বোল্ড বিপাশার জন্মদিন: কত সম্পত্তির মালকিন নায়িকা, দেখে নিন এক নজরে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
জন্মদিনের সকালে ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে বিপাশা নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান বলে দাবি করেছেন।
গত প্রায় দু’দশক ধরে বলিউডে আগুন জ্বালিয়ে রেখেছেন বঙ্গতনয়া বিপাশা বসু। ইদানীং তাঁকে একটু কমই দেখা যায় রুপোলি পর্দায়। বরং বিজ্ঞাপনে অনেক বেশি নজর কাড়েন তিনি। তা বলে মেঘ বরণ সুন্দরীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের নানা মুহূর্তের ছবি দিয়ে মন রাখেন ভক্তদের। ইনস্টাগ্রামে বিপাশার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়নেরও বেশি।
advertisement
৭ জানুয়ারি বলিউডের বহু আলোচিত বাঙালি নায়িকা বিপাশা বসুর জন্মদিন। বিউটি কুইন বেশির ভাগ সময়ই তাঁর সুপার হট লুক এবং বোল্ড স্টাইলের জন্য লাইমলাইটে থাকেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতুহল কম নয়। সম্প্রতি প্রায় ৪২ বছর বয়সে বিপাশা জন্ম দিয়েছেন তাঁর প্রথম সন্তানের। জন্মদিনের সকালে ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে বিপাশা নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান বলে দাবি করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
করণ-বিপাশা মুম্বাইয়ের বান্দ্রায় যে বিলাসবহুল বাড়িতে থাকেন, তাঁর দাম প্রায় ১৬ কোটি টাকার কাছাকাছি। এর বাইরে রয়েছে বিপাশার অজস্র দামি দামি গাড়ি। নায়িকার সংগ্রহে রয়েছে অডি কিউ সিরিজের বহুর্মূল্য গাড়ি। এ ছাড়া রয়েছে ২৫ লক্ষ টাকা মূল্যের ভক্সওয়াগেন বিটল এবং ২৮ লক্ষ টাকা মূল্যের টয়োটা ফরচুনার মতো গাড়ি।