ঘরে বসেই দেখুন প্রভিডেন্ট ফান্ডের ব্যালান্স, জেনে নিন ৫টি সহজ উপায়

Last Updated:
1/6
এবার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ব্যালান্স জানতে পারবেন ঘরে বসেই । জেনে নিন কীভাবে যে কোনও সময়েই জানতে পারবেন আপনার EPF-এর ব্যালান্স ।
এবার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ব্যালান্স জানতে পারবেন ঘরে বসেই । জেনে নিন কীভাবে যে কোনও সময়েই জানতে পারবেন আপনার EPF-এর ব্যালান্স ।
advertisement
2/6
UAN এর সাহায্যে অনলাইনেই জানা যাবে ব্যালান্স । ইউনিফায়েড পোর্টালের জায়গায় উপভোক্তা এখন প্রভিডেন্ট ফান্ডের পাসবই আলাদা ওয়েবসাইটে দেখতে পারবেন সহজেই । এছাড়া, ট্রান্সফারও করা যাবে । তবে, এর জন্য PF ও UAN সংযুক্তিকরণ বাধ্যতামূলক ।
UAN এর সাহায্যে অনলাইনেই জানা যাবে ব্যালান্স । ইউনিফায়েড পোর্টালের জায়গায় উপভোক্তা এখন প্রভিডেন্ট ফান্ডের পাসবই আলাদা ওয়েবসাইটে দেখতে পারবেন সহজেই । এছাড়া, ট্রান্সফারও করা যাবে । তবে, এর জন্য PF ও UAN সংযুক্তিকরণ বাধ্যতামূলক ।
advertisement
3/6
UAN ছাড়াও জানা যাবে ব্যালান্স । তার জন্য প্রয়োজন PF অ্যাকাউন্ট নম্বর যেটি থাকে আপনার পে স্লিপে । ওয়েবসাইটে গিয়ে রাজ্যের নাম সিলেক্ট করুন । এরপরই ব্যালান্স সংক্রান্ত এসএমএস আসবে আপনার ফোনে।
UAN ছাড়াও জানা যাবে ব্যালান্স । তার জন্য প্রয়োজন PF অ্যাকাউন্ট নম্বর যেটি থাকে আপনার পে স্লিপে । ওয়েবসাইটে গিয়ে রাজ্যের নাম সিলেক্ট করুন । এরপরই ব্যালান্স সংক্রান্ত এসএমএস আসবে আপনার ফোনে।
advertisement
4/6
UAN অ্যাক্টিভেটেড থাকলে আপনার মোবাইল নম্বর প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে রেজিস্টারড থাকবে । সেক্ষেত্রে মিসড কল দিন  011-22901406 নম্বরে । EPFO থেকে আপনি PF সংক্রান্ত এসএমএস পেয়ে যাবেন ।
UAN অ্যাক্টিভেটেড থাকলে আপনার মোবাইল নম্বর প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে রেজিস্টারড থাকবে । সেক্ষেত্রে মিসড কল দিন 011-22901406 নম্বরে । EPFO থেকে আপনি PF সংক্রান্ত এসএমএস পেয়ে যাবেন ।
advertisement
5/6
এসএমএস সার্ভিসের সাহায্যেও জানতে পারবেন ব্যালান্স । 07738299899 নম্বরে এসএমএস করুন তবে এই ফিচার UAN অ্যাক্টিভেটেড থাকলেই প্রযোজ্য হবে ।
এসএমএস সার্ভিসের সাহায্যেও জানতে পারবেন ব্যালান্স । 07738299899 নম্বরে এসএমএস করুন তবে এই ফিচার UAN অ্যাক্টিভেটেড থাকলেই প্রযোজ্য হবে ।
advertisement
6/6
উমঙ্গ অ্যাপের সাহায্যে জেনে নিন ব্যালান্স । প্রথমে এই অ্যাপ ডাউনলোড করুন তারপর EPFO অপশনে ক্লিক করুন । এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস প্যাকেজ পেজে যান । এরপর ভিউ পাসবুক পেজে গিয়ে UAN নম্বরটি দিন । এরপর  ফোনে OTP আসবে । এরপর সহজেই জেনে নিতে পারবেন ব্যালান্স ।
উমঙ্গ অ্যাপের সাহায্যে জেনে নিন ব্যালান্স । প্রথমে এই অ্যাপ ডাউনলোড করুন তারপর EPFO অপশনে ক্লিক করুন । এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস প্যাকেজ পেজে যান । এরপর ভিউ পাসবুক পেজে গিয়ে UAN নম্বরটি দিন । এরপর ফোনে OTP আসবে । এরপর সহজেই জেনে নিতে পারবেন ব্যালান্স ।
advertisement
advertisement
advertisement