Latest Gold Price: আজ ১ গ্রাম সোনার দাম চমকে দেবে ! দেখে নিন লেটেস্ট দাম

Last Updated:
Latest Gold Price: আজকের সোনার দামে এসেছে বড় চমক! দেখে নিন ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার লেটেস্ট দাম এবং জানুন কেন বাজারে এমন পরিবর্তন দেখা যাচ্ছে।
1/6
ভারতীয় বাজারে সোনার দামে আবারও চমক। বিয়ের মরশুমে যেখানে সোনার চাহিদা তুঙ্গে, সেখানে আজকের দাম অনেকের মুখে হাসি ফোটাবে ৷ সোনার দাম প্রতিদিন ওঠানামা করে নানা কারণে। বৃহস্পতিবারের দামের পিছনে মূলত কয়েকটি কারণ প্রভাব ফেলছে ৷ ডলারের দামে পরিবর্তন এবং বিশ্ববাজারে সোনার চাহিদা সরাসরি প্রভাব ফেলছে ভারতীয় বাজারে। শেয়ারবাজারে ওঠানামা ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন।
ভারতীয় বাজারে সোনার দামে আবারও চমক। বিয়ের মরশুমে যেখানে সোনার চাহিদা তুঙ্গে, সেখানে আজকের দাম অনেকের মুখে হাসি ফোটাবে ৷ সোনার দাম প্রতিদিন ওঠানামা করে নানা কারণে। বৃহস্পতিবারের দামের পিছনে মূলত কয়েকটি কারণ প্রভাব ফেলছে ৷ ডলারের দামে পরিবর্তন এবং বিশ্ববাজারে সোনার চাহিদা সরাসরি প্রভাব ফেলছে ভারতীয় বাজারে। শেয়ারবাজারে ওঠানামা ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন।
advertisement
2/6
বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আগামী কিছুদিন সামান্য ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে তা স্থিতিশীল থাকতে পারে। যাঁরা বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে ভাল।
বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আগামী কিছুদিন সামান্য ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে তা স্থিতিশীল থাকতে পারে। যাঁরা বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে ভাল।
advertisement
3/6
যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন, তাহলে এই দামে অল্প অল্প করে সোনা কেনা বা গোল্ড SIP শুরু করা বুদ্ধিমানের কাজ। তবে স্বল্পমেয়াদে বড় পরিমাণ কেনার আগে বাজারের দিক নজরে রাখাই ভাল।
যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন, তাহলে এই দামে অল্প অল্প করে সোনা কেনা বা গোল্ড SIP শুরু করা বুদ্ধিমানের কাজ। তবে স্বল্পমেয়াদে বড় পরিমাণ কেনার আগে বাজারের দিক নজরে রাখাই ভাল।
advertisement
4/6
সোনা শুধু অলঙ্কার নয়, এটি নিরাপদ বিনিয়োগও। আজকের সোনার দাম হয়তো অনেককেই চমকে দিয়েছে, তবে বাজারের পরিস্থিতি অনুযায়ী এটি একটি স্বাভাবিক ওঠানামা। সঠিক সময় বুঝে বিনিয়োগ করলেই সোনা হতে পারে ভবিষ্যতের সোনালি সঞ্চয়!
সোনা শুধু অলঙ্কার নয়, এটি নিরাপদ বিনিয়োগও। আজকের সোনার দাম হয়তো অনেককেই চমকে দিয়েছে, তবে বাজারের পরিস্থিতি অনুযায়ী এটি একটি স্বাভাবিক ওঠানামা। সঠিক সময় বুঝে বিনিয়োগ করলেই সোনা হতে পারে ভবিষ্যতের সোনালি সঞ্চয়!
advertisement
5/6
বৃহস্পতিবার ৬ নভেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৩৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৩৩৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৮৩২০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৩৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৩৩৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৮৩২০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement