EPF Interest Rate: অবশেষে EPF-এ ৮.২৫ শতাংশ সুদের অনুমোদন দিল সরকার, কবে পাবেন এই সুদ? জেনে নিন

Last Updated:
EPFO Interest Rate: খুব শীঘ্রই এই সুদের টাকা জমা পড়বে অ্যাকাউন্টে। কবে টাকা আসবে এবং কীভাবে PF ব্যালেন্স চেক করবেন, জেনে নিন সব তথ্য।
1/5
অর্থবর্ষ ২০২৪-২৫-এর জন্য ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ৮.২৫ শতাংশ হারে সুদ দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পরে ইপিএফও এবার ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা করার প্রক্রিয়া শুরু করতে পারে। যদি কারও ইপিএফ অ্যাকাউন্ট একজেম্পটেড ট্রাস্টের অধীনে আসে, তাহলে একই হারে সুদ প্রদান করার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তাহলে গ্রাহক ইপিএফৃএ কত পরিমাণ সুদ পাবে, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
অর্থবর্ষ ২০২৪-২৫-এর জন্য ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ৮.২৫ শতাংশ হারে সুদ দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পরে ইপিএফও এবার ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা করার প্রক্রিয়া শুরু করতে পারে। যদি কারও ইপিএফ অ্যাকাউন্ট একজেম্পটেড ট্রাস্টের অধীনে আসে, তাহলে একই হারে সুদ প্রদান করার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তাহলে গ্রাহক ইপিএফৃএ কত পরিমাণ সুদ পাবে, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/5
ইপিএফ-এ কত সুদ পাবেন গ্রাহক?ইপিএফ স্কিম (এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড) ১৯৫২-র ৬০-এর অনুচ্ছেদের আওতায় প্রতি মাসের রানিং ব্যালেন্স এবং বছরের শেষে অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া পরিমাণের উপর ভিত্তি করে হিসেব করা হয় ইপিএফ সুদ। ধরা যাক, ব্যবহারকারীর ইপিএফ অ্যাকাউন্টে ১ এপ্রিল ২০২৪ তারিখের হিসাব অনুযায়ী মোট ব্যালেন্স রয়েছে ৫ লক্ষ টাকা। আর তাঁর মাসিক বেসিক স্যালারি ৬০ হাজার টাকা। প্রতি মাসে তিনি নিজের বেতনের ১২ শতাংশ অর্থাৎ ৭২০০ টাকা জমা করছেন। ফলে তাঁর নিয়োগকারী সংস্থাও জমা করছে ৭২০০ টাকা। কিন্তু নিয়োগকারী সংস্থার এই পরিমাণের ৮.৬৭ শতাংশ চলে যায় ইপিএস (এমপ্লয়ি পেনশন স্কিম)-এ। যা সর্বোচ্চ ১২৫০ টাকা। বাকি বা অবশিষ্ট ব্যালেন্স আসছে ওই গ্রাহকের ইপিএফ অ্যাকাউন্টে।
ইপিএফ-এ কত সুদ পাবেন গ্রাহক?
ইপিএফ স্কিম (এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড) ১৯৫২-র ৬০-এর অনুচ্ছেদের আওতায় প্রতি মাসের রানিং ব্যালেন্স এবং বছরের শেষে অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া পরিমাণের উপর ভিত্তি করে হিসেব করা হয় ইপিএফ সুদ। ধরা যাক, ব্যবহারকারীর ইপিএফ অ্যাকাউন্টে ১ এপ্রিল ২০২৪ তারিখের হিসাব অনুযায়ী মোট ব্যালেন্স রয়েছে ৫ লক্ষ টাকা। আর তাঁর মাসিক বেসিক স্যালারি ৬০ হাজার টাকা। প্রতি মাসে তিনি নিজের বেতনের ১২ শতাংশ অর্থাৎ ৭২০০ টাকা জমা করছেন। ফলে তাঁর নিয়োগকারী সংস্থাও জমা করছে ৭২০০ টাকা। কিন্তু নিয়োগকারী সংস্থার এই পরিমাণের ৮.৬৭ শতাংশ চলে যায় ইপিএস (এমপ্লয়ি পেনশন স্কিম)-এ। যা সর্বোচ্চ ১২৫০ টাকা। বাকি বা অবশিষ্ট ব্যালেন্স আসছে ওই গ্রাহকের ইপিএফ অ্যাকাউন্টে।
advertisement
3/5
এই ভাবে গোটা বছরে ইপিএফ-এ গ্রাহকের মোট অবদান বা জমা হল (৭২০০ x ১২) বা ৮৬৪০০ টাকা। আর নিয়োগকারী সংস্থার অবদান বা জমা হচ্ছে ৭১৪০০ টাকা (এমপ্লয়ি পেনশন স্কিম বাদ দিয়ে)। এই গোটা পরিমাণ এবং বিদ্যমান ৫ লক্ষ টাকার উপর বছরের শুরুতে ৮.২৫ শতাংশ বার্ষিক সুদের হার হিসেবে সুদের পরিমাণ গণনা করা হবে।
এই ভাবে গোটা বছরে ইপিএফ-এ গ্রাহকের মোট অবদান বা জমা হল (৭২০০ x ১২) বা ৮৬৪০০ টাকা। আর নিয়োগকারী সংস্থার অবদান বা জমা হচ্ছে ৭১৪০০ টাকা (এমপ্লয়ি পেনশন স্কিম বাদ দিয়ে)। এই গোটা পরিমাণ এবং বিদ্যমান ৫ লক্ষ টাকার উপর বছরের শুরুতে ৮.২৫ শতাংশ বার্ষিক সুদের হার হিসেবে সুদের পরিমাণ গণনা করা হবে।
advertisement
4/5
কখন অ্যাকাউন্টে ইপিএফ সুদ ক্রেডিট করা হবে?সাধারণত অর্থবর্ষের শেষে ইপিএফ সুদ ক্রেডিট করা হয়। কিন্তু অনেক সময় এই ক্রেডিটে বিলম্ব হয়। কখনও কখনও সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে সুদ ক্রেডিট হয়ে থাকে। ইপিএফ পাসবুক ওয়েবসাইট অথবা উমঙ্গ অ্যাপ অথবা এসএমএস-এর সাহায্যে ইপিএফ অ্যাকাউন্টের স্টেটাস দেখে নিতে পারেন অ্যাকাউন্ট হোল্ডাররা।
কখন অ্যাকাউন্টে ইপিএফ সুদ ক্রেডিট করা হবে?
সাধারণত অর্থবর্ষের শেষে ইপিএফ সুদ ক্রেডিট করা হয়। কিন্তু অনেক সময় এই ক্রেডিটে বিলম্ব হয়। কখনও কখনও সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে সুদ ক্রেডিট হয়ে থাকে। ইপিএফ পাসবুক ওয়েবসাইট অথবা উমঙ্গ অ্যাপ অথবা এসএমএস-এর সাহায্যে ইপিএফ অ্যাকাউন্টের স্টেটাস দেখে নিতে পারেন অ্যাকাউন্ট হোল্ডাররা।
advertisement
5/5
ইপিএফ সুদে বিলম্ব হলে কি ক্ষতি হতে পারে?ইপিএফ সুদ ক্রেডিট হতে দেরি হলেও অ্যাকাউন্ট হোল্ডারের কোনও ক্ষতি হবে না। গোটা বছরের গড় ব্যালেন্সের উপরেই সুদ নির্ধারণ করা হয়। দেরি হলেও পুরো সুদই পাওয়া যায়।
ইপিএফ সুদে বিলম্ব হলে কি ক্ষতি হতে পারে?
ইপিএফ সুদ ক্রেডিট হতে দেরি হলেও অ্যাকাউন্ট হোল্ডারের কোনও ক্ষতি হবে না। গোটা বছরের গড় ব্যালেন্সের উপরেই সুদ নির্ধারণ করা হয়। দেরি হলেও পুরো সুদই পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement