Gold Loan Calculator: ১০ গ্রাম সোনার বদলে কত টাকা গোল্ড লোন পাবেন ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Loan Calculator: ১০ গ্রাম সোনা জমা দিলে কত টাকা পর্যন্ত গোল্ড লোন মিলতে পারে? জেনে নিন বর্তমান সোনার দাম অনুযায়ী আপনি কতটা ঋণ পেতে পারেন এবং কীভাবে হিসেব করা হয় গোল্ড লোন।
গোল্ড লোন হল এমন একটি ঋণ, যেখানে একজন ব্যক্তি নিজের সোনা বন্ধক রেখে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই টাকা ধার নিতে পারেন। সাধারণত এই ঋণের পরিমাণ নির্ধারিত হয় সোনার ওজন ও বাজারমূল্যের উপর ভিত্তি করে। গোল্ড লোন পাওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ, দ্রুত এবং ন্যূনতম ডকুমেন্টেশনের প্রয়োজন হয়।
advertisement
জরুরি আর্থিক প্রয়োজনে, চিকিৎসা, ব্যবসা বা শিক্ষা খরচ মেটাতে অনেকেই গোল্ড লোন নিয়ে থাকেন । গুরুত্বপূর্ণ বিষয় হল গোল্ড লোনের সুদের হার অনেক সময় পার্সোনাল লোনের চেয়ে কম হয়ে থাকে। তবে নির্ধারিত সময়ে ঋণ শোধ না করলে, বন্ধক রাখা সোনা বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই গোল্ড লোন নেওয়ার আগে শর্তগুলি ভালভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি।
advertisement
IIFL অনুযায়ী, সোনার গুণগত মানের উপর নির্ভর করে সর্বোচ্চ বাজার মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত লোন নিতে পারবেন ৷ ২২ ক্যারেট সোনার ৩০ দিনের গড় দাম হিসেবে আপনার সোনার মূল্য নির্ধারণ করা হবে ৷
advertisement
ধরে নিন ২৭ জুন ২০২৫ এ গোল্ড লোন নিয়েছেন, তাহলে IIFL ক্যালকুলেটর অনুযায়ী, ১০ গ্রাম সোনার বদলে সর্বোচ্চ ৬৬,৩৩০ টাকা লোন হিসেবে পাবেন ৷
advertisement
গোল্ড লোন ক্যালকুলেট করা হয় তিনটি বিষয়ের উপরে-১. আপনার সোনার ওজন২. সোনার বাজার মূল্য৩. লোন টু ভ্যালু Ratio
advertisement
RBI-র নিয়ম অনুযায়ী, গোল্ড লোনে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত LTV (Loan-to-Value) অনুমোদিত। অর্থাৎ, আপনার সোনার মোট মূল্য যদি ₹১,০০,০০০ হয়, তাহলে আপনি সর্বোচ্চ ₹৭৫,০০০ পর্যন্ত ঋণ পেতে পারেন।
advertisement