How Much Money Is Enough: আগামী ২০-৩০ বছর পর কত টাকা থাকলে আরামে জীবন কাটাতে পারবেন ? বুঝে নিন হিসেব
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
How Much Money Is Enough: ১ কোটি টাকার মূল্য কি আজ থেকে ২০-৩০ বছর পরে একই থাকবে?
advertisement
কিন্তু প্রশ্ন হল, ১ কোটি টাকার মূল্য কি আজ থেকে ২০-৩০ বছর পরে একই থাকবে? কারণ এটা সত্য যে, মুদ্রাস্ফীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে টাকার মানও কমে যেতে থাকে। এমন পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে যদি নিজের পছন্দসই জীবন যাপনের জন্য ১ কোটি টাকাকে যথেষ্ট বলে মনে হয়, তাহলে এখন থেকে ২০, ২৫ কিংবা ৩০ বছর পরে ওই একই ধরনের জীবনযাপন করতে কিন্তু ১ কোটি টাকার তুলনায় অনেক বেশি অর্থের প্রয়োজন হবে। কিন্তু সেটা কত?
advertisement
advertisement
২০-৩০ বছর পরে কত টাকা লাগবে?প্রতি বছর যেভাবে মূল্যস্ফীতি ৫-৬ শতাংশ হারে বাড়ছে, তা বিবেচনা করলে ২০-২৫ বছর পর এক কোটি টাকার মূল্য অনেক কম হবে। যদি আমরা মূল্যস্ফীতির হারকে ৬ শতাংশ হিসাবে গণনা করি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি ১ কোটি টাকা একটি ভাল জীবনযাপনের জন্য যথেষ্ট হয়, তাহলে আজ থেকে ২০ বছর পর একটি ভাল জীবনযাপনের জন্য ৩,২০,৭১,৩৫৫ টাকা লাগবে।
advertisement
advertisement
গণনা করার পরে বোঝা যাচ্ছে যে, ২০ থেকে ৩০ বছর পরে ১ কোটি টাকার মূল্য উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে। অতএব কেউ যদি নিজের অবসরের পরিকল্পনা করেন, তাহলে এই হিসাবের ভিত্তিতে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই অনুযায়ী নিজের অবসর পরিকল্পনা করতে হবে। ফলে যতটা সম্ভব অর্থ সঞ্চয় করতে হবে এবং আরও ভাল স্কিমগুলিতে বিনিয়োগ করতে হবে। যাতে ভাল জীবনযাপন করতে অবসরজীবনের জন্য যথেষ্ট তহবিল জমা করা যায়।









