সুখবর! এখানে পেঁয়াজ মিলছে মাত্র ২২ টাকা প্রতি কিলোগ্রাম !

Last Updated:
মধ্যবিত্তের হেঁশেলে পেঁয়াজের আনাগোনা কমেছে। তবে আর নয়, কারণ আপনার জন্য রয়েছে সুখবর ৷
1/4
পেঁয়াজের ঝাঁজে যখন চোখে জল, মুখে হাসি ফোটাতে এগিয়ে এল  সরকার। পিঙ্ক টেস্টের মরসুমেই সেঞ্চুরি করেছে পেঁয়াজ। বাজারে গেলেই হাত পুড়ছে মধ্যবিত্তের। সাধ্য নেই, তাই সাধ আর স্বাদ দুয়েই লাগাম টানতে হয়েছে। মধ্যবিত্তের হেঁশেলে পেঁয়াজের আনাগোনা কমেছে। তবে আর নয়, কারণ আপনার জন্য রয়েছে সুখবর ৷
পেঁয়াজের ঝাঁজে যখন চোখে জল, মুখে হাসি ফোটাতে এগিয়ে এল সরকার। পিঙ্ক টেস্টের মরসুমেই সেঞ্চুরি করেছে পেঁয়াজ। বাজারে গেলেই হাত পুড়ছে মধ্যবিত্তের। সাধ্য নেই, তাই সাধ আর স্বাদ দুয়েই লাগাম টানতে হয়েছে। মধ্যবিত্তের হেঁশেলে পেঁয়াজের আনাগোনা কমেছে। তবে আর নয়, কারণ আপনার জন্য রয়েছে সুখবর ৷
advertisement
2/4
দেশের প্রায় প্রতি রাজ্যে পেঁয়াজের দাম আকাশছোঁয়া ৷ প্রতি কিলোগ্রাম পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায় ৷ এর জেরে সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সরকারে এবার সস্তায় বিকোচ্ছে পেঁয়াজ ৷ দিল্লিতে NAFED এর আউটলেটে পেঁয়াজ ২৪ টাকা প্রতি কিলোগ্রামে পাওয়া যাচ্ছে ৷ তবে সস্তায় পেঁয়াজ পাওয়ার জন্য ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ Consumer Affairs, Food and Public Distribution Ministry তরফে জানানো হয়েছে দেশের আলাদা আলাদা জায়গায় ২২ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷
দেশের প্রায় প্রতি রাজ্যে পেঁয়াজের দাম আকাশছোঁয়া ৷ প্রতি কিলোগ্রাম পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায় ৷ এর জেরে সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সরকারে এবার সস্তায় বিকোচ্ছে পেঁয়াজ ৷ দিল্লিতে NAFED এর আউটলেটে পেঁয়াজ ২৪ টাকা প্রতি কিলোগ্রামে পাওয়া যাচ্ছে ৷ তবে সস্তায় পেঁয়াজ পাওয়ার জন্য ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ Consumer Affairs, Food and Public Distribution Ministry তরফে জানানো হয়েছে দেশের আলাদা আলাদা জায়গায় ২২ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷
advertisement
3/4
আপনিও এবার সরকারি এই জায়গাগুলি থেকে সস্তায় পেঁয়াজ কিনতে পারবেন ৷ কেন্দ্র সরকার মাদার ডায়েরির সফল এর মাধ্যমে ২৩ টাকা ৯০ পয়সায় বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷
আপনিও এবার সরকারি এই জায়গাগুলি থেকে সস্তায় পেঁয়াজ কিনতে পারবেন ৷ কেন্দ্র সরকার মাদার ডায়েরির সফল এর মাধ্যমে ২৩ টাকা ৯০ পয়সায় বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷
advertisement
4/4
National Cooperative Consumers Federation of India Limited দেশজুড়ে তাদের স্টোর ও অফিস স্টোরে ২২ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি করছে ৷ NCCF দিল্লিতে চার জায়গায় মাত্র ২২ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি করছে ৷
National Cooperative Consumers Federation of India Limited দেশজুড়ে তাদের স্টোর ও অফিস স্টোরে ২২ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি করছে ৷ NCCF দিল্লিতে চার জায়গায় মাত্র ২২ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি করছে ৷
advertisement
advertisement
advertisement