বোল্ড বিপাশার জন্মদিন: কত সম্পত্তির মালকিন নায়িকা, দেখে নিন এক নজরে

Last Updated:
জন্মদিনের সকালে ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে বিপাশা নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান বলে দাবি করেছেন।
1/6
গত প্রায় দু’দশক ধরে বলিউডে আগুন জ্বালিয়ে রেখেছেন বঙ্গতনয়া বিপাশা বসু। ইদানীং তাঁকে একটু কমই দেখা যায় রুপোলি পর্দায়। বরং বিজ্ঞাপনে অনেক বেশি নজর কাড়েন তিনি। তা বলে মেঘ বরণ সুন্দরীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের নানা মুহূর্তের ছবি দিয়ে মন রাখেন ভক্তদের। ইনস্টাগ্রামে বিপাশার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়নেরও বেশি।
গত প্রায় দু’দশক ধরে বলিউডে আগুন জ্বালিয়ে রেখেছেন বঙ্গতনয়া বিপাশা বসু। ইদানীং তাঁকে একটু কমই দেখা যায় রুপোলি পর্দায়। বরং বিজ্ঞাপনে অনেক বেশি নজর কাড়েন তিনি। তা বলে মেঘ বরণ সুন্দরীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের নানা মুহূর্তের ছবি দিয়ে মন রাখেন ভক্তদের। ইনস্টাগ্রামে বিপাশার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়নেরও বেশি।
advertisement
2/6
৭ জানুয়ারি বলিউডের বহু আলোচিত বাঙালি নায়িকা বিপাশা বসুর জন্মদিন। বিউটি কুইন বেশির ভাগ সময়ই তাঁর সুপার হট লুক এবং বোল্ড স্টাইলের জন্য লাইমলাইটে থাকেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতুহল কম নয়। সম্প্রতি প্রায় ৪২ বছর বয়সে বিপাশা জন্ম দিয়েছেন তাঁর প্রথম সন্তানের। জন্মদিনের সকালে ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে বিপাশা নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান বলে দাবি করেছেন।
৭ জানুয়ারি বলিউডের বহু আলোচিত বাঙালি নায়িকা বিপাশা বসুর জন্মদিন। বিউটি কুইন বেশির ভাগ সময়ই তাঁর সুপার হট লুক এবং বোল্ড স্টাইলের জন্য লাইমলাইটে থাকেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতুহল কম নয়। সম্প্রতি প্রায় ৪২ বছর বয়সে বিপাশা জন্ম দিয়েছেন তাঁর প্রথম সন্তানের। জন্মদিনের সকালে ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে বিপাশা নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান বলে দাবি করেছেন।
advertisement
3/6
২০১৬ সালে বিপাশা বিয়ে করেন করণ সিংহ গ্রোভারকে। টিভি তারকা করণের অবশ্য এটি প্রথম বিবাহ নয়। সাম্প্রতিক বলিউডে বিপাশা এবং করণকে বেশ ধনী দম্পতিদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হন।
২০১৬ সালে বিপাশা বিয়ে করেন করণ সিংহ গ্রোভারকে। টিভি তারকা করণের অবশ্য এটি প্রথম বিবাহ নয়। সাম্প্রতিক বলিউডে বিপাশা এবং করণকে বেশ ধনী দম্পতিদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হন।
advertisement
4/6
চলচ্চিত্র জগতে গত দু’দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বিপস। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠতে বাধ্য। নায়িকার জন্মদিনে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর বাড়ি গাড়ি-সহ মোট সম্পত্তিতে—
চলচ্চিত্র জগতে গত দু’দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বিপস। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠতে বাধ্য। নায়িকার জন্মদিনে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর বাড়ি গাড়ি-সহ মোট সম্পত্তিতে—
advertisement
5/6
বিপাশার মূল উপার্জন চলচ্চিত্র এবং বিজ্ঞাপন থেকে। জানা যায়, প্রতিটি ছবির জন্য বিপাশা কোটি টাকার উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। বিপাশা বসুর মোট সম্পদ ১৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা।
বিপাশার মূল উপার্জন চলচ্চিত্র এবং বিজ্ঞাপন থেকে। জানা যায়, প্রতিটি ছবির জন্য বিপাশা কোটি টাকার উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। বিপাশা বসুর মোট সম্পদ ১৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা।
advertisement
6/6
করণ-বিপাশা মুম্বাইয়ের বান্দ্রায় যে বিলাসবহুল বাড়িতে থাকেন, তাঁর দাম প্রায় ১৬ কোটি টাকার কাছাকাছি। এর বাইরে রয়েছে বিপাশার অজস্র দামি দামি গাড়ি। নায়িকার সংগ্রহে রয়েছে অডি কিউ সিরিজের বহুর্মূল্য গাড়ি। এ ছাড়া রয়েছে ২৫ লক্ষ টাকা মূল্যের ভক্সওয়াগেন বিটল এবং ২৮ লক্ষ টাকা মূল্যের টয়োটা ফরচুনার মতো গাড়ি।
করণ-বিপাশা মুম্বাইয়ের বান্দ্রায় যে বিলাসবহুল বাড়িতে থাকেন, তাঁর দাম প্রায় ১৬ কোটি টাকার কাছাকাছি। এর বাইরে রয়েছে বিপাশার অজস্র দামি দামি গাড়ি। নায়িকার সংগ্রহে রয়েছে অডি কিউ সিরিজের বহুর্মূল্য গাড়ি। এ ছাড়া রয়েছে ২৫ লক্ষ টাকা মূল্যের ভক্সওয়াগেন বিটল এবং ২৮ লক্ষ টাকা মূল্যের টয়োটা ফরচুনার মতো গাড়ি।
advertisement
advertisement
advertisement