Egg Price Hike: হিটওয়েভে খামারের মুরগির মৃত্যু, এই জায়গায় হুড়মুড়িয়ে দাম বাড়ছে ডিমের, আশঙ্কায় ক্রেতা-বিক্রেতারা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Egg Price Hike: পোলট্রি সংস্থার মতে, গত মাসে তীব্র তাপপ্রবাহের কারণে খামারগুলিতে ডিমের উৎপাদন ৪-১০% কমেছে। এছাড়া ৫-৮% মুরগি মারা গেছে।
হুড়মুড়িয়ে দাম বাড়ছে ডিমের! এপ্রিল মাসের হিটওয়েভের দরুণ বিভিন্ন পোলট্রি ফার্মে মুরগির অকাল মৃত্যু হয়েছে৷ বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন এভাবে বিশাল সংখ্যায় মুরগির মৃত্যুর কারণে এইভাবে ডিমের দামও বাড়ছে৷ এপার বাংলা যেরকম হিটওয়েভে নাকাল হয়েছে, তেমনিই পদ্মাপাড়ের বাংলাদেশও হিটওয়েভে পুড়েছে৷ Photo- File
advertisement
ঢাকার শাহজাদপুর, বাড্ডা, তেজগাঁও, হাতিরপুল ও কারওয়ান বাজারের বিভিন্ন পাইকারি দোকানে ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় এবং সাদা ডিম ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়িতে পালন করা মুরগির ডিমের দাম ছিল প্রতি ডজনে ২৪০-২৫০ টাকা এবং হাঁসের ডিমের দাম ছিল ১৮০-১৯০ টাকা। Photo- File
advertisement
এক সপ্তাহ আগে বাদামি ডিমের দাম ছিল প্রতি ডজনে ১১৫ থেকে ১২০ টাকা , সাদা ডিমের দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকা। কারওয়ান বাজারের দেওয়ান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মহম্মদ কবির হোসেন বাংলাদেশের সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে তিনি প্রতি এক হাজার পিস ডিম কিনছেন ৯০০-৯৫০ টাকায়, যা এখন এক সপ্তাহের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১১০০ টাকায়। Photo- File
advertisement
advertisement
advertisement
আগে প্রতি এক হাজার পিস বাদামি ডিমের দাম ছিল ৮৮০ টাকা এবং সাদা ডিমের দাম ৮০০ টাকা। তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহম্মদ হানিফ মিয়া জানিয়েছেন কৃষকদের কাছ থেকে প্রতিদিন ডিমের সরবরাহ প্রায় ১-১.৫ লক্ষ পিস কমে প্রায় ১৩.৫-১৪ লক্ষে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, স্বল্প সরবরাহ আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে, যোগ করেন, "খামার পর্যায়ে উৎপাদন স্বাভাবিক হলে ডিমের সরবরাহ বাড়বে।" Photo- File
advertisement
advertisement