হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

  • Bangla Digital Desk

  • 16

    Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

    *খুব সহজে, অল্প সময়ের মধ্যে পুরনো ৫০০ টাকার নোট (500 Rupees Old Note)পাল্টে পেতে পারেন ১০ হাজার টাকা৷ এর জন্য আপনাকে কোনও কঠিন পরিশ্রমও করতে হবে না৷ এই পুরনো ৫০০ টাকার নোট এমনিতে আপনি আর ব্যবহার করতে পারবেন না৷ তবে শুধুমাত্র ঘরে পড়ে থাকা পুরনো ৫০০ টাকার নোটই আপনার ভাগ্য খুলে দেবে৷

    MORE
    GALLERIES

  • 26

    Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

    *ভারতীয় রিজার্ভ ব্যঙ্ক (Reserve Bank of India) যখন কোনও নোট ছাপায়, তখন তার একটি নির্দিষ্ট নকশা থাকে৷ সেই অনুযায়ী নোট ছাপানো হয়৷ ফলে ওই মূল্যের সব নোট দেখতে হুবহু এক হয় এবং তার মধ্যে সব নথি অপরিবর্তিত থাকে৷ তবে কোনও ভাবে যদি কোনও নোটে ভুল ছাপা হয়, এবং বাজারে চলে আসে, তবে সেটি বিশেষ বা বিরল হয়ে যায়৷

    MORE
    GALLERIES

  • 36

    Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

    *একই মূল্যের অন্যান্য নোটের সঙ্গে তার খুব ফারাক না থাকলেও, ভাল করে পরীক্ষা করলে দেখা যাবে যে সেই নোটটির কোনও নম্বর বা চিহ্নে ভুল রয়েছে৷ বাজার চলতি সেই নোটটির মূল্য বহুগুণ বেড়ে যায়৷ নোটবন্দির পর পুরনো ৫০০ টাকার নোট বিরল হিসেবে চিহ্নিত হয়েছে৷ ফলে বাড়িতে পুরনো ৫০০ টাকার নোট থাকলে চিন্তার কিছু নেই৷ বরং সেই নোটের জন্যই আরও অর্থ উপর্যান করতে পারবেন আপনি৷

    MORE
    GALLERIES

  • 46

    Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

    *এবার আপনার কাছে থাকা সেই পুরনো ৫০০ টাকার নোট পরীক্ষা করে দেখুন যে এর সিরিয়াল নম্বরটি দু'বার প্রিন্ট হয়েছে কিনা৷ যদি তা হয় তবে আপনি এই নোটের জন্য ৫হাজার টাকা পেতে পারেন। এগুলি ছাড়াও যদি ৫০০ টাকার নোটের এক সাইড বড় হয়, অর্থাৎ এটিতে অতিরিক্ত কাগজ থাকে, তবে আপনি সেই নোটের বিনিময়ে ১০হাজার টাকা পেতে পারেন। একটি পুরনো ৫০০ টাকার নোট আপনাকে বিপুল পরিমাণে অর্থ উপার্যনে সাহায্য করতে পারে।

    MORE
    GALLERIES

  • 56

    Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

    *তবে এর কিছু শর্ত রয়েছে। কোন ৫০০ টাকার বিনিময় কত টাকা পাওয়া যাবে, সেটা পরীক্ষা করতে আপনাকে শুধুমাত্র একটি ওয়েবসাইটে লগইন করতে হবে।

    MORE
    GALLERIES

  • 66

    Old Note: ৫০০ টাকা পুরনো নোট বদলে পান ১০হাজার টাকা! জানুন উপায়

    *এই বিশেষ নোটটি অনলাইনে বিক্রি করতে আপনাকে oldindiancoins.com ওয়েবসাইটে যেতে হবে। আপনাকে প্রথমে যা করতে হবে তা হল বিক্রেতা হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এর পরে আপনি এখানে আপনার পুরনো ৫০০ টাকার নোটের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে৷ আপনার দেওয়া ছবি দেখে যারা নোটগুলি কিনতে আগ্রহী হবে, তাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। তারপর, তাদের সঙ্গে কথা বলে বিপুর টাকার বিনিময় বদলে ফেলুন আপনার ঘরে পড়ে থাকা পুরনো ৫০০ টাকার নোট৷

    MORE
    GALLERIES