LIC গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর !

Last Updated:
টেক টার্মে গ্রাহকদের দরকার অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করা যেতে পারে ৷
1/4
গত বছরই নতুন একটি টার্ম প্ল্যান লঞ্চ করেছিল এলআইসি ৷ অনলাইনে সহজেই গ্রাহকরা এই প্ল্যানটি কেনার সুযোগ রয়েছে ৷ নতুন এই টার্ম প্ল্যানের নাম 'LIC Tech Term' রাকা হয়েছিল ৷ টেক টার্ম একটি নন লিঙ্কড অনলাইন Term Assuarnce পলিসি ৷ পলিসিহোল্ডারের কোনও কারণে মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে এই পলিসি ৷ এই চার্ম ইনস্যুরেন্স পলিসি অনুযায়ী,প্রথম বছরে দুর্ঘটনা, আত্মহত্যা বা অন্য কোনও কারণে যদি এই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে পরিবারকে কভার দেওয়া হবে সংস্থার তরফে ৷ এটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ৷ প্রবাসী ভারতীয়রা এর সুযোগ পাবেন না ৷
গত বছরই নতুন একটি টার্ম প্ল্যান লঞ্চ করেছিল এলআইসি ৷ অনলাইনে সহজেই গ্রাহকরা এই প্ল্যানটি কেনার সুযোগ রয়েছে ৷ নতুন এই টার্ম প্ল্যানের নাম 'LIC Tech Term' রাকা হয়েছিল ৷ টেক টার্ম একটি নন লিঙ্কড অনলাইন Term Assuarnce পলিসি ৷ পলিসিহোল্ডারের কোনও কারণে মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে এই পলিসি ৷ এই চার্ম ইনস্যুরেন্স পলিসি অনুযায়ী,প্রথম বছরে দুর্ঘটনা, আত্মহত্যা বা অন্য কোনও কারণে যদি এই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে পরিবারকে কভার দেওয়া হবে সংস্থার তরফে ৷ এটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ৷ প্রবাসী ভারতীয়রা এর সুযোগ পাবেন না ৷
advertisement
2/4
এই পলিসিতে যদি পলিসিহোল্ডারের মৃত্যু হয় তাহলে পরিবার বা নমিনিকে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ কিন্তু ম্যাচিউরিটি পর্যন্ত পলিসিহোল্ডার বেঁচে থাকেন তাহলে তিনি কিছু পাবেন না ৷ এই টার্ম ইনস্যুরেন্সে Minimum Sum Assured  ৫০ লক্ষ টাকা হয় ৷ এতে কোনও আপার লিমিট হয় না ৷ কোনও পলিসি হোল্ডার তার ইনকাম প্রুভ দিলে আরও বেশি অঙ্কের Sum Assured করাতে পারবেন ৷ ছ’মাসে, বার্ষিক বা সিঙ্গল প্রিমিয়ামের অপশন সিলেক্ট করার সুযোগ রয়েছে ৷ ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ৫০ বছরের জন্য করা যেতে পারে এই ইনস্যুরেন্স ৷ এই পলিসির জন্য পলিসিহোল্ডারের বয়স ৮০ বছরের বেশি হলে চলবে না ৷ প্রিমিয়াম এটার উপরও নির্ভর করবে যে পলিসিহোল্ডার ধূমপান করেন কি করেন না ৷
এই পলিসিতে যদি পলিসিহোল্ডারের মৃত্যু হয় তাহলে পরিবার বা নমিনিকে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ কিন্তু ম্যাচিউরিটি পর্যন্ত পলিসিহোল্ডার বেঁচে থাকেন তাহলে তিনি কিছু পাবেন না ৷ এই টার্ম ইনস্যুরেন্সে Minimum Sum Assured ৫০ লক্ষ টাকা হয় ৷ এতে কোনও আপার লিমিট হয় না ৷ কোনও পলিসি হোল্ডার তার ইনকাম প্রুভ দিলে আরও বেশি অঙ্কের Sum Assured করাতে পারবেন ৷ ছ’মাসে, বার্ষিক বা সিঙ্গল প্রিমিয়ামের অপশন সিলেক্ট করার সুযোগ রয়েছে ৷ ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ৫০ বছরের জন্য করা যেতে পারে এই ইনস্যুরেন্স ৷ এই পলিসির জন্য পলিসিহোল্ডারের বয়স ৮০ বছরের বেশি হলে চলবে না ৷ প্রিমিয়াম এটার উপরও নির্ভর করবে যে পলিসিহোল্ডার ধূমপান করেন কি করেন না ৷
advertisement
3/4
 কোনও ব্যক্তির যদি ৩০ বছর বয়স হয় এবং ৩০ বছরের জন্য এই পলিসি করায়, আর এর জন্য ৫০ লক্ষ টাকার Sum Assured এর অপশন সিলেক্ট করে থাকেন তাহলে বার্ষিক প্রিমিয়াম ৯৯১২ টাকা হয় ৷ Sum Assured ১ কোটি টাকার হলে বার্ষিক প্রিমিয়াম ১৭৪৪৫ টাকা হবে ৷
কোনও ব্যক্তির যদি ৩০ বছর বয়স হয় এবং ৩০ বছরের জন্য এই পলিসি করায়, আর এর জন্য ৫০ লক্ষ টাকার Sum Assured এর অপশন সিলেক্ট করে থাকেন তাহলে বার্ষিক প্রিমিয়াম ৯৯১২ টাকা হয় ৷ Sum Assured ১ কোটি টাকার হলে বার্ষিক প্রিমিয়াম ১৭৪৪৫ টাকা হবে ৷
advertisement
4/4
 টেক টার্মে গ্রাহকদের দরকার অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করা যেতে পারে ৷ ডেথ পেমেন্ট নেওয়ার জন্য ৫ বছর, ১০ বছর ও ১৫ বছরের অপশন রয়েছে ৷ এই পলিসি করানোর জন্য পলিসি হোল্ডারের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ৷ পাশাপাশি তার বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হয় তাহলে তিনি অধিকতম ৭৫ লক্ষ টাকার Sum Assured করাতে পারবেন ৷ যদি কারোর বয়স ৩৬ থেকে ৪৫ বছরের মধ্যে হয় এবং ৫ লক্ষ টাকা বার্ষিক আয় হয় তাহলে ৫০ লক্ষ টাকার Sum Assured করাতে পারবেন ৷
টেক টার্মে গ্রাহকদের দরকার অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করা যেতে পারে ৷ ডেথ পেমেন্ট নেওয়ার জন্য ৫ বছর, ১০ বছর ও ১৫ বছরের অপশন রয়েছে ৷ এই পলিসি করানোর জন্য পলিসি হোল্ডারের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ৷ পাশাপাশি তার বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হয় তাহলে তিনি অধিকতম ৭৫ লক্ষ টাকার Sum Assured করাতে পারবেন ৷ যদি কারোর বয়স ৩৬ থেকে ৪৫ বছরের মধ্যে হয় এবং ৫ লক্ষ টাকা বার্ষিক আয় হয় তাহলে ৫০ লক্ষ টাকার Sum Assured করাতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement