GST On Tourism: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ খবর! নতুন জিএসটিতে কমছে হোটেল থেকে বিমান ভাড়া! জেনে নিন খুঁটিনাটি

Last Updated:
সূত্রের খবর, ৭৫০০ টাকার কম হোটেল রুমের ক্ষেত্রে ১২% জিএসটি ছাড়াও ৫% ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি গুনতে হত। কিন্তু, এবার থেকে তা আর গুনতে হবে না।
1/6
জিএসটি পরিবর্তন আইপিএল টিকিটের দামের উপর কীভাবে প্রভাব ফেলবে: - ৫০০ টাকার টিকিটের দাম এখন ৬৪০ টাকার পরিবর্তে ৭০০ টাকা হবে। - ১,০০০ টাকার টিকিটের দাম এখন ১,২৮০ টাকার পরিবর্তে ১,৪০০ টাকা হবে। - ২০০০ টাকার টিকিটের দাম এখন ২,৫৬০ টাকার পরিবর্তে ২,৮০০ টাকা হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে জিএসটি কাউন্সিল নতুনভাবে জিএসটির পুনর্বিন্যাস করতে চলেছে। আর এর ফলে লাভবান হতে চলেছেন আমজনতা।
advertisement
2/6
৪. যানবাহন: পেট্রোল, পেট্রোল হাইব্রিড, এলপিজি, সিএনজি গাড়ি, ডিজেল এবং ডিজেল হাইব্রিড গাড়ি (নির্দিষ্ট সীমা পর্যন্ত), তিন চাকার গাড়ি, ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল, পণ্যবাহী যানবাহন (জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে)।
যারা ভ্রমণপিপাসু তাঁদের জন্যেও সুখবর নিয়ে এসেছে এই নতুন জিএসটি। বহু পণ্যের ক্ষেত্রেই ২৮% জিএসটি থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। এবার হোটেল রুমের ক্ষেত্রেও বেশ সুবিধা পেতে চলেছেনসাধারণ নাগরিকরা।
advertisement
3/6
একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর, প্রয়োজনীয় সুবিধা আর সবচেয়ে আকর্ষণীয় হল বিছানা, যেখানে শোওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। এই কারণেই হোটেল বা লজে থাকার অভিজ্ঞতা অনেককে আকৃষ্ট করে। should not do this inside a hotel after entering a hotel room makes you feel like taking a break Those who book rooms in hotels lodges should know these 5 things
সূত্রের খবর, ৭৫০০ টাকার কম হোটেল রুমের ক্ষেত্রে ১২% জিএসটি ছাড়াও ৫% ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি গুনতে হত। কিন্তু, এবার থেকে তা আর গুনতে হবে না।
advertisement
4/6
 এই নতুন জিএসটি কার্যকর হতে চলেছে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
এই নতুন জিএসটি কার্যকর হতে চলেছে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
advertisement
5/6
প্রথম কয়েক মাসে শিশুরা যেমন ঘন ঘন জেগে যায়, তেমনি তাদের ঘুমও হঠাৎ হঠাৎ ভেঙে যায়। এই সময় সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হন বাবা-মা। তবে শিশুর এমন ঘুমের ধরন একেবারেই স্বাভাবিক বলে মনে করেন চিকিৎসকেরা।
শুধু হোটেল রুমই নয়। বিমান ভাড়াতেও রয়েছে চমক।
advertisement
6/6
ক্যাটেগরি-১: এস্কোর্টের সঙ্গে এয়ার সাইটে যাওয়ার অনুমতি রয়েছে যাদের ১. ভারতের রাষ্ট্রপতি ২. ভারতের উপরাষ্ট্রপতি ৩. ভারতের প্রধানমন্ত্রী ৪. বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ৫. বিভিন্ন সরকারের প্রধান
ইকোনমি ক্লাস টিকিটের ভাড়ায় ১২% থেকে জিএসটি কমিয়ে আনা হয়েছে ৫%। অন্যদিকে, বিজনেস ক্লাসের ক্ষেত্রে ১৮% থেকে তা ১২% করা হয়েছে। ফলে মধ্যবিত্তের হাসি আরও চওড়া হয়েছে।
advertisement
advertisement
advertisement