু পিপিএফ অ্যাকাউন্টেরও একজন নমিনি রেখে যাওয়া উচিত।
তবে, যতই যাই হোক, নিজের টাকার একটা বন্দোবস্ত করে যাওয়াই বাঞ্ছনীয়, সেহেতু পিপিএফ অ্যাকাউন্টেরও একজন নমিনি রেখে যাওয়া উচিত।
advertisement
advertisement
advertisement