টাকা তুলতে আর লাগবে না কার্ড চালু দেশের প্রথম ‘UPI ATM’, কার্ডলেস ক্যাশের চেয়ে কোথায় আলাদা?

Last Updated:
ইউপিআই দেশের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মোড। ৫০ শতাংশ ডিজিটাল লেনদেনই এর মাধ্যমে হয়। এবার চালু হল দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’।
1/8
ইউপিআই দেশের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মোড। ৫০ শতাংশ ডিজিটাল লেনদেনই এর মাধ্যমে হয়। এবার চালু হল দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’। হিতাচি পেমেন্ট সার্ভিসেস যৌথভাবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে হোয়াইট লেবেল এটিএম হিসেবে দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’ চালু করল।
ইউপিআই দেশের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মোড। ৫০ শতাংশ ডিজিটাল লেনদেনই এর মাধ্যমে হয়। এবার চালু হল দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’। হিতাচি পেমেন্ট সার্ভিসেস যৌথভাবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে হোয়াইট লেবেল এটিএম হিসেবে দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’ চালু করল।
advertisement
2/8
এই প্রসঙ্গে হিতাচি পেমেন্ট সার্ভিসেসের এমডি এবং সিইও সুমিল ভিকামসে বললেন, ‘এখন থেকে যে কোনও ব্যাঙ্ক গ্রাহক কিউআর ভিত্তিক ইউপিআই-এর মাধ্যমে নগদ টাকা তুলতে পারবেন’।
এই প্রসঙ্গে হিতাচি পেমেন্ট সার্ভিসেসের এমডি এবং সিইও সুমিল ভিকামসে বললেন, ‘এখন থেকে যে কোনও ব্যাঙ্ক গ্রাহক কিউআর ভিত্তিক ইউপিআই-এর মাধ্যমে নগদ টাকা তুলতে পারবেন’।
advertisement
3/8
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বলছে, ‘ব্যাঙ্কিং পরিষেবায় এটা মাইলফলক। গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন। নিরাপত্তাও বেশি। কোনও ফিজিক্যাল কার্ড ছাড়া নগদ তুলতে পারবেন গ্রাহকরা’।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বলছে, ‘ব্যাঙ্কিং পরিষেবায় এটা মাইলফলক। গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন। নিরাপত্তাও বেশি। কোনও ফিজিক্যাল কার্ড ছাড়া নগদ তুলতে পারবেন গ্রাহকরা’।
advertisement
4/8
দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’ থেকে নগদ তোলার পদ্ধতি:
দেশের প্রথম ‘ইউপিআই এটিএম’ থেকে নগদ তোলার পদ্ধতি:
advertisement
5/8
টাকা তোলার পরিমাণ নির্বাচন করতে হবে।  নির্বাচিত পরিমাণের সঙ্গে সম্পর্কিত ইউপিআই কিউআর কোড ভেসে উঠবে।  এবার ইউপিআই অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে হবে।  লেনদেন অনুমোদনের জন্য লিখতে হবে ইউপিআই পিন।  ব্যস, কাজ শেষ। এটিএমের মতোই টাকা বেরিয়ে আসবে।
টাকা তোলার পরিমাণ নির্বাচন করতে হবে। নির্বাচিত পরিমাণের সঙ্গে সম্পর্কিত ইউপিআই কিউআর কোড ভেসে উঠবে। এবার ইউপিআই অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে হবে। লেনদেন অনুমোদনের জন্য লিখতে হবে ইউপিআই পিন। ব্যস, কাজ শেষ। এটিএমের মতোই টাকা বেরিয়ে আসবে।
advertisement
6/8
ব্যাঙ্কের কার্ডলেস ক্যাশের চেয়ে এটা কোথায় আলাদা:  বর্তমানে কার্ডলেস নগদ তোলার জন্য মোবাইল নম্বর এবং ওটিপি লাগে। ‘ইউপিআই এটিএমে’ এই কাজটাই কিউআর কোডের মাধ্যমে হবে। অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইউপিআই অ্যাপ ইনস্টল করে নিলেন ‘ইউপিআই এটিএম’ থেকে টাকা তুলতে পারবেন।
ব্যাঙ্কের কার্ডলেস ক্যাশের চেয়ে এটা কোথায় আলাদা: বর্তমানে কার্ডলেস নগদ তোলার জন্য মোবাইল নম্বর এবং ওটিপি লাগে। ‘ইউপিআই এটিএমে’ এই কাজটাই কিউআর কোডের মাধ্যমে হবে। অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইউপিআই অ্যাপ ইনস্টল করে নিলেন ‘ইউপিআই এটিএম’ থেকে টাকা তুলতে পারবেন।
advertisement
7/8
একবারে ১০ হাজার টাকা তোলা যাবে:  এটাই প্রথম নগদ লেনদেন যা কিউআর কোডের মাধ্যমে হবে। বর্তমানে পাইলট প্রকল্পের আওতায় সারা দেশে ৭০০ ‘ইউপিআই এটিএম’ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রাহকরা একবারে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ তুলতে পারবেন।
একবারে ১০ হাজার টাকা তোলা যাবে: এটাই প্রথম নগদ লেনদেন যা কিউআর কোডের মাধ্যমে হবে। বর্তমানে পাইলট প্রকল্পের আওতায় সারা দেশে ৭০০ ‘ইউপিআই এটিএম’ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রাহকরা একবারে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ তুলতে পারবেন।
advertisement
8/8
সারা দেশে সাধারণ এটিএমের মতো ‘ইউপিআই এটিএম’ চালু হয়ে গেলে টাকা তোলার জন্য আর কার্ডের প্রয়োজন হবে না। ইউপিআই-এর মাধ্যমে যেভাবে দেশ ক্যাশলেস হচ্ছে, ঠিক একইভাবে এই এটিএম বসানোর পর নগদ টাকা তোলার জন্য আর কার্ডের প্রয়োজন হবে না। এই পেমেন্ট সিস্টেম আগের চেয়ে সহজ এবং নিরাপদ।
সারা দেশে সাধারণ এটিএমের মতো ‘ইউপিআই এটিএম’ চালু হয়ে গেলে টাকা তোলার জন্য আর কার্ডের প্রয়োজন হবে না। ইউপিআই-এর মাধ্যমে যেভাবে দেশ ক্যাশলেস হচ্ছে, ঠিক একইভাবে এই এটিএম বসানোর পর নগদ টাকা তোলার জন্য আর কার্ডের প্রয়োজন হবে না। এই পেমেন্ট সিস্টেম আগের চেয়ে সহজ এবং নিরাপদ।
advertisement
advertisement
advertisement