Good News: সরাসরি ‘এই’ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩৬,০০০ টাকা, Narendra Modi Government-র স্কিম সম্পর্কে জানুন

Last Updated:
নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) এই স্কিম লাভবান হবেন কৃষকরা৷ জেনে নিন কী কী নিয়ম পালন করলে পাবেন এতগুলো টাকা (Money)৷
1/4
#কলকাতা: আপনি বা আপনার পরিবারের কেউ কৃষিকাজে যুক্ত তাহলে খুব ভালো খবর রয়েছে আপনাদের জন্য৷ নরেন্দ্র মোদি আপনার অ্যাকাউন্টে সরাসরি ৩৬,০০০ টাকা ঢুকে যাবে৷ নরেন্দ্র মোদি সরকার (Modi government) কৃষকদের আয় বাড়াতে একাধিক যোজনা (Kisan Scheme)জারি করেছে ৷ এরই মধ্যে অন্যতম পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়৷ বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে৷ বছরে ৩ বার ২০০০ টাকা করে তাঁদের অ্যাকাউন্টে (PM Kisan installment) টাকা যায়৷ Photo- File
#কলকাতা: আপনি বা আপনার পরিবারের কেউ কৃষিকাজে যুক্ত তাহলে খুব ভালো খবর রয়েছে আপনাদের জন্য৷ নরেন্দ্র মোদি আপনার অ্যাকাউন্টে সরাসরি ৩৬,০০০ টাকা ঢুকে যাবে৷ নরেন্দ্র মোদি সরকার (Modi government) কৃষকদের আয় বাড়াতে একাধিক যোজনা (Kisan Scheme)জারি করেছে ৷ এরই মধ্যে অন্যতম পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়৷ বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে৷ বছরে ৩ বার ২০০০ টাকা করে তাঁদের অ্যাকাউন্টে (PM Kisan installment) টাকা যায়৷ Photo- File
advertisement
2/4
কৃষকরা এই স্কিমে ৩৬ হাজার টাকার লাভ ওঠাতে পারেন৷ এতে ৩ মাসে ২০০০ টাকা করে পাবেন আর এই যোজনায় প্রতি মাসে ৩০০০ টাকাও পেতে পারবেন তার জন্য আপনাকে কয়েকটি পদক্ষেপ করতে হবে৷ এই যোজনার লাভ ওঠাতে গেলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর৷ এর জন্য আপনার কাছে ২ হেক্টর কৃষিযোগ্য জমি থাকতে হবে৷ এই যোজনার জন্য কৃষককে কমপক্ষে ২০ থেকে ৪০ বছর অবধি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা দিতে হবে৷ যা তাঁর বয়সের হিসেবে দিতে হবে৷ Photo- File
কৃষকরা এই স্কিমে ৩৬ হাজার টাকার লাভ ওঠাতে পারেন৷ এতে ৩ মাসে ২০০০ টাকা করে পাবেন আর এই যোজনায় প্রতি মাসে ৩০০০ টাকাও পেতে পারবেন তার জন্য আপনাকে কয়েকটি পদক্ষেপ করতে হবে৷ এই যোজনার লাভ ওঠাতে গেলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর৷ এর জন্য আপনার কাছে ২ হেক্টর কৃষিযোগ্য জমি থাকতে হবে৷ এই যোজনার জন্য কৃষককে কমপক্ষে ২০ থেকে ৪০ বছর অবধি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা দিতে হবে৷ যা তাঁর বয়সের হিসেবে দিতে হবে৷ Photo- File
advertisement
3/4
১৮ বছরে যে এই প্রকল্পে যুক্ত হবে তাঁকে মাসে ৫৫ টাকা করে দিতে হবে৷ আক ৩০ বছরে যুক্ত হলে মাসে ১১০ টাকা করে দিতে হবে৷ যদি ৪০ বছরে যোগ দেন তাহলে মাসে ২০০ টাকা করে দিতে হবে৷ আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির ফায়দা নিতে হয় তাহলে এই টাকা আপনি পিএম কিষাণ মানধন যোজনায় কাটাতে পারেন৷ Photo- File
১৮ বছরে যে এই প্রকল্পে যুক্ত হবে তাঁকে মাসে ৫৫ টাকা করে দিতে হবে৷ আক ৩০ বছরে যুক্ত হলে মাসে ১১০ টাকা করে দিতে হবে৷ যদি ৪০ বছরে যোগ দেন তাহলে মাসে ২০০ টাকা করে দিতে হবে৷ আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির ফায়দা নিতে হয় তাহলে এই টাকা আপনি পিএম কিষাণ মানধন যোজনায় কাটাতে পারেন৷ Photo- File
advertisement
4/4
নরেন্দ্র মোদি সরকার ২৪ ফেব্রুয়ারি ২০১৯ পিএম কিষাণ নিধি ( PM kisan Samman Nidhi Yojna) শুরু করেছেন৷ এই স্কিমে সরকার ক্ষুদ্র কৃষকদের বছরে ৬০০০ টাকা দেয়৷ যা তিনটি কিস্তিতে দেওয়া হয়৷ প্রথম কিস্তি ৩১ মার্চ দেওয়া হয়৷ দ্বিতীয় কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়৷ তৃতীয় কিস্তিরটাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেওয়া হয়৷ এই টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়৷ Photo- File
নরেন্দ্র মোদি সরকার ২৪ ফেব্রুয়ারি ২০১৯ পিএম কিষাণ নিধি ( PM kisan Samman Nidhi Yojna) শুরু করেছেন৷ এই স্কিমে সরকার ক্ষুদ্র কৃষকদের বছরে ৬০০০ টাকা দেয়৷ যা তিনটি কিস্তিতে দেওয়া হয়৷ প্রথম কিস্তি ৩১ মার্চ দেওয়া হয়৷ দ্বিতীয় কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়৷ তৃতীয় কিস্তিরটাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেওয়া হয়৷ এই টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়৷ Photo- File
advertisement
advertisement
advertisement