মৃত্যুর পরও কি EMI চলতে থাকে? পার্সোনাল লোন নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ঋণগ্রহীতার মৃত্যুর পর ব্যক্তিগত ঋণের নিয়ম সহজভাবে ব্যাখ্যা করা হলো। লোন প্রোটেকশন ইনস্যুরেন্স, পরিবারের দায়িত্ব এবং আইনি ও আর্থিক স্বস্তি পেতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত—সবকিছু জানুন।
advertisement
advertisement
যদি লোন প্রোটেকশন ইনস্যুরেন্স থাকে অনেক ব্যাংক ব্যক্তিগত ঋণের সঙ্গে লোন প্রোটেকশন ইনস্যুরেন্স প্রদান করে। ঋণগ্রহীতার মৃত্যু হলে ব্যাংক ইনস্যুরেন্স কোম্পানির কাছে দাবি (ক্লেম) জানায়। দাবি অনুমোদিত হলে ইনস্যুরেন্স থেকেই বাকি ঋণের টাকা পরিশোধ করা হয় এবং ঋণ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়—ফলে পরিবারের ওপর কোনো আর্থিক চাপ পড়ে না।
advertisement
যদি ঋণটি ইনস্যুরেন্স করা না থাকে যদি ব্যক্তিগত ঋণের সঙ্গে কোনো ইনস্যুরেন্স না থাকে, তাহলে ব্যাংক ঋণগ্রহীতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ (Estate) থেকে বকেয়া টাকা আদায় করতে পারে। এর মধ্যে থাকতে পারে— সঞ্চয়ী হিসাবের টাকা, ফিক্সড ডিপোজিট, শেয়ার, মিউচুয়াল ফান্ড, সোনা বা স্থাবর সম্পত্তি। কিছু ক্ষেত্রে ব্যাংক ঋণগ্রহীতার জীবন বিমা পলিসি থেকেও দাবি জানাতে পারে।
advertisement
advertisement
পরিবারের তাৎক্ষণিক কী করা উচিত প্রথম ধাপটি খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ—যত দ্রুত সম্ভব ব্যাংকে মৃত্যুসনদ (Death Certificate) জমা দেওয়া। এতে ব্যাংক আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং প্রয়োজনীয় ইনস্যুরেন্স ও আইনি প্রক্রিয়া শুরু করতে পারে—ফলে অপ্রয়োজনীয় হয়রানি ও দেরি এড়ানো যায়।









