Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যদি আপনার ঘরে পড়ে থাকে পুরনো ৫০০ টাকার নোট (500 Rupees Old Note) থাকে, তাহলে সহজেই পেয়ে যেতে পারেন ১০হাজার টাকা৷
advertisement
advertisement
*একই মূল্যের অন্যান্য নোটের সঙ্গে তার খুব ফারাক না থাকলেও, ভাল করে পরীক্ষা করলে দেখা যাবে যে সেই নোটটির কোনও নম্বর বা চিহ্নে ভুল রয়েছে৷ বাজার চলতি সেই নোটটির মূল্য বহুগুণ বেড়ে যায়৷ নোটবন্দির পর পুরনো ৫০০ টাকার নোট বিরল হিসেবে চিহ্নিত হয়েছে৷ ফলে বাড়িতে পুরনো ৫০০ টাকার নোট থাকলে চিন্তার কিছু নেই৷ বরং সেই নোটের জন্যই আরও অর্থ উপর্যান করতে পারবেন আপনি৷
advertisement
*এবার আপনার কাছে থাকা সেই পুরনো ৫০০ টাকার নোট পরীক্ষা করে দেখুন যে এর সিরিয়াল নম্বরটি দু'বার প্রিন্ট হয়েছে কিনা৷ যদি তা হয় তবে আপনি এই নোটের জন্য ৫হাজার টাকা পেতে পারেন। এগুলি ছাড়াও যদি ৫০০ টাকার নোটের এক সাইড বড় হয়, অর্থাৎ এটিতে অতিরিক্ত কাগজ থাকে, তবে আপনি সেই নোটের বিনিময়ে ১০হাজার টাকা পেতে পারেন। একটি পুরনো ৫০০ টাকার নোট আপনাকে বিপুল পরিমাণে অর্থ উপার্যনে সাহায্য করতে পারে।
advertisement
advertisement
