Gold Price: বিপুল পরিমাণে সোনা কেনার পর এখন বিশ্বের সমস্ত ব্যাঙ্ক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, দামে এর কী প্রভাব পড়বে জানুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Gold Price: সামনে এল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ রিপোর্ট। যে রিপোর্টে একটি বড় তথ্যের প্রকাশ ঘটেছে। এক নজরে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সোনার দামে ওঠানামা লেগেই থাকে। তা বাড়বে না কি কমবে, নির্ভর করে বেশ কিছু কারণের উপরে। এরই মধ্যে অন্যতম হল গোল্ড রিজার্ভ। প্রতিটি দেশ তার নিজস্ব সোনার ভাণ্ডার মজুত রাখে। দেশের হয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো তা ক্রয় করে। বিশ্বব্যাপী এই সব কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনার ধরন বিশ্ববাজারে দামের উপরেও একটা বড় প্রভাব ফেলে। সাধারণত, বিশ্ব জুড়ে যখন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার হার বাড়ে, তা চাহিদাও বাড়িয়ে দেয়, তার ফলে সোনার দাম বেড়ে যায়। একই ভাবে কেনাকাটা কমলে সোনার দামও কমে।
advertisement
সেই নিরিখে সোনার দাম কতটা কমতে পারে, এই নিয়ে আমাদের প্রায় সকলের মনেই একটা কৌতুহল রয়েছে। কারণ বিগত দিনগুলিতে সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শুধু বেড়েছে। এরই মধ্যে অনেকের ধারণা ছিল সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমতে পারে। কিন্তু, সোনার দাম কিছুটা কম হলেও, এক ধাক্কায় এখনও অনেকটাই কম হয়নি। এরই মধ্যে সামনে এল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ রিপোর্ট। যে রিপোর্টে একটি বড় তথ্যের প্রকাশ ঘটেছে। এক নজরে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ২০২৫ সালের এপ্রিল মাসে ১২ টন সোনা নেট ক্রয় করেছে, যা আগের মাসের তুলনায় ১২% কম। একই সঙ্গে, এটি ১২ মাসের গড় থেকেও কম। এই ক্রয়টি ১২ মাসের গড় (২৮ টন) থেকেও অনেক কম ছিল, যা ইঙ্গিত দেয় যে, দ্রুত বর্ধনশীল দামের কারণে ক্রয় বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে দেখা গিয়েছে যে, রেকর্ড মূল্যের প্রভাব এখন দৃশ্যমান। এপ্রিল মাসে সোনা রেকর্ড স্তরে পৌঁছেছে, যার কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রয়ের গতি ধীর হয়ে গিয়েছে। যদিও সেই প্রবণতা এখনও ইতিবাচক। এই ক্রয়ের পরে, পোল্যান্ডের সোনার রিজার্ভ ৫০৯ টন রয়েছে, যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের (৫০৭ টন) চেয়ে বেশি।
advertisement