ব্যাঙ্ক লকারের নম্বর ভুলে গিয়েছেন ? তাহলে কি আর লকার খুলতে পারবেন না ?

Last Updated:
কোনও একদিন যদি কেউ তাঁর ব্যাঙ্ক লকার নম্বর মনে করতে না পারেন সেক্ষেত্রে কী হবে? লকার আর অ্যাক্সেস করা যাবে না?
1/10
বর্তমান সময়ে ব্যাঙ্ক লকার খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাঙ্ক লকারে নিজেদের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রেখে দেওয়া সম্ভব। ব্যাঙ্কের লকারে নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস যেমন সোনার গহনা এবং বিভিন্ন নথি রেখে দেওয়া সম্ভব।
বর্তমান সময়ে ব্যাঙ্ক লকার খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাঙ্ক লকারে নিজেদের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রেখে দেওয়া সম্ভব। ব্যাঙ্কের লকারে নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস যেমন সোনার গহনা এবং বিভিন্ন নথি রেখে দেওয়া সম্ভব।
advertisement
2/10
ব্যাঙ্কের লকার ভাড়া নেওয়ার জন্য ব্যাঙ্ককে টাকা দিতে হয়। লকারের আকারের উপর ভিত্তি করে এর ভাড়া নির্ধারণ করা হয়। প্রশ্ন হল, এ হেন ব্যাঙ্ক লকার কীভাবে খুলতে হয়?
ব্যাঙ্কের লকার ভাড়া নেওয়ার জন্য ব্যাঙ্ককে টাকা দিতে হয়। লকারের আকারের উপর ভিত্তি করে এর ভাড়া নির্ধারণ করা হয়। প্রশ্ন হল, এ হেন ব্যাঙ্ক লকার কীভাবে খুলতে হয়?
advertisement
3/10
ব্যাঙ্ক লকার খোলার উপায় -  - একটি লকার ভাড়া করতে গ্রাহকদের অবশ্যই একটি সাধারণ আবেদনপত্র পূরণ করতে হবে এবং KYC সম্পূর্ণ করতে হবে৷
ব্যাঙ্ক লকার খোলার উপায় - - একটি লকার ভাড়া করতে গ্রাহকদের অবশ্যই একটি সাধারণ আবেদনপত্র পূরণ করতে হবে এবং KYC সম্পূর্ণ করতে হবে৷
advertisement
4/10
- গ্রাহকদের অবশ্যই একটি লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যা 'মেমোরেন্ডাম অফ লেটিং' নামেও পরিচিত। ব্যাঙ্কের শর্তাবলীতে সম্মত হয়ে এই চুক্তি স্বাক্ষর করতে হবে।
- গ্রাহকদের অবশ্যই একটি লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যা 'মেমোরেন্ডাম অফ লেটিং' নামেও পরিচিত। ব্যাঙ্কের শর্তাবলীতে সম্মত হয়ে এই চুক্তি স্বাক্ষর করতে হবে।
advertisement
5/10
- বেশিরভাগ ব্যাঙ্কে কোনও না কোনও জামানত প্রয়োজন হয়। ফলে ব্যাঙ্ক সাধারণত শুধুমাত্র বিদ্যমান অ্যাকাউন্ট হোল্ডারদের বা যাঁরা একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন অথবা তিন বছরের ফিক্সড ডিপোজিট করতে সম্মত হন, তাঁদেরই লকার সরবরাহ করে।
- বেশিরভাগ ব্যাঙ্কে কোনও না কোনও জামানত প্রয়োজন হয়। ফলে ব্যাঙ্ক সাধারণত শুধুমাত্র বিদ্যমান অ্যাকাউন্ট হোল্ডারদের বা যাঁরা একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন অথবা তিন বছরের ফিক্সড ডিপোজিট করতে সম্মত হন, তাঁদেরই লকার সরবরাহ করে।
advertisement
6/10
- লকারটি নামমাত্র মূল্যে ভাড়া দেওয়া হয়। এটি লকারের আকার এবং শাখার অবস্থান (আন্তঃ-শহর এবং আন্তঃনগর উভয়ই) দ্বারা নির্ধারিত হয়। এটি একটি বার্ষিক ভিত্তিতে চার্জ করা হয় এবং তা আগেই দিতে হয়।
- লকারটি নামমাত্র মূল্যে ভাড়া দেওয়া হয়। এটি লকারের আকার এবং শাখার অবস্থান (আন্তঃ-শহর এবং আন্তঃনগর উভয়ই) দ্বারা নির্ধারিত হয়। এটি একটি বার্ষিক ভিত্তিতে চার্জ করা হয় এবং তা আগেই দিতে হয়।
advertisement
7/10
ব্যাঙ্কের লকার রক্ষণাবেক্ষণ করার উপায় -  ব্যাঙ্ক শাখা এবং লকারের আকার বা অবস্থানের উপর নির্ভর করে ভাড়া সংগ্রহ করা হয়। লকারের বার্ষিক ভাড়া কভার করার জন্য গ্রাহককে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে হবে। ব্যাঙ্কগুলির সাধারণত আমানতের আকারে তিন বছরের ভাড়া কভার করে।
ব্যাঙ্কের লকার রক্ষণাবেক্ষণ করার উপায় - ব্যাঙ্ক শাখা এবং লকারের আকার বা অবস্থানের উপর নির্ভর করে ভাড়া সংগ্রহ করা হয়। লকারের বার্ষিক ভাড়া কভার করার জন্য গ্রাহককে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে হবে। ব্যাঙ্কগুলির সাধারণত আমানতের আকারে তিন বছরের ভাড়া কভার করে।
advertisement
8/10
এই পর্যন্ত সব ঠিক আছে। এবার কোনও একদিন যদি কেউ তাঁর ব্যাঙ্ক লকার নম্বর মনে করতে না পারেন, কোনও ডকুমেন্ট থেকেও সেটা উদ্ধার করতে না পারেন, সেক্ষেত্রে কী হবে? লকার আর অ্যাক্সেস করা যাবে না?
এই পর্যন্ত সব ঠিক আছে। এবার কোনও একদিন যদি কেউ তাঁর ব্যাঙ্ক লকার নম্বর মনে করতে না পারেন, কোনও ডকুমেন্ট থেকেও সেটা উদ্ধার করতে না পারেন, সেক্ষেত্রে কী হবে? লকার আর অ্যাক্সেস করা যাবে না?
advertisement
9/10
এমন পরিস্থিতিতেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যাঙ্কের লকার বের করার সবচেয়ে এক উপায় রয়েছে। সেই কাজ করা যায় পাসবুকের মাধ্যমে। পাসবুকের ডেবিট সেকশনে লকারের ভাড়া কাটা যাওয়ার বিশদ বিবরণ থাকবে, ওখান থেকেই নম্বরটা পাওয়া যাবে। কিন্তু যদি পাসবুক পাওয়া না যায় বা সেটা আপডেট করা না থাকে? বয়স্কদের পক্ষে সব সময়ে পাসবুকের ছোট লেখা পড়া সম্ভবও হয় না, সেক্ষেত্রে কী করণীয়?
এমন পরিস্থিতিতেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যাঙ্কের লকার বের করার সবচেয়ে এক উপায় রয়েছে। সেই কাজ করা যায় পাসবুকের মাধ্যমে। পাসবুকের ডেবিট সেকশনে লকারের ভাড়া কাটা যাওয়ার বিশদ বিবরণ থাকবে, ওখান থেকেই নম্বরটা পাওয়া যাবে। কিন্তু যদি পাসবুক পাওয়া না যায় বা সেটা আপডেট করা না থাকে? বয়স্কদের পক্ষে সব সময়ে পাসবুকের ছোট লেখা পড়া সম্ভবও হয় না, সেক্ষেত্রে কী করণীয়?
advertisement
10/10
একটু কষ্ট করে ব্যাঙ্কে যেতে হবে, আর কী! সঙ্গে রাখতে হবে পাসবুক, কাস্টমার আইডি, লকারের চাবি। ব্যাঙ্কে গিয়ে সমস্যার কথা জানালে অ্যাকাউন্ট ভেরিফাই করে লকার নম্বর জানিয়ে দেওয়া হবে।
একটু কষ্ট করে ব্যাঙ্কে যেতে হবে, আর কী! সঙ্গে রাখতে হবে পাসবুক, কাস্টমার আইডি, লকারের চাবি। ব্যাঙ্কে গিয়ে সমস্যার কথা জানালে অ্যাকাউন্ট ভেরিফাই করে লকার নম্বর জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement