কিন্তু বিষয় হল, কোনও না কোনও পর্যায়ে গিয়ে PAN প্রয়োজন হলে সমস্যায় পড়তে হতে পারে। যদি কোনও নাগরিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন, বিনিয়োগ করতে চান বা কোনও আর্থিক লেনদেনে জড়াতে চান, তাহলেই PAN-এর প্রয়োজন হবে। তা সেই ব্যক্তির কোনও আয়ের উৎস থাক, বা না-থাক। ফলে তাঁদের ক্ষেত্রেও ৩১ মার্চ, ২০২৩ তারিখের পর PAN-এর সঙ্গে সংযুক্ত আধার নম্বর লাগবে।