Big Changes From 1st July: ট্রেনের টিকিট বুকিং থেকে গ্যাসের দাম, ১ জুলাই থেকে হতে চলেছে একাধিক বড় বদল !

Last Updated:
Big Changes From 1st July: ১ জুলাই থেকে রেল টিকিট, গ্যাসের দাম, আধার-প্যান লিঙ্ক সহ একাধিক নিয়মে পরিবর্তন আসছে। এই নতুন নিয়মগুলি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে ও সুবিধায়। কী কী বদল আসছে, জেনে নিন ।
1/8
জুন মাস শেষের পথে ৷  আর নতুন মাস অর্থাৎ জুলাই ২০২৫ শুরু হতেই লাগু হতে চলেছে একাধিক বড় পরিবর্তন । ১ জুলাই ২০২৫ থেকে সারা দেশে এমন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম, এলপিজি সিলিন্ডারের দাম, প্যান কার্ড সংক্রান্ত প্রক্রিয়া, ব্যাঙ্কিং চার্জ -সহ আরও অনেক কিছু।
[caption id="attachment_2226812" align="alignnone" width="1200"] জুন মাস শেষের পথে ৷ আর নতুন মাস অর্থাৎ জুলাই ২০২৫ শুরু হতেই লাগু হতে চলেছে একাধিক বড় পরিবর্তন । ১ জুলাই ২০২৫ থেকে সারা দেশে এমন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম, এলপিজি সিলিন্ডারের দাম, প্যান কার্ড সংক্রান্ত প্রক্রিয়া, ব্যাঙ্কিং চার্জ -সহ আরও অনেক কিছু।</dd> <dd>[/caption]
advertisement
2/8
১. LPG সিলিন্ডারের দাম-
সাধারণত প্রতি মাসের পয়লা তারিখে বাড়ির রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বদল করা হয় ৷ সেই অনুযায়ী, ১ জুলাই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে ৷ এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে ৷
১. LPG সিলিন্ডারের দাম-সাধারণত প্রতি মাসের পয়লা তারিখে বাড়ির রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বদল করা হয় ৷ সেই অনুযায়ী, ১ জুলাই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে ৷ এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে ৷
advertisement
3/8
২. প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক-এখন যদি আপনি নতুন প্যান কার্ড তৈরি করতে চান, তাহলে ১ জুলাই ২০২৫ থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক হবে। আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে, যাঁদের প্যান কার্ড এখনও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি, তাঁদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এটি লিঙ্ক করাতে হবে।
২. প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক-এখন যদি আপনি নতুন প্যান কার্ড তৈরি করতে চান, তাহলে ১ জুলাই ২০২৫ থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক হবে। আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে, যাঁদের প্যান কার্ড এখনও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি, তাঁদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এটি লিঙ্ক করাতে হবে।
advertisement
4/8
৩. রেলওয়ে টিকিটের নতুন নিয়ম কার্যকর হবে-১ জুলাই থেকে রেলওয়ে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এসি এবং নন-এসি উভয় শ্রেণির টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে। নন-এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে।
৩. রেলওয়ে টিকিটের নতুন নিয়ম কার্যকর হবে-১ জুলাই থেকে রেলওয়ে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এসি এবং নন-এসি উভয় শ্রেণির টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে। নন-এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে।
advertisement
5/8
এর পাশাপাশি একটি বড় পরিবর্তন হল, এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যায় সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে মোট আসনের ২৫ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না। অর্থাৎ, যদি কোনও কোচে ১০০টি আসন থাকে, তাহলে সর্বোচ্চ ২৫টি ওয়েটিং টিকিটই দেওয়া হবে। তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
এর পাশাপাশি একটি বড় পরিবর্তন হল, এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যায় সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে মোট আসনের ২৫ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না। অর্থাৎ, যদি কোনও কোচে ১০০টি আসন থাকে, তাহলে সর্বোচ্চ ২৫টি ওয়েটিং টিকিটই দেওয়া হবে। তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
advertisement
6/8
৪. IRCTC থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও OTP বাধ্যতামূলক১ জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুক করতে পারবেন, যাঁদের IRCTC অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এছাড়াও, ১৫ জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার-সংযুক্ত মোবাইল নম্বরে যে OTP আসবে, সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে। OTP না দিলে টিকিট বুকিং সম্পন্ন হবে না।

সাথে আরও একটি নিয়ম হল, এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট পর্যন্ত কোনও টিকিট বুক করতে পারবেন না।
৪. IRCTC থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও OTP বাধ্যতামূলক১ জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুক করতে পারবেন, যাঁদের IRCTC অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এছাড়াও, ১৫ জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার-সংযুক্ত মোবাইল নম্বরে যে OTP আসবে, সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে। OTP না দিলে টিকিট বুকিং সম্পন্ন হবে না।সাথে আরও একটি নিয়ম হল, এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট পর্যন্ত কোনও টিকিট বুক করতে পারবেন না।
advertisement
7/8
৫. ICICI ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হবে আরও ব্যয়বহুলআপনি যদি ICICI ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তবে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। ১ জুলাই থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি বার টাকা তুললে, প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ২৩ টাকা চার্জ দিতে হবে। 

তবে স্বস্তির বিষয় হল, নন-মেট্রো শহরগুলিতে মাসে ৫ বার এবং মেট্রো শহরগুলিতে ৩ বার পর্যন্ত টাকা তোলা যাবে বিনা খরচে । এর পরে প্রতিবার টাকা তোলার উপর অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
৫. ICICI ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হবে আরও ব্যয়বহুলআপনি যদি ICICI ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তবে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। ১ জুলাই থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি বার টাকা তুললে, প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ২৩ টাকা চার্জ দিতে হবে।তবে স্বস্তির বিষয় হল, নন-মেট্রো শহরগুলিতে মাসে ৫ বার এবং মেট্রো শহরগুলিতে ৩ বার পর্যন্ত টাকা তোলা যাবে বিনা খরচে । এর পরে প্রতিবার টাকা তোলার উপর অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
advertisement
8/8
HDFC ক্রেডিট কার্ডে পেমেন্টে বাড়বে খরচ-
HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও জুলাই মাস থেকে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে। যদি আপনি Paytm বা PhonePe-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পরিশোধ করেন, তাহলে এখন থেকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে।

 এছাড়াও, যদি আপনি বিদ্যুৎ বা জলবিলের মতো ইউটিলিটি বিল HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে তাতেও আলাদা করে চার্জ নেওয়া হবে।
HDFC ক্রেডিট কার্ডে পেমেন্টে বাড়বে খরচ-HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও জুলাই মাস থেকে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে। যদি আপনি Paytm বা PhonePe-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পরিশোধ করেন, তাহলে এখন থেকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে।এছাড়াও, যদি আপনি বিদ্যুৎ বা জলবিলের মতো ইউটিলিটি বিল HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে তাতেও আলাদা করে চার্জ নেওয়া হবে।
advertisement
advertisement
advertisement