Retirement Planning: মাসে ৫০ হাজার টাকা পেনশন? অনায়াসেই সম্ভব, যদি কাজে লাগানো যায় এই ৫ উপায়

Last Updated:
Retirement Planning : তার জন্য কী করা দরকার, দেখে নেওয়া যাক এক এক করে।
1/7
অবসরে যদি টাকার চিন্তা করতে হয়, তাহলে তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তাই সুচিন্তিত বিনিয়োগের প্রয়োজন। এমন ভাবেই বিনিয়োগ করা দরকার কর্মজীবনে, যাতে অবসরে এসে একটা ঠিকঠাক পরিমাণ টাকা পেনশন হিসেবে পাওয়া যায়। মূল্যস্ফীতির বাজারে যদি সেই অঙ্কটা ৫০ হাজার থাকে, তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়।
অবসরে যদি টাকার চিন্তা করতে হয়, তাহলে তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তাই সুচিন্তিত বিনিয়োগের প্রয়োজন। এমন ভাবেই বিনিয়োগ করা দরকার কর্মজীবনে, যাতে অবসরে এসে একটা ঠিকঠাক পরিমাণ টাকা পেনশন হিসেবে পাওয়া যায়। মূল্যস্ফীতির বাজারে যদি সেই অঙ্কটা ৫০ হাজার থাকে, তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়।
advertisement
2/7
তার জন্য কী করা দরকার, দেখে নেওয়া যাক এক এক করে।
তার জন্য কী করা দরকার, দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
3/7
সঠিক সময়ে বিনিয়োগ শুরুযত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যাবে, রিটার্নও তত বেশি আসবে। এটাই বিনিয়োগের প্রথম সূত্র। বিশেষজ্ঞরাও বলে থাকেন যে দীর্ঘমেয়াদেই বিনিয়োগ সর্বাপেক্ষা লাভ দেয়। এক্ষেত্রে ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যেই বিনিয়োগ শুরু করতে হবে, উপার্জন যত সামান্যই হোক না কেন। বিনিয়োগের পরিমাণ সামান্য হোক, কিন্তু সেটা যদি রেকারিং করা যায়, তাহলে চক্রবৃদ্ধি হার সময়ের ব্যবধানে বেশ ভালই এক তহবিল গড়ে তুলতে সাহায্য করবে।
সঠিক সময়ে বিনিয়োগ শুরুযত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যাবে, রিটার্নও তত বেশি আসবে। এটাই বিনিয়োগের প্রথম সূত্র। বিশেষজ্ঞরাও বলে থাকেন যে দীর্ঘমেয়াদেই বিনিয়োগ সর্বাপেক্ষা লাভ দেয়। এক্ষেত্রে ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যেই বিনিয়োগ শুরু করতে হবে, উপার্জন যত সামান্যই হোক না কেন। বিনিয়োগের পরিমাণ সামান্য হোক, কিন্তু সেটা যদি রেকারিং করা যায়, তাহলে চক্রবৃদ্ধি হার সময়ের ব্যবধানে বেশ ভালই এক তহবিল গড়ে তুলতে সাহায্য করবে।
advertisement
4/7
পোর্টফোলিওতে বৈচিত্র্যবিনিয়োগের বাজারে একটা কথা খুবই প্রচলিত- সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। মানে সহজ, বিনিয়োগের টাকার পুরোটাই এক জায়গায় না খাটিয়ে তা নানা খাতে ভাগ করে দিতে হবে। এতে কোনও একটা দিকে কম রিটার্ন এলেও অন্য দিক তা পুষিয়ে দেবে, বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই নিয়ম খুবই কাজের।
পোর্টফোলিওতে বৈচিত্র্যবিনিয়োগের বাজারে একটা কথা খুবই প্রচলিত- সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। মানে সহজ, বিনিয়োগের টাকার পুরোটাই এক জায়গায় না খাটিয়ে তা নানা খাতে ভাগ করে দিতে হবে। এতে কোনও একটা দিকে কম রিটার্ন এলেও অন্য দিক তা পুষিয়ে দেবে, বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই নিয়ম খুবই কাজের।
advertisement
5/7
পেনশন পরিকল্পনাবাজারে এমন বেশ কিছু পেনশন প্ল্যান আছে যেখানে বিনিয়োগ করে মাসিক ভিত্তিতে যেমন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তেমনই একই সঙ্গে পাওয়া যায় জীবন বিমা কভারেজও। ফলে, মাসে ৫০ হাজার টাকা দেবে, এমন পেনশন প্ল্যানগুলো দেখে, তুলনামূলক বিচার করে বিনিয়োগ করতে হবে।
পেনশন পরিকল্পনাবাজারে এমন বেশ কিছু পেনশন প্ল্যান আছে যেখানে বিনিয়োগ করে মাসিক ভিত্তিতে যেমন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তেমনই একই সঙ্গে পাওয়া যায় জীবন বিমা কভারেজও। ফলে, মাসে ৫০ হাজার টাকা দেবে, এমন পেনশন প্ল্যানগুলো দেখে, তুলনামূলক বিচার করে বিনিয়োগ করতে হবে।
advertisement
6/7
পোর্টফোলিও চেকপ্রতি ৩ বা ৬ মাস অন্তর অন্তর পোর্টফোলিও চেক করা দরকার। যদি দেখা যায় কোনও একটি বিনিয়োগ তেমন ভাল পারফর্ম করছে না, সেক্ষেত্রে তা অন্য খাতে লাগাতে হবে। এভাবে বাজার বুঝে এগোলে মোটা এক তহবিল সহজেই গড়ে উঠবে।
পোর্টফোলিও চেকপ্রতি ৩ বা ৬ মাস অন্তর অন্তর পোর্টফোলিও চেক করা দরকার। যদি দেখা যায় কোনও একটি বিনিয়োগ তেমন ভাল পারফর্ম করছে না, সেক্ষেত্রে তা অন্য খাতে লাগাতে হবে। এভাবে বাজার বুঝে এগোলে মোটা এক তহবিল সহজেই গড়ে উঠবে।
advertisement
7/7
বিকল্প উপার্জনএটা শেষ ধাপ। বিনিয়োগ থেকে যদি মাসে ৫০ হাজার টাকা নাও ওঠে, তাহলেও এই উপায় কাজে আসবে। এক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া বা সাইড বিজনেসের কথা সময় থাকতে থাকতে পরিকল্পনা করে রাখা উচিত। দরকার হলে সেই মতো রিয়েল এস্টেটে কর্মজীবনে বিনিয়োগও করা যায়।
বিকল্প উপার্জনএটা শেষ ধাপ। বিনিয়োগ থেকে যদি মাসে ৫০ হাজার টাকা নাও ওঠে, তাহলেও এই উপায় কাজে আসবে। এক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া বা সাইড বিজনেসের কথা সময় থাকতে থাকতে পরিকল্পনা করে রাখা উচিত। দরকার হলে সেই মতো রিয়েল এস্টেটে কর্মজীবনে বিনিয়োগও করা যায়।
advertisement
advertisement
advertisement