Toto business: রাস্তায় টোটো নামাতে কত টাকা লাগে জানেন? প্রয়োজন কোন কোন নথির...এক জায়গায় রইল সব তথ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পরিবহণ দফতরের অনুমতি: কিছু ক্ষেত্রে পরিবহণ দফতরের অনুমতিও প্রয়োজন হতে পারে। এছাড়াও, টোটো চালকদের জন্য কিছু নির্দেশিকা থাকতে পারে, যেমন - চালকদের লাইসেন্স থাকতে হবে, টোটো ভাল অবস্থায় থাকতে হবে, এবং নির্দিষ্ট ভাড়া ধার্য করা যেতে পারে।
বড় রাস্তায় হোক কী অলিতে গলিতে৷ অবাধ যাতায়াত৷ যাত্রীদের পারলে একেবারে দোরগোড়ায় নামিয়ে দেয় এই টোটো বা ভালবেসে রাখা নাম টুকটুক৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই গত কয়েক বছরে হুহু করে বেড়েছে টোটোর সংখ্যা৷ বহু যুবক-তরুণই টোটো চালিয়ে নিজের সংসার টানছেন৷ জানেন কি, একটা টোটো রাস্তায় নামাতে গেলে কী রকম খরচ পড়ে, কী কী অনুমোদন লাগে, কোথা থেকে মেলে লাইসেন্স? Generated image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাস্তায় টোটো নামানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন, সেটা হল টোটো গাড়ি৷ সাধারণত, অনেকে স্থানীয় ডিলারের থেকে টোটো কেনে, কেউ কেউ আবার কেনে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বানানো টোটো৷ কিন্তু, জেনে রাখুন, টোটো যদি নির্দিষ্ট মানের না হয়, তাহলে প্রথম ধাক্কায় না-ও পাওয়ার যেতে পারে টোটো নামানোর ছাড়পত্র৷ generated image
advertisement
advertisement
কোনও সংস্থার তৈরি গাড়ি রাস্তায় নামার যোগ্য কি না, সে সার্টিফিকেট দিতে পারে কেবল কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা ‘ইন্ডিয়ান সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি’ (যার ডাকনাম ‘আইক্যাট’)। হরিয়ানার এই সংস্থাটি গাড়ির ইঞ্জিন, ধোঁয়া, সুরক্ষা শুধু নয়, চলার সময়কার ঝাঁকুনি, কাঁপুনি, শব্দ— সব দিক বিচার করে নির্মাতা সংস্থাকে অনুমোদন দেয়। সেই অনুমোদন প্রাপ্ত সংস্থার থেকেই টোটো কেনার নির্দেশ রয়েছে খাতায় কলমে৷ Generated image
advertisement
advertisement
এছাড়াও অনুমোদিত সংস্থার টোটোয় শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি নেই, বেশি টেঁকসই, অনুমোদিত টোটোয় প্রতি যন্ত্রাংশে ওয়্যার্যান্টি থাকবে, প্রথম ছ’মাসে ছ’বার সার্ভিসিং, ইঞ্জিন ও চেস্ট নম্বর থাকবে, বিমা করাতে সুবিধা, অনুমোদিত টোটো কোনও ভাবে দুর্ঘটনায় পড়লে ক্ষতিপূরণ মিলবে, মোটর ভেহিক্যালস আইনে অন্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। Generated image
advertisement
advertisement
advertisement