শীঘ্রই ব্যান হয়ে যাবে মাথাব্যথা,সর্দি-জ্বরের প্রচলিত এই ৬ হাজার ওষুধ!

Last Updated:
স্বাস্থ্য মন্ত্রকের নিশানায় স্যারিডনের মতো ৬ হাজার পরিচিত ওষুধ
1/6
স্বাস্থ্য মন্ত্রকের নিশানায় স্যারিডনের মতো ৬ হাজার পরিচিত ওষুধ ৷ মাথাব্যথা, গায়ে ব্যথা, সর্দি এবং জ্বরের উপসমকারী ৬ হাজার ওষুধ শীঘ্রই হতে চলেছে ব্যান ৷ সূত্রের খবর, স্বাস্থ্য মন্ত্রক মার্কেটে বহুল প্রচলিত এই ওষুধগুলিকে চিহ্নিত করেছে ৷
স্বাস্থ্য মন্ত্রকের নিশানায় স্যারিডনের মতো ৬ হাজার পরিচিত ওষুধ ৷ মাথাব্যথা, গায়ে ব্যথা, সর্দি এবং জ্বরের উপসমকারী ৬ হাজার ওষুধ শীঘ্রই হতে চলেছে ব্যান ৷ সূত্রের খবর, স্বাস্থ্য মন্ত্রক মার্কেটে বহুল প্রচলিত এই ওষুধগুলিকে চিহ্নিত করেছে ৷
advertisement
2/6
স্বাস্থ্য মন্ত্রকের অভিযোগ, ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি এই ৩২৮ টি ফিক্সড ডোজ এবং কম্বিনেশনের ওষুধের প্রভাব ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করেই বাজারে ছেড়ে দিয়েছে ৷ এর ফলে এই ওষুধগুলি ব্যবহার করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ৷
স্বাস্থ্য মন্ত্রকের অভিযোগ, ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি এই ৩২৮ টি ফিক্সড ডোজ এবং কম্বিনেশনের ওষুধের প্রভাব ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করেই বাজারে ছেড়ে দিয়েছে ৷ এর ফলে এই ওষুধগুলি ব্যবহার করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ৷
advertisement
3/6
এমন ঘটনায় প্রবল ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রক প্রায় ৬ হাজার ওষুধকে চিহ্নিত করে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যান ওষুধের লিস্টে wockhardt, Pfizer, Cipla এবং Sun pharma-এর মতো বিখ্যাত ওষুধ কোম্পানিগুলির প্রোডাক্টও রয়েছে ৷
এমন ঘটনায় প্রবল ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রক প্রায় ৬ হাজার ওষুধকে চিহ্নিত করে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যান ওষুধের লিস্টে wockhardt, Pfizer, Cipla এবং Sun pharma-এর মতো বিখ্যাত ওষুধ কোম্পানিগুলির প্রোডাক্টও রয়েছে ৷
advertisement
4/6
স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপে ওষুধ ব্যবসা প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার সম্মুখীন হবে ৷ ক্ষতির মুখে পড়বে wockhardt, Pfizer, Cipla এবং Sun pharma-এর সঙ্গে সঙ্গে কম করে আরও ৬০০০ ওষুধ প্রস্তুতকারক সংস্থা ৷
স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপে ওষুধ ব্যবসা প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার সম্মুখীন হবে ৷ ক্ষতির মুখে পড়বে wockhardt, Pfizer, Cipla এবং Sun pharma-এর সঙ্গে সঙ্গে কম করে আরও ৬০০০ ওষুধ প্রস্তুতকারক সংস্থা ৷
advertisement
5/6
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আদেশেই ডিটিএবি ৩২৮ ধরনের ওষুধে পরীক্ষা-নিরীক্ষা করে ৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আদেশেই ডিটিএবি ৩২৮ ধরনের ওষুধে পরীক্ষা-নিরীক্ষা করে ৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
6/6
ওষুধ নিষিদ্ধকরণের প্রভাব পড়তে চলেছে Ceridon, S-Proxivon, Nimilide Fen, Jintap P, Linux XT and Zathrin Ax-এর মতো আরও ওষুধ ৷
ওষুধ নিষিদ্ধকরণের প্রভাব পড়তে চলেছে Ceridon, S-Proxivon, Nimilide Fen, Jintap P, Linux XT and Zathrin Ax-এর মতো আরও ওষুধ ৷
advertisement
advertisement
advertisement