EPFO Interest Rate: চলতি সপ্তাহে অ্যাকাউন্টে আসবে সুদ ! ৫টি সহজ উপায়ে চেক করে নিন EPFO ব্যালেন্স
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
EPFO Interest Rate: EPFO এই সপ্তাহেই ৮.২৫% হারে সুদ জমা করছে অ্যাকাউন্টে। SMS, মিসড কল, অ্যাপ কিংবা ওয়েবসাইট—মাত্র ৫টি সহজ উপায়ে আপনি নিজের PF ব্যালেন্স দেখে নিতে পারবেন খুব সহজেই। জেনে নিন এখনই পদ্ধতিগুলি।
শীঘ্রই ইপিএফও অ্যাকাউন্টে আসতে চলেছে সুদের টাকা ৷ বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৷ রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়ের আগেই ৯৬.৫১ শতাংশের বেশি EPFO অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে সুদ এই সপ্তাহের মধ্যেই জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
চলতি বছর, ১৩.৮৮ লাখ প্রতিষ্ঠান ও তাদের অধীনে থাকা ৩৩.৫৬ কোটি সদস্যের অ্যাকাউন্টে বার্ষিক আপডেট করতে হয়েছে ৷ এর মধ্যে ৮ জুলাই পর্যন্ত ১৩.৮৬ লাখ প্রতিষ্ঠানের ৩২.৩৯ কোটি সদস্য অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে, পিটিআই-কে এমনটাই জানিয়েছেন মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি আরও বলেন, বাকি অ্যাকাউন্টগুলিও এই সপ্তাহের মধ্যেই আপডেট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement