মাসে ৩০ হাজার টাকা বেতন? তাহলে কত টাকার হোম লোন পাবেন? দেখে নিন পুরো হিসেব
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Home Loan : আপনার মাসে কি ৩০ হাজার টাকা আয় ? তাহলে কি হোম লোন পাবেন ?
হোম লোন ছেলের হাতের মোয়া নয়। চাইলেই সবসময় পাওয়া যাবে তার কোনও গ্যারান্টি নেই। এটা নির্ভর করে বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর। যেমন ক্রেডিট স্কোর, সম্পত্তির বিবরণ, ঋণগ্রহীতার মাসিক বেতন ইত্যাদি। ঋণ নিলে সেটা শুধতেও হবে। তাই ঋণগ্রহীতার মাসিক বেতন দেখা হয়। কারও মাসিক বেতন যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে তিনি কত টাকার হোম লোন পেতে পারেন?
advertisement
এটা জানতে হলে সবার আগে বেতনের উপাদানগুলো সবিস্তারে বুঝতে হবে। চাকরিজীবীর গ্রস স্যালারির মধ্যে বেসিক স্যালারি এবং চিকিৎসা, ছুটি, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তবে চাকরিজীবী পুরো বেতন পান না, ট্যাক্স-পরবর্তী ডিডাকশন এবং প্রভিডেন্ট ফান্ড কেটে নেওয়ার পর ইন-হ্যান্ড বা টেক-হোম বেতন হাতে আসে। এর ভিত্তিতেই হোম লোনের যোগ্যতা নির্ধারণ করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






