Earn Money: ‘এখানে ’ টাকা লাগালে হাতে গুনে শেষ করা যাবে না, ১২২৪% গ্রোথ, বিশ্বাস হচ্ছে না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Earn Money: মুনাফার কথা বললে, কোম্পানিটি ২৩ সেপ্টেম্বর প্রান্তিকে ৮২ লক্ষ টাকা লাভ করেছে। যেখানে জুন প্রান্তিকে কোম্পানির মুনাফা ছিল ২ কোটি টাকা।
advertisement
advertisement
সোমবারও এর শেয়ার আপার সার্কিটে রয়েছে। গত বছরের ৩ জুলাই এই শেয়ারের মূল্য ছিল ৩.৩ টাকা। ২৯ জানুয়ারি, এই শেয়ারটি ৪৫.৩২ টাকায় পৌঁছেছে। এরপর থেকে এ শেয়ারের দাম বেড়েছে ১৩৭৩ শতাংশ। এখন যদি কেউ জুলাই মাসে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি ৩০,৩০৩টি শেয়ার পেয়ে যেতেন। আজ সেই শেয়ারগুলির দাম ৪৫.৩২ টাকা থেকে বেড়ে ১৩.৭৩ লক্ষ টাকারও বেশি হয়েছে৷
advertisement
এমনকি ১ মাসেও ভাল রিটার্ন৬ মাস বাদ দিন, মাত্র ১ মাসে এই স্টকটি তার বিনিয়োগকারীদের ৪৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। রাঠি স্টিলসের শেয়ার বর্তমানে তাদের ৫২-সপ্তাহ শীর্ষ ধরে রয়েছে। সোমবার এই মজুদে প্রায় ২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় খবর লেখা পর্যন্ত এর বিক্রি বন্ধ রয়েছে। গোটা মাসে রাঠি স্টিলের শেয়ারের কোন পতন ঘটেনি, যা বিনিয়োগকারীদের সতর্ক থাকার ইঙ্গিত দেয়।
advertisement
গ্রোতে পাওয়া তথ্য অনুযায়ি, রাঠি ইস্পাত ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার প্রোমোটারদের হাতে রয়েছে। খুচরো বাজারে কোম্পানিটির ৪০ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ ১৩৯ কোটি টাকার বেশি। রাঠি ইস্পাত তার শেষ ত্রৈমাসিক ফলাফল ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশ করেছিল। তারপর কোম্পানির আয় জুন ত্রৈমাসিকের তুলনায় ২১ কোটি টাকা কমে ১২৮ কোটি টাকা আয় হয়েছে৷
advertisement