GST on train tickets: দাম কমেছে বহু জিনিসের, ট্রেনের টিকিটের খরচও কি কমবে? জানেন কত GST দিতে হবে রেল টিকিটে?

Last Updated:
GST on train tickets: দেশ জুড়ে খরচ কমেছে বহু পরিষেবার। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের স্বস্তি দিয়ে দাম কমেছে বহু জিনিসের। তবে কি এবার ট্রেনের টিকিটের খরচও কমবে?
1/5
দেশ জুড়ে খরচ কমেছে বহু পরিষেবার। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের স্বস্তি দিয়ে দাম কমেছে বহু জিনিসের। তবে কি এবার ট্রেনের টিকিটের খরচও কমবে? জানেন কত টাকা জিএসটি দিতে হয় ট্রেনের টিকিটে?
দেশ জুড়ে খরচ কমেছে বহু পরিষেবার। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের স্বস্তি দিয়ে দাম কমেছে বহু জিনিসের। তবে কি এবার ট্রেনের টিকিটের খরচও কমবে? জানেন কত টাকা জিএসটি দিতে হয় ট্রেনের টিকিটে?
advertisement
2/5
ট্রেনের টিকিটের ক্ষেত্রে সাধারণত এসি এবং প্রিমিয়াম কামরার টিকিটের ক্ষেত্রে আগে ৫ শতাংশ পণ্য এবং পরিষেবা কর দিতে হত।
ট্রেনের টিকিটের ক্ষেত্রে সাধারণত এসি এবং প্রিমিয়াম কামরার টিকিটের ক্ষেত্রে আগে ৫ শতাংশ পণ্য এবং পরিষেবা কর দিতে হত।
advertisement
3/5
সেই সঙ্গে নন এসি টিকিটের ক্ষেত্রে যেমন দ্বিতীয় শ্রেণীর বসার আসন (2S) এবং স্লিপার কামরা জিএসটির বাইরে ছিল।
সেই সঙ্গে নন এসি টিকিটের ক্ষেত্রে যেমন দ্বিতীয় শ্রেণীর বসার আসন (2S) এবং স্লিপার কামরা জিএসটির বাইরে ছিল।
advertisement
4/5
নতুন পণ্য ও পরিষেবা করের ক্ষেত্রে রেলের টিকিটের উপর জিএসটিতে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ সব ধরনের এসি কোচের  (3AC, 2AC, 1AC, AC Chair Car and Executive Chair Car) টিকিটের খরচ একই থাকবে।
নতুন পণ্য ও পরিষেবা করের ক্ষেত্রে রেলের টিকিটের উপর জিএসটিতে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ সব ধরনের এসি কোচের (3AC, 2AC, 1AC, AC Chair Car and Executive Chair Car) টিকিটের খরচ একই থাকবে।
advertisement
5/5
অর্থাৎ যারা ঘুরতে ভালবাসেন বা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাদের খরচে কোনও পরিবর্তন হচ্ছে না।
অর্থাৎ যারা ঘুরতে ভালবাসেন বা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাদের খরচে কোনও পরিবর্তন হচ্ছে না।
advertisement
advertisement
advertisement