বেতন ৩০ হাজার হলেই স্বপ্ন পূরণ! কিনতে পারবেন এই 'ফাটাফাটি' লাক্সারি গাড়ি! কী ভাবে জানুন
- Published by:Tias Banerjee
Last Updated:
Buy Luxury Car at Cheapest Rate: সুরক্ষা, স্টাইল, ও সাশ্রয়—তিনটিই একসঙ্গে। গাড়ি কেনা শুধু স্ট্যাটাস নয়, আত্মসম্মানেরও প্রতীক। Renault Kwid সেই সম্মানটাকেই করে তুলছে সবার নাগালের। এবার গাড়ির চাবিটা হাতে তুলে নিতে দেরি করবেন না!
advertisement
চাকরি আছে, মাস গেলে ঠিকঠাক একটা বেতনও আসে। তবু অনেকের কাছেই নিজের গাড়ি কেনা যেন এক অলীক স্বপ্ন। মেট্রো শহরে বাড়িভাড়া, বাজারখরচ, সন্তানদের পড়াশোনা সব সামলে মাসের শেষে হাতে যা থাকে, তা দিয়ে EMI দিতে গিয়ে অনেকেই পিছিয়ে পড়েন। বিশেষ করে যাঁদের মাসিক আয় ৩০ হাজার টাকার আশেপাশে, তাঁদের পক্ষে গাড়ির মতো ‘লাক্সারি’ জিনিস ভাবাই দুঃসাহস বলে মনে হয়। কিন্তু এবার সেই চেনা হিসেবটাই পাল্টে দিতে পারে এক ছোট্ট, স্মার্ট, মধ্যবিত্তবান্ধব গাড়ি!
advertisement
advertisement
advertisement
advertisement
Renault Kwid এর আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি এর মূল্যের জন্য উপযুক্ত। এতে পাওয়ার স্টিয়ারিং, লেন চেঞ্জ ইন্ডিকেটর, ট্যাকোমিটার, রিয়ার স্পয়লার, LED DRL, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ব্রেক অ্যাসিস্ট, চাইল্ড সেফটি লক, ডুয়াল এয়ারব্যাগ এবং ট্র্যাকশন কন্ট্রোল অন্তর্ভুক্ত রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি গাড়ির সুরক্ষা এবং আরাম বৃদ্ধি করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Renault Kwid ভারতীয় বাজারে বাজেট-বান্ধব গাড়ি সেগমেন্টে একটি জনপ্রিয় পছন্দ, এর সাশ্রয়ী মূল্য, ভালো মাইলেজ, আধুনিক বৈশিষ্ট্য এবং সহজ লোন বিকল্পগুলি মধ্যবিত্তের জন্য আকর্ষণীয়। ৯,০০০ টাকা মাসিক কিস্তি দিয়ে এই গাড়ি কেনা সবার জন্য একটি স্বপ্ন পূরণ। Renault Kwid কিনে অর্থনৈতিকভাবে ড্রাইভিং এর আনন্দ উপভোগ করুন!
advertisement
Renault Kwid ১.০ RXE ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য ৪.৭০ লাখ টাকা। দিল্লিতে অন-রোড মূল্য প্রায় ৫.২৪ লাখ টাকা। যদি আপনি এই গাড়ি ১ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনেন, আপনি ব্যাংক থেকে ৪.২৪ লাখ টাকার লোন পেতে পারেন। যদি আপনি এই লোন ৫ বছরের জন্য ৯ শতাংশ সুদের হারে নেন, আপনাকে প্রতি মাসে ৯,০০০ টাকা কিস্তি দিতে হবে। মোট ১.২৫ লাখ টাকা সুদ ৬০ মাসে পরিশোধ করা যাবে। এটি Renault Kwid কেনা সহজ এবং সাশ্রয়ী করে তোলে।