LIC গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
টেক টার্মে গ্রাহকদের দরকার অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করা যেতে পারে ৷
গত বছরই নতুন একটি টার্ম প্ল্যান লঞ্চ করেছিল এলআইসি ৷ অনলাইনে সহজেই গ্রাহকরা এই প্ল্যানটি কেনার সুযোগ রয়েছে ৷ নতুন এই টার্ম প্ল্যানের নাম 'LIC Tech Term' রাকা হয়েছিল ৷ টেক টার্ম একটি নন লিঙ্কড অনলাইন Term Assuarnce পলিসি ৷ পলিসিহোল্ডারের কোনও কারণে মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে এই পলিসি ৷ এই চার্ম ইনস্যুরেন্স পলিসি অনুযায়ী,প্রথম বছরে দুর্ঘটনা, আত্মহত্যা বা অন্য কোনও কারণে যদি এই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে পরিবারকে কভার দেওয়া হবে সংস্থার তরফে ৷ এটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ৷ প্রবাসী ভারতীয়রা এর সুযোগ পাবেন না ৷
advertisement
এই পলিসিতে যদি পলিসিহোল্ডারের মৃত্যু হয় তাহলে পরিবার বা নমিনিকে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ কিন্তু ম্যাচিউরিটি পর্যন্ত পলিসিহোল্ডার বেঁচে থাকেন তাহলে তিনি কিছু পাবেন না ৷ এই টার্ম ইনস্যুরেন্সে Minimum Sum Assured ৫০ লক্ষ টাকা হয় ৷ এতে কোনও আপার লিমিট হয় না ৷ কোনও পলিসি হোল্ডার তার ইনকাম প্রুভ দিলে আরও বেশি অঙ্কের Sum Assured করাতে পারবেন ৷ ছ’মাসে, বার্ষিক বা সিঙ্গল প্রিমিয়ামের অপশন সিলেক্ট করার সুযোগ রয়েছে ৷ ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ৫০ বছরের জন্য করা যেতে পারে এই ইনস্যুরেন্স ৷ এই পলিসির জন্য পলিসিহোল্ডারের বয়স ৮০ বছরের বেশি হলে চলবে না ৷ প্রিমিয়াম এটার উপরও নির্ভর করবে যে পলিসিহোল্ডার ধূমপান করেন কি করেন না ৷
advertisement
advertisement
টেক টার্মে গ্রাহকদের দরকার অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করা যেতে পারে ৷ ডেথ পেমেন্ট নেওয়ার জন্য ৫ বছর, ১০ বছর ও ১৫ বছরের অপশন রয়েছে ৷ এই পলিসি করানোর জন্য পলিসি হোল্ডারের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ৷ পাশাপাশি তার বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হয় তাহলে তিনি অধিকতম ৭৫ লক্ষ টাকার Sum Assured করাতে পারবেন ৷ যদি কারোর বয়স ৩৬ থেকে ৪৫ বছরের মধ্যে হয় এবং ৫ লক্ষ টাকা বার্ষিক আয় হয় তাহলে ৫০ লক্ষ টাকার Sum Assured করাতে পারবেন ৷