ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর তরফে মঙ্গলবার তাদের নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে একটি নতুন ফিচার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় নাগরিকরা সহজেই জেনে নিতে পারবেন, তাঁদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কোন মোবাইল ফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে উপভোক্তারা জানেনই না তাঁদের আধার নম্বরের সঙ্গে কোন কোন সেল নম্বর লিঙ্ক করা রয়েছে।
UIDAI-এর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনেকেই যথেষ্ট উদ্বিগ্ন যে তাঁদের আধার OTP অন্য কোনও মোবাইল নম্বরে চলে গেলে তাঁরা জানবেন কী করে! এবার এই নতুন ফিচারের সাহায্যে, গ্রাহকরা দ্রুত নির্ধারণ করতে পারবেন কোন মোবাইল নম্বর বা ই-মেল অ্যাড্রেস তাঁদের আধারের সঙ্গে যুক্ত রয়েছে। এই ফিচারটি অফিসিয়াল ওয়েবসাইট বা m-Aadhaar অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। m-Aadhaar অ্যাপে গিয়ে নিজের মোবাইল নম্বর বা ই-মেল অ্যাড্রেস নিশ্চিত করতে পারেন যে কোনও আধার কার্ড-ধারক। ফোন নম্বর যাচাই করেই নিশ্চিত করা যাবে যে তিনি যে ফোন নম্বরটি OTP-র জন্য ব্যবহার করছেন সেটি অন্য কেউ ব্যবহার করছে না।
অনেক সময়ই দেখা যায় আধার কার্ডের জন্য আবেদন করার সময় যে নম্বর গ্রাহক দিয়েছিলেন পরবর্তীকালে তা আর মনেই করতে পারেন না তিনি। 'My Aadhaar' পোর্টাল বা m-Aadhaar অ্যাপে এই ফিচারটি এই বিষয়ে বিশেষ সাহায্য করবে। সেক্ষেত্রে ব্যবহারকারীকে তাঁর মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা জানাতে বলা হবে। তবে UIDAI-এর নিয়ম অনুসারে আধারের সঙ্গে ই-মেল এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে, নিকটতম আধার কেন্দ্রে যেতে হবে।