EPFO Interest Rate: চলতি সপ্তাহে অ্যাকাউন্টে আসবে সুদ ! ৫টি সহজ উপায়ে চেক করে নিন EPFO ব্যালেন্স

Last Updated:
EPFO Interest Rate: EPFO এই সপ্তাহেই ৮.২৫% হারে সুদ জমা করছে অ্যাকাউন্টে। SMS, মিসড কল, অ্যাপ কিংবা ওয়েবসাইট—মাত্র ৫টি সহজ উপায়ে আপনি নিজের PF ব্যালেন্স দেখে নিতে পারবেন খুব সহজেই। জেনে নিন এখনই পদ্ধতিগুলি।
1/9
শীঘ্রই ইপিএফও অ্যাকাউন্টে আসতে চলেছে সুদের টাকা ৷ বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৷ রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়ের আগেই ৯৬.৫১ শতাংশের বেশি EPFO অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে সুদ এই সপ্তাহের মধ্যেই জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।
শীঘ্রই ইপিএফও অ্যাকাউন্টে আসতে চলেছে সুদের টাকা ৷ বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৷ রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়ের আগেই ৯৬.৫১ শতাংশের বেশি EPFO অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে সুদ এই সপ্তাহের মধ্যেই জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/9
TOI-র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন যে EPFO এই সপ্তাহের মধ্যেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সদস্যদের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
TOI-র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন যে EPFO এই সপ্তাহের মধ্যেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সদস্যদের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
advertisement
3/9
চলতি বছর, ১৩.৮৮ লাখ প্রতিষ্ঠান ও তাদের অধীনে থাকা ৩৩.৫৬ কোটি সদস্যের অ্যাকাউন্টে বার্ষিক আপডেট করতে হয়েছে ৷ এর মধ্যে ৮ জুলাই পর্যন্ত ১৩.৮৬ লাখ প্রতিষ্ঠানের ৩২.৩৯ কোটি সদস্য অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে, পিটিআই-কে এমনটাই জানিয়েছেন মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি আরও বলেন, বাকি অ্যাকাউন্টগুলিও এই সপ্তাহের মধ্যেই আপডেট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছর, ১৩.৮৮ লাখ প্রতিষ্ঠান ও তাদের অধীনে থাকা ৩৩.৫৬ কোটি সদস্যের অ্যাকাউন্টে বার্ষিক আপডেট করতে হয়েছে ৷ এর মধ্যে ৮ জুলাই পর্যন্ত ১৩.৮৬ লাখ প্রতিষ্ঠানের ৩২.৩৯ কোটি সদস্য অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে, পিটিআই-কে এমনটাই জানিয়েছেন মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি আরও বলেন, বাকি অ্যাকাউন্টগুলিও এই সপ্তাহের মধ্যেই আপডেট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
4/9
EPFO সদস্যরা পাঁচ ভাবে তাদের ব্যালেন্স চেক করতে পারেন। 

২০২৫ সালে কীভাবে EPFO ব্যালেন্স চেক করবেন?
EPFO সদস্যরা পাঁচ ভাবে তাদের ব্যালেন্স চেক করতে পারেন।২০২৫ সালে কীভাবে EPFO ব্যালেন্স চেক করবেন?
advertisement
5/9
১. UMANG অ্যাপ ব্যবহার করে

UMANG অ্যাপটি ডাউনলোড করুন।

আপনার মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করুন।

EPFO → View Passbook অপশনে যান।

আপনার UAN ও OTP দিন এবং ব্যালেন্স দেখে নিন।
১. UMANG অ্যাপ ব্যবহার করেUMANG অ্যাপটি ডাউনলোড করুন।আপনার মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করুন।EPFO → View Passbook অপশনে যান।আপনার UAN ও OTP দিন এবং ব্যালেন্স দেখে নিন।
advertisement
6/9
২. EPFO-র ওয়েবসাইটে গিয়ে ব্যালেন্স দেখুনভিজিট করুন: epfindia.gov.in

ক্লিক করুন: Services → For Employees → Member Passbook

আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং পাসবুক চেক করুন।
২. EPFO-র ওয়েবসাইটে গিয়ে ব্যালেন্স দেখুনভিজিট করুন: epfindia.gov.inক্লিক করুন: Services → For Employees → Member Passbookআপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং পাসবুক চেক করুন।
advertisement
7/9
৩. মিসড কলের মাধ্যমেআপনার রেজিস্টার্ড নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিন।

আপনার সর্বশেষ পিএফ ব্যালেন্স সংক্রান্ত একটি SMS পাবেন।
৩. মিসড কলের মাধ্যমেআপনার রেজিস্টার্ড নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিন।আপনার সর্বশেষ পিএফ ব্যালেন্স সংক্রান্ত একটি SMS পাবেন।
advertisement
8/9
৪. SMS-এর মাধ্যমে

মেসেজ করুন: EPFOHO UAN ENG → পাঠান এই নম্বরে: 7738299899

 ENG-এর পরিবর্তে আপনি আপনার পছন্দের ভাষার কোড ব্যবহার করতে পারেন, যেমন:
HIN (হিন্দি), TAM (তামিল), BEN (বাংলা) ইত্যাদি।
৪. SMS-এর মাধ্যমেমেসেজ করুন: EPFOHO UAN ENG → পাঠান এই নম্বরে: 7738299899ENG-এর পরিবর্তে আপনি আপনার পছন্দের ভাষার কোড ব্যবহার করতে পারেন, যেমন:HIN (হিন্দি), TAM (তামিল), BEN (বাংলা) ইত্যাদি।
advertisement
9/9
৫. DigiLocker-এর মাধ্যমেআপনার UAN নম্বর DigiLocker-এর সঙ্গে লিংক করুন।

অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে PF ব্যালেন্স ও স্টেটমেন্ট সহজেই দেখে নিতে পারেন।
৫. DigiLocker-এর মাধ্যমেআপনার UAN নম্বর DigiLocker-এর সঙ্গে লিংক করুন।অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে PF ব্যালেন্স ও স্টেটমেন্ট সহজেই দেখে নিতে পারেন।
advertisement
advertisement
advertisement