Gold Price Today: সোনার দামে বিরাট বদল ! দেখে নিন এদিন দাম বাড়ল না কমল ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে কী রকম পার্থক্য দেখা গেল, কোথায় কতটা দাম বেড়েছে বা কমেছে—সব কিছু জানুন এক ক্লিকে।
সোনার দামে বড় চমক ৷ গত কয়েকদিন দাম কমার পর ফের ঊর্ধ্বমুখী সোনালি ধাতুর দাম ৷ শনিবার ফের অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম ৷ স্বাভাবিক ভাবেই অনেকের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে এখন কি সোনার গয়না কেনার সঠিক সময় ৷ আগামী দিনে কি আরও দাম বাড়বে না কমতে পারে সোনার দাম ৷ সোনাকে অত্যন্ত নিরাপদ বিনিয়োগের মাধ্যম মনে করা হয় ৷ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে নিরাপদ বিনিয়োগ সম্পদের জন্য সোনায় চাহিদা আবার বৃদ্ধি পেয়েছে।
advertisement
বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা ৷ প্রাচীন কাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয় ৷ ফলে দাম আকাশছোঁয়া হলেও সোনার দরের ওঠা-নামার উপর সকলেরই নজর থাকে ৷ শুধু সোনা না রুপোর দামও আকাশছোঁয়া ৷ সম্প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রুপোর দাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement