EPFO 3.0: PF-এর টাকা ATM থেকে তুলবেন কীভাবে? রইল সম্পূর্ণ গাইডলাইন

Last Updated:
EPFO 3.0: কর্মীরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দিয়ে খুব সহজে তাঁদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
1/7
আসছে EPFO 3.0 ভার্সন। এবার সরাসরি এটিএম থেকেই টাকা তুলতে পারবেন পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। এতে পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়া সহজ হবে। সময়ও বাঁচবে।
আসছে EPFO 3.0 ভার্সন। এবার সরাসরি এটিএম থেকেই টাকা তুলতে পারবেন পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। এতে পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়া সহজ হবে। সময়ও বাঁচবে।
advertisement
2/7
বর্তমানে প্রভিডেন্টের ফান্ডের টাকা হাতে পেতে কালঘাম ছুটে যায়। নিয়োগকর্তার অনুমোদন থেকে শুরু করে সরকারি দলিল দস্তাবেজের ফাঁস কাটানো, পুরো প্রক্রিয়াটাই দীর্ঘ এবং জটিল। সেটাকেই সহজ করে দেবে EPFO 3.0 ভার্সান। কর্মীকে আর সরকারি অফিসে ঘুরতে ঘুরতে জুতোর শুকতোলা ক্ষয়াতে হবে না। সরাসরি এটিএম থেকেই পিএফ-এর টাকা তোলা যাবে। অনেকটা ব্যাঙ্ক থেকে নগদ টাকা তোলার মতোই।
বর্তমানে প্রভিডেন্টের ফান্ডের টাকা হাতে পেতে কালঘাম ছুটে যায়। নিয়োগকর্তার অনুমোদন থেকে শুরু করে সরকারি দলিল দস্তাবেজের ফাঁস কাটানো, পুরো প্রক্রিয়াটাই দীর্ঘ এবং জটিল। সেটাকেই সহজ করে দেবে EPFO 3.0 ভার্সান। কর্মীকে আর সরকারি অফিসে ঘুরতে ঘুরতে জুতোর শুকতোলা ক্ষয়াতে হবে না। সরাসরি এটিএম থেকেই পিএফ-এর টাকা তোলা যাবে। অনেকটা ব্যাঙ্ক থেকে নগদ টাকা তোলার মতোই।
advertisement
3/7
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াও বলেছেন, EPFO 3.0 ভার্সনে সংস্থা ব্যাঙ্কের মতোই কাজ করবে। কর্মীরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দিয়ে খুব সহজে তাঁদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। শোনা যাচ্ছে, এটিএম থেকে পিএফের ৫০ শতাংশ টাকা তোলা যাবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা করেনি ইপিএফও।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াও বলেছেন, EPFO 3.0 ভার্সনে সংস্থা ব্যাঙ্কের মতোই কাজ করবে। কর্মীরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দিয়ে খুব সহজে তাঁদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। শোনা যাচ্ছে, এটিএম থেকে পিএফের ৫০ শতাংশ টাকা তোলা যাবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা করেনি ইপিএফও।
advertisement
4/7
EPFO 3.0 বর্তমান ব্যবস্থার উন্নত সংস্করণ। টাকা তোলা, দাবি নিষ্পত্তি এবং পেমেন্ট ট্রান্সফারের মতো কাজ যাতে সহজে করা যায়, সেভাবেই ডিজাইন করা হয়েছে। নতুন সিস্টেমের উপর ইপিএফও এখনও কাজ করছে। জানা গিয়েছে, এতে বেশ কিছু ডিজিটাল ফিচারও থাকবে। শ্রমমন্ত্রী স্পষ্ট বলেছেন, “পিএফ অ্যাকাউন্টের টাকা আপনার টাকা। যখন খুশি এই টাকা তোলার অধিকারও আপনার রয়েছে।“
EPFO 3.0 বর্তমান ব্যবস্থার উন্নত সংস্করণ। টাকা তোলা, দাবি নিষ্পত্তি এবং পেমেন্ট ট্রান্সফারের মতো কাজ যাতে সহজে করা যায়, সেভাবেই ডিজাইন করা হয়েছে। নতুন সিস্টেমের উপর ইপিএফও এখনও কাজ করছে। জানা গিয়েছে, এতে বেশ কিছু ডিজিটাল ফিচারও থাকবে। শ্রমমন্ত্রী স্পষ্ট বলেছেন, “পিএফ অ্যাকাউন্টের টাকা আপনার টাকা। যখন খুশি এই টাকা তোলার অধিকারও আপনার রয়েছে।“
advertisement
5/7
নয়া সিস্টেমে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ‘পিএফ উইথড্রয়াল কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মী সরাসরি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। যখন খুশি। ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেওয়া হল এখানে।
নয়া সিস্টেমে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ‘পিএফ উইথড্রয়াল কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মী সরাসরি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। যখন খুশি। ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেওয়া হল এখানে।
advertisement
6/7
প্রথম ধাপ – ইপিএফও অনুমোদিত এটিএমে যেতে হবে। খুব শীঘ্রই এই তালিকা ঘোষণা করবে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।দ্বিতীয় ধাপ – এটিএম মেশিনে দিতে হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে লিঙ্কড ইপিএফও উইথড্রয়াল কার্ড।

তৃতীয় ধাপ – এবার পিন নম্বর দিয়ে উইথড্রয়াল অপশনে যেতে হবে।

চতুর্থ ধাপ - কত টাকা তুলতে চান সেটা লিখে ‘কনফার্ম’ করতে হবে।

পঞ্চম ধাপ – তৎক্ষণাৎ হাতে চলে আসবে পিএফের টাকা।
প্রথম ধাপ – ইপিএফও অনুমোদিত এটিএমে যেতে হবে। খুব শীঘ্রই এই তালিকা ঘোষণা করবে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।দ্বিতীয় ধাপ – এটিএম মেশিনে দিতে হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে লিঙ্কড ইপিএফও উইথড্রয়াল কার্ড।তৃতীয় ধাপ – এবার পিন নম্বর দিয়ে উইথড্রয়াল অপশনে যেতে হবে।চতুর্থ ধাপ - কত টাকা তুলতে চান সেটা লিখে ‘কনফার্ম’ করতে হবে।পঞ্চম ধাপ – তৎক্ষণাৎ হাতে চলে আসবে পিএফের টাকা।
advertisement
7/7
মে অথবা জুন মাসে EPFO 3.0 অ্যাপ লঞ্চের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই অ্যাপের মাধ্যমে কর্মী তাঁর পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। নজর রাখতে পারবেন সমস্ত লেনদেনে।
মে অথবা জুন মাসে EPFO 3.0 অ্যাপ লঞ্চের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই অ্যাপের মাধ্যমে কর্মী তাঁর পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। নজর রাখতে পারবেন সমস্ত লেনদেনে।
advertisement
advertisement
advertisement