FasTag New Rule: লাগু হয়ে গেল ফাস্ট্যাগের নয়া নিয়ম, চালকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে?

Last Updated:
FasTag New Rules: চালকের ফাস্ট্যাগ যদি ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়ে থাকে, তাহলে দিতে হবে অতিরিক্ত চার্জ।
1/8
গাড়ি নিয়ে রাস্তায় বেরলে সাবধান। ফাস্ট্যাগের নয়া নিয়ম লাগু হয়েছে। ভুলচুক হলেই জরিমানা। টোল আদায় সহজ করতে এবং যানজট কমাতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে এনপিসিআই। কী কী নিয়ম বদল হল?
গাড়ি নিয়ে রাস্তায় বেরলে সাবধান। ফাস্ট্যাগের নয়া নিয়ম লাগু হয়েছে। ভুলচুক হলেই জরিমানা। টোল আদায় সহজ করতে এবং যানজট কমাতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে এনপিসিআই। কী কী নিয়ম বদল হল?
advertisement
2/8
নতুন নিয়ম অনুযায়ী, টোল দিতে দেরি হলে বা ব্যালেন্স কম থাকলে এখন থেকে জরিমানা গুণতে হবে চালককে। শুধু তাই নয়, চালকের ফাস্ট্যাগ যদি ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়ে থাকে, তাহলে দিতে হবে অতিরিক্ত চার্জ।
নতুন নিয়ম অনুযায়ী, টোল দিতে দেরি হলে বা ব্যালেন্স কম থাকলে এখন থেকে জরিমানা গুণতে হবে চালককে। শুধু তাই নয়, চালকের ফাস্ট্যাগ যদি ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়ে থাকে, তাহলে দিতে হবে অতিরিক্ত চার্জ।
advertisement
3/8
৬০ মিনিটের বেশি নিষ্ক্রিয়: টোল আসার অন্তত ৬০ মিনিট আগে ফাস্ট্যাগ অ্যাকটিভ করতে হবে। যদি ইনঅ্যাকটিভ থাকে এবং টোল পেরনোর ১০ মিনিট পরও অ্যাকটিভ না করা হয়, তাহলে চালক পেমেন্ট করতে পারবেন না। এক্ষেত্রে সিস্টেম ‘এরর কোড ১৭৬’ দেখাবে। লেনদেন বাতিল হয়ে যাবে।
৬০ মিনিটের বেশি নিষ্ক্রিয়: টোল আসার অন্তত ৬০ মিনিট আগে ফাস্ট্যাগ অ্যাকটিভ করতে হবে। যদি ইনঅ্যাকটিভ থাকে এবং টোল পেরনোর ১০ মিনিট পরও অ্যাকটিভ না করা হয়, তাহলে চালক পেমেন্ট করতে পারবেন না। এক্ষেত্রে সিস্টেম ‘এরর কোড ১৭৬’ দেখাবে। লেনদেন বাতিল হয়ে যাবে।
advertisement
4/8
টোলে পেমেন্ট বিতর্ক: ফাস্ট্যাগের মাধ্যমে পেমেন্ট নিয়ে মাঝেমধ্যেই বিবাদে জড়ান চালক এবং টোল কর্মীরা। অনেক সময় অতিরিক্ত টোল কাটা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই বিবাদ মেটাতে চার্জব্যাক প্রক্রিয়া চালু করা হয়েছে। যদি বেশি টোল কাটা হয়, তাহলে দ্রুত তা চালককে ফিরিয়ে দেওয়া হবে।
টোলে পেমেন্ট বিতর্ক: ফাস্ট্যাগের মাধ্যমে পেমেন্ট নিয়ে মাঝেমধ্যেই বিবাদে জড়ান চালক এবং টোল কর্মীরা। অনেক সময় অতিরিক্ত টোল কাটা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই বিবাদ মেটাতে চার্জব্যাক প্রক্রিয়া চালু করা হয়েছে। যদি বেশি টোল কাটা হয়, তাহলে দ্রুত তা চালককে ফিরিয়ে দেওয়া হবে।
advertisement
5/8
১৫ মিনিটের মধ্যে টোল পেমেন্ট: নতুন নিয়মে বলা হয়েছে, যদি কোনও গাড়ির চালক টোল প্লাজা পার হওয়ার ১৫ মিনিটের মধ্যে পেমেন্ট না মেটান, তাহলে তাঁকে জরিমানা করা হবে। দিতে হবে অতিরিক্ত চার্জ।
১৫ মিনিটের মধ্যে টোল পেমেন্ট: নতুন নিয়মে বলা হয়েছে, যদি কোনও গাড়ির চালক টোল প্লাজা পার হওয়ার ১৫ মিনিটের মধ্যে পেমেন্ট না মেটান, তাহলে তাঁকে জরিমানা করা হবে। দিতে হবে অতিরিক্ত চার্জ।
advertisement
6/8
চালককে দায় নিতে হবে: যদি কোনও গাড়ির ফাস্ট্যাগ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে এবং টোল পরিশোধ করার পরেও পেমেন্ট না করেন, তাহলে ফাস্ট্যাগ ইউজারকে দায়ী করা হবে। এক্ষেত্রেও জরিমানা গুণতে হবে চালককে।
চালককে দায় নিতে হবে: যদি কোনও গাড়ির ফাস্ট্যাগ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে এবং টোল পরিশোধ করার পরেও পেমেন্ট না করেন, তাহলে ফাস্ট্যাগ ইউজারকে দায়ী করা হবে। এক্ষেত্রেও জরিমানা গুণতে হবে চালককে।
advertisement
7/8
ফাস্ট্যাগ আগে রিচার্জ করতে হবে: আগে টোল প্লাজায় দাঁড়িয়ে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারতেন চালকরা। কিন্তু এখন আর সম্ভব নয়। নতুন নিয়ম অনুযায়ী, চালককে আগে থেকেই ফাস্ট্যাগ রিচার্জ করে রাখতে হবে। নাহলে টোল প্লাজায় পেমেন্ট করার সময় সমস্যা হতে পারে।
ফাস্ট্যাগ আগে রিচার্জ করতে হবে: আগে টোল প্লাজায় দাঁড়িয়ে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারতেন চালকরা। কিন্তু এখন আর সম্ভব নয়। নতুন নিয়ম অনুযায়ী, চালককে আগে থেকেই ফাস্ট্যাগ রিচার্জ করে রাখতে হবে। নাহলে টোল প্লাজায় পেমেন্ট করার সময় সমস্যা হতে পারে।
advertisement
8/8
নতুন নিয়মের প্রভাব: ফাস্ট্যাগ চালুই হয়েছিল যানজট কমানোর উদ্দেশ্যে। কিন্তু তাতে লাভ হয়নি খুব একটা। ব্যালেন্স কম বা অন্যান্য প্রযুক্তিগত কারণে এখনও অনেক গাড়িই টোল প্লাজায় থামতে বাধ্য হয়। ফলে যানজটও হয়। তবে নতুন নিয়মে আগে থেকেই ফাস্ট্যাগ রিচার্জ করে রাখতে হবে। ফলে টোল প্লাজায় ট্র্যাফিকের চাপ কমবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
নতুন নিয়মের প্রভাব: ফাস্ট্যাগ চালুই হয়েছিল যানজট কমানোর উদ্দেশ্যে। কিন্তু তাতে লাভ হয়নি খুব একটা। ব্যালেন্স কম বা অন্যান্য প্রযুক্তিগত কারণে এখনও অনেক গাড়িই টোল প্লাজায় থামতে বাধ্য হয়। ফলে যানজটও হয়। তবে নতুন নিয়মে আগে থেকেই ফাস্ট্যাগ রিচার্জ করে রাখতে হবে। ফলে টোল প্লাজায় ট্র্যাফিকের চাপ কমবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement