Google: ঠিক কখন টিকিট কাটলে পাবেন সবচেয়ে সস্তা দামে! এবার জানা যাবে মাত্র কয়েক সেকেন্ডেই

Last Updated:
এমন কোনও ফ্লাইটের টিকিট যদি আপনি বুক করেন তাহলে সেই ফ্লাইটের টেক অফের আগে পর্যন্ত গুগল তার টিকিটের প্রাইস মনিটার করবে৷ যদি সেই ফ্লাইটের টিকিটের দাম আরও কমে, তাহলে গুগল সেই বাড়তি টাকা আপনাকে ফিরিয়ে দেবে৷ Google Flights-এর insights ফিচার আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে৷
1/8
এখন ফ্লাইট বুক করা যাবে আরও সস্তায়। Google -এর এই নতুন ফিচার রেগুলার ট্রাভেলারদের জন্য অত্যন্ত কাজের হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷
এখন ফ্লাইট বুক করা যাবে আরও সস্তায়। Google -এর এই নতুন ফিচার রেগুলার ট্রাভেলারদের জন্য অত্যন্ত কাজের হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷
advertisement
2/8
কী রয়েছে এই নতুন ফিচারে? কী বা তার নাম? কেমন ভাবেই বা কাজ করবে এই ফিচার? সমস্ত কিছুই ব্লগ পোস্ট করে জানিয়েছে গুগল৷
কী রয়েছে এই নতুন ফিচারে? কী বা তার নাম? কেমন ভাবেই বা কাজ করবে এই ফিচার? সমস্ত কিছুই ব্লগ পোস্ট করে জানিয়েছে গুগল৷
advertisement
3/8
Google Flights, হল গুগলের একটি অনলাইন ফ্লাইট বুকিং সার্চ সার্ভিস অ্যাপ৷ সম্প্রতি তাতে যোগ করা হয়েছে একটি নতুন ফিচার৷ যার নাম ‘ইনসাইটস’ ( insights)৷
Google Flights, হল গুগলের একটি অনলাইন ফ্লাইট বুকিং সার্চ সার্ভিস অ্যাপ৷ সম্প্রতি তাতে যোগ করা হয়েছে একটি নতুন ফিচার৷ যার নাম ‘ইনসাইটস’ ( insights)৷
advertisement
4/8
Google Flights অনুযায়ী, সাধারণত যাত্রার ৭২ দিন আগে টিকিট বুক করলে তা সবচেয়ে কম দামে পাওয়া যায়৷ কিন্তু, এর মাঝামাঝি কোনও টিকিট বুক করতে গেলেই আমাদের মাথায় প্রশ্ন আসে, এখন কি কাটব? এটা কি ভাল উইন্ডো চলছে? নাকি, দু’দিন পরে আবার দাম কমবে..
Google Flights অনুযায়ী, সাধারণত যাত্রার ৭২ দিন আগে টিকিট বুক করলে তা সবচেয়ে কম দামে পাওয়া যায়৷ কিন্তু, এর মাঝামাঝি কোনও টিকিট বুক করতে গেলেই আমাদের মাথায় প্রশ্ন আসে, এখন কি কাটব? এটা কি ভাল উইন্ডো চলছে? নাকি, দু’দিন পরে আবার দাম কমবে..
advertisement
5/8
গুগল ব্লগ পোস্ট করে জানিয়েছে, কোন সময় কোন জায়গার টিকিট সবচেয়ে কম খরচে কাটা যেতে পারে, তার সাজেশন দেবে Google Flights এই নতুন ফিচার৷
গুগল ব্লগ পোস্ট করে জানিয়েছে, কোন সময় কোন জায়গার টিকিট সবচেয়ে কম খরচে কাটা যেতে পারে, তার সাজেশন দেবে Google Flights এই নতুন ফিচার৷
advertisement
6/8
 Google Flights-এর অনেকগুলি জরুরি ফিচার রয়েছে৷ যার মধ্যে একটা হল ‘প্রাইস ট্র্যাকিং’৷ এই অপশন অন করলে, Google আপনাকে জানাবে আগামী কয়েকদিনের মধ্যে টিকিটের দাম কতটা কমতে পারে। এক্ষেত্রে, আপনি একটি নির্দিষ্ট ডিপারচার ডেট সেট করে দিতে পারেন।
Google Flights-এর অনেকগুলি জরুরি ফিচার রয়েছে৷ যার মধ্যে একটা হল ‘প্রাইস ট্র্যাকিং’৷ এই অপশন অন করলে, Google আপনাকে জানাবে আগামী কয়েকদিনের মধ্যে টিকিটের দাম কতটা কমতে পারে। এক্ষেত্রে, আপনি একটি নির্দিষ্ট ডিপারচার ডেট সেট করে দিতে পারেন।
advertisement
7/8
 কিছু কিছু প্লেনের টিকিটের জন্য ‘price guarantee’-ও দেয় গুগল৷ সেক্ষেত্রে, প্লেনগুলির পাশে price guarantee ব্যাজ থাকে৷ এর অর্থ, গুগল নিশ্চিত ভাবে বলছে, এই যে ফেয়ার আপনি আজ দেখছেন, তা আগামিদিনে আর কমবে না৷
কিছু কিছু প্লেনের টিকিটের জন্য ‘price guarantee’-ও দেয় গুগল৷ সেক্ষেত্রে, প্লেনগুলির পাশে price guarantee ব্যাজ থাকে৷ এর অর্থ, গুগল নিশ্চিত ভাবে বলছে, এই যে ফেয়ার আপনি আজ দেখছেন, তা আগামিদিনে আর কমবে না৷
advertisement
8/8
এমন কোনও ফ্লাইটের টিকিট যদি আপনি বুক করেন তাহলে সেই ফ্লাইটের টেক অফের আগে পর্যন্ত গুগল তার টিকিটের প্রাইস মনিটার করবে৷ যদি সেই ফ্লাইটের টিকিটের দাম আরও কমে, তাহলে গুগল সেই বাড়তি টাকা আপনাকে ফিরিয়ে দেবে৷ Google Flights-এর insights ফিচার আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে৷
এমন কোনও ফ্লাইটের টিকিট যদি আপনি বুক করেন তাহলে সেই ফ্লাইটের টেক অফের আগে পর্যন্ত গুগল তার টিকিটের প্রাইস মনিটার করবে৷ যদি সেই ফ্লাইটের টিকিটের দাম আরও কমে, তাহলে গুগল সেই বাড়তি টাকা আপনাকে ফিরিয়ে দেবে৷ Google Flights-এর insights ফিচার আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে৷
advertisement
advertisement
advertisement