Gold Vs SIP: প্রতি মাসে ৫০০০ টাকা রাখছেন ? ১৫ বছরে কোথায় বেশি রিটার্ন মিলবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold vs SIP: প্রতি মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করলে ১৫ বছরে কত রিটার্ন মিলবে? সোনা এবং SIP – এই দুই জনপ্রিয় বিকল্পে রিটার্নের তুলনা করে জেনে নিন কোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে ।
নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে সম্পদ সঞ্চয় করতে হলে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা প্রয়োজন। বাজারে এত ধরনের বিনিয়োগ বিকল্প রয়েছে ৷ এর জেরে উপযুক্ত সঞ্চয় মাধ্যম বেছে নেওয়া কখনও কখনও বিভ্রান্তিকর হয়ে পড়ে। তবে সোনা, মিউচুয়াল ফান্ড এবং ফিক্সড ডিপোজিটের মতো বিকল্পগুলি সব শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সঞ্চয় মাধ্যম হিসেবে বিবেচিত।
advertisement
প্রত্যেকটি বিনিয়োগের বিকল্পের নিজস্ব ঝুঁকি ও লাভের দিক থাকে। অতীতের রিটার্নের ভিত্তিতে এগুলিকে বিভিন্ন সময়সীমার জন্য সুপারিশ করা হয়। ধরে নিন অত্যন্ত অস্থির ইক্যুইটি-লিঙ্কড প্রোডাক্টগুলি সাধারণত স্বল্পমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। এই ক্ষেত্রে, একজন বিনিয়োগকারী হাইব্রিড ফান্ড, ঋণভিত্তিক উপকরণ বা ফিক্সড ডিপোজিটের মতো বিকল্প বেছে নিতে পারেন।
advertisement
advertisement
যদিও সোনা ও ইক্যুইটি উভয়ই আকর্ষণীয় বিনিয়োগের বিকল্প বলে মনে হয়, তবে এদের প্রত্যেকটির নিজস্ব ঝুঁকি ও লাভ রয়েছে। ইক্যুইটি মিউচুয়াল ফান্ড মাঝে মাঝে অসাধারণ রিটার্ন দিতে সক্ষম, যা অনেক সময় ফিক্সড ডিপোজিটের চেয়েও দ্বিগুণ হতে পারে। অন্যদিকে, সোনায় ঝুঁকি কম হওয়ায় বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত পছন্দের মাধ্যম। নিশ্চিত রিটার্নের কারণে বহু মানুষ সোনাকে সেফ-হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে বিবেচনা করে থাকেন। অতীত প্রবণতা অনুযায়ী, সোনায় বিনিয়োগ থেকে বার্ষিক প্রায় ১০% হারে রিটার্ন পাওয়ার আশা করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
এই হিসেব অনুযায়ী, ১৫ বছরের সময়সীমায় মিউচুয়াল ফান্ডের রিটার্ন তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় মনে হয়, কারণ এতে প্রত্যাশিত উচ্চ রিটার্ন এবং চক্রবৃদ্ধি হারের (compounding) সুবিধা পাওয়া যায়। তবে, SIP স্কিমগুলি উচ্চ ঝুঁকিসম্পন্ন বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় এবং এর রিটার্ন কখনও নিশ্চিত নয়। যদিও সোনার রিটার্নও নিশ্চিত নয়, তবে এটি মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলে ধরা হয়।